X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১
ঈদ কেনাকাটা

বাহারি নাম হলেও নতুনত্ব নেই নিউমার্কেটের ঈদ পোশাকে

সুবর্ণ আসসাইফ
২৯ এপ্রিল ২০২২, ১৭:৩৮আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৭:৩৮

ঈদের আর মাত্র কয়েকদিন বাকি। রাজধানীর নিউমার্কেটে শেষ মুহূর্তের কেনাকাটা চলছে। যদিও ক্রেতার উপস্থিতি ও বিক্রি নিয়ে হতাশ দোকানিরা। ক্রেতারাও হতাশ পণ্যের নতুনত্ব ও বৈচিত্র্যের অভাব নিয়ে।

 

বাহারি নাম হলেও নতুনত্ব নেই নিউমার্কেটের ঈদ পোশাকে

 

নিউমার্কেট এলাকায় সরেজমিনে দেখা যায়, ধানমন্ডি হকার্স মার্কেট, গাউছিয়া ও চাঁদনি চক, গ্লোভ, বদরুদ্দোজা সুপার মার্কেটের দোকানে দোকানে ঈদ উপলক্ষে পণ্যের পসরা সাজিয়েছেন দোকানিরা। ক্রেতা আকর্ষণে পুষ্পা, কাঁচাবাদাম ছাড়াও বাহারি নামের পোশাক তোলা হয়েছে। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে চলছে হাকডাক। মার্কেট ছাড়াও রাস্তার দুই পাশের ফুটপাত জুড়েও বসেছে ভ্রাম্যমাণ দোকান। সবমিলিয়ে করোনা মহামারির পর আবারও পুরানো আমেজে ফিরতে শুরু করেছে নিউমার্কেট। 

ঈদে থ্রি পিস, পাঞ্জাবি ও শাড়ির চাহিদা বেশি বলে জানান বিক্রেতারা। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের থ্রি পিস, টু পিস ও ওয়ান পিসের কালেকশন ছাড়াও পাঞ্জাবি, পায়জামা, ফতুয়া, বোরকা, হিজাব, ওড়না ও বাচ্চাদের কাপড়ের পর্যাপ্ত মজুদ রেখেছেন তারা। 

 

বাহারি নাম হলেও নতুনত্ব নেই নিউমার্কেটের ঈদ পোশাকে

 

ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে পোশাকের রাখা হয়েছে বাহারি নামও। সম্প্রতি আলোড়ন সৃষ্টি করা দক্ষিণ ভারতীয় সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভারতের বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকারের ‘কাঁচা বাদাম’ গানের নামে ঈদ সামনে রেখে বাজারে এসেছে কাঁচা বাদাম ও পুষ্পা ড্রেস। কাঁচা বাদাম ড্রেসের দাম রাখা হয়েছে ৫০০ থেকে ১৫০০ টাকা এবং পুষ্পা ড্রেস বিক্রি হচ্ছে ৭০০-১৫০০ টাকা পর্যন্ত। এছাড়াও রয়েছে লেডিকন, সারারা, সান্না, বলিউড, লেদু, ঢং-ঢং, কাজের বুয়া, ছারপোকা ইত্যাদি নামের পোশাক। এসব পোশাকের দাম রাখা হচ্ছে দোকান ভেদে ৭০০ থেকে ২৫০০ টাকার মধ্যে। 

 

বাহারি নাম হলেও নতুনত্ব নেই নিউমার্কেটের ঈদ পোশাকে


গাউছিয়া মার্কেটের ২য় তলায় স্টাইলিনা দোকানের মোহাম্মদ সুমন বলেন, ‘এবার বাজারে এসেছে পুষ্পা, কাঁচাবাদামসহ বিভিন্ন নামের পোশাক। ক্রেতারা এসব পোশাক নিচ্ছেন। তবে সবচেয়ে বিক্রি হচ্ছে সারারা ও ঘারারা।’ 

তবে ক্রেতারা বলছেন ভিন্ন কথা। দোকানিরা পণ্যের পসরা সাজালেও নতুনত্ব কম, নেই বৈচিত্র্যও। সব দোকানেই একই ধরনের পোশাক। ফলে পছন্দসই পোশাক নিতে পড়তে হচ্ছে ভোগান্তিতে। এছাড়াও পণ্যের দাম নিয়েও অভিযোগ করেছেন অনেক ক্রেতা।

রাজধানীর শ্যামলী থেকে আসা হানিফ শেখ বলেন, ‘মেয়ের জন্য থ্রিপিস নিতে এসেছি। যে দোকানেই যাই, একই পোশাক। একই জামার এক-একরকম দাম বলছেন বিক্রেতারা। এই গরমে রোজা রেখে মার্কেটে এসে খুবই হতাশ হচ্ছি।’ 

বিক্রেতারা বলছেন, সম্প্রতি মারামারির প্রভাবে পড়েছে ক্রেতাদের মধ্যে। অনেকেই এখনও আতঙ্কে রয়েছেন, তাই আসছেন না মার্কেটে। বিশেষ করে ঢাকার বাইরের ক্রেতা নেই বললেই চলে। তবে ঈদের আগে আগে আশানুরূপ ক্রেতা আসবেন বলে মনে করছেন তারা।

গাউছিয়া মার্কেটের মুসকান ফেব্রিক্সের কুরবান মিয়া বলেন, ‘মার্কেটের অবস্থা খুবই খারাপ। সকাল-রাত কোনও সময়ই কাস্টমার নেই। মারমারির কারণে মানুষের মধ্যে ভয় কাজ করছে। তবে ঈদের আগে মানুষ আসবে আশা করছি।’

মার্কেটের চাইতে ক্রেতার উপস্থিতি বেশি ফুটপাতে। সাশ্রয়ী মূল্যে এখানে মিলছে শার্ট-প্যান্ট, পাঞ্জাবি থেকে শুরু করে শিশুদের পোশাক। ভ্রাম্যমাণ সব দোকানে ক্রেতারা ভিড় করে নেড়েচেড়ে দেখছেন, কিনছেন পছন্দসই পোশাক।

আজিমপুর থেকে আসা শাহানাজ বলেন, ‘ফুটপাতে দোকানের চাইতে কম মূল্যে ভালো জিনিস পাওয়া যায় অনেক সময়। আমি কয়েকটা পাঞ্জাবি, শার্ট আর হিজাব কিনেছি এখান থেকে।’

গ্লোভ ও বদরুদ্দোজা সুপার মার্কেটের শার্ট, প্যান্ট ও পাঞ্জাবির দোকানে ক্রেতাদের উপস্থিতি মোটামুটি। ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যে আধুনিক ও রুচিশীল শার্ট, ৫০০ থেকে ২ হাজার টাকার মধ্যে প্যান্ট ও ৩ হাজার টাকা পর্যন্ত পাঞ্জাবি বিক্রি হচ্ছে। এছাড়াও নিউমার্কেট ওভারব্রিজের পাশে ইমিটেশন ও গয়নার দোকানগুলোতেও ছিলো সমান ভিড়।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
ঢাকা ছেড়েছেন কাতারের আমির
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
জাহাজেই দেশে ফিরবেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা, টানা ৪ দিন সর্বোচ্চ তাপমাত্রা
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট