X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ক্রেতাদের উপচে পড়া ভিড় আড়ংয়ে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ এপ্রিল ২০২৩, ১৫:৪০আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৫:৪০

শাড়ি থেকে জুতা- সবই রয়েছে এক ছাদের নিচে। ক্রেতারা এক শো-রুম থেকেই ঈদের সব কেনাকাটা করে ঘরে ফিরতে পারবেন। এমনই একটি প্রতিষ্ঠান হচ্ছে আড়ং। দেশের শীর্ষস্থানীয় পোশাকের ব্র‍্যান্ডগুলোর অন্যতম এটি।

ছবি: বাংলা ট্রিবিউন

রাজধানীর ব্যস্ততম শপিংমল বসুন্ধরা সিটির আড়ংসহ গুলশান, তেজগাঁও, আসাদগেট, মিরপুরের আড়ংয়ের বিভিন্ন শাখাগুলো ঘুরে দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। সব বয়সের ক্রেতার কথা চিন্তা করেই সাজানো হয়েছে আড়ংয়ের শাখাগুলো। শাড়ি, পাঞ্জাবি,  সালোয়ার- কামিজ,  শার্ট, প্যান্ট, টি- শার্ট, জুতা, ব্যাগ, মানিব্যাগ, জুয়েলারি, নকশীকাঁথা, বাচ্চাদের খেলনা, অন্দরসজ্জার প্রয়োজনীয় সকল সামগ্রী, সাবান, শ্যাম্পু, তেলের মতো প্রসাধনী সবই রয়েছে এক শো- রুমে।

দেশীয় ব্র‍্যান্ড আড়ংয়ের বিভিন্ন শাখা ঘুরে দেখা যায় স্বাচ্ছন্দ্যেই ক্রেতারা নিজেদের পছন্দ মতো পোশাক কিনে ফিরছেন। ঈদ উপলক্ষে বেশিরভাগ ক্রেতারাই কিনছেন বিভিন্ন ধরনের পোশাক। কেউ নিজের জন্য, কেউবা অন্যের জন্য। কেউ কেউ পোশাক ছাড়াও অন্যান্য সামগ্রী কিনছেন। কেউ আবার অভিযোগের সুরে জানিয়েছেন উচ্চমূল্যের কথা। 

ছবি: বাংলা ট্রিবিউন

প্রবাসী বাংলাদেশি কাজী শাকিল ইমরান ঈদের কেনাকাটা করতে এসেছিলেন বসুন্ধরা সিটির আড়ংয়ে। তিনি বলেন, ‘গতকাল কাতার থেকে এসেছি। আমি সেখানে একটা পাঁচতারকা হোটেলের শেফ হিসেবে কাজ করি। ছুটি নিয়ে সবার সাথে ঈদ করতে দেশে এসেছি। আজকে শপিং করে কালকে বাড়ি যাবো। বাসার জন্য কিছু কেনাকাটা করলাম।’

আবিদ বলেন, ‘মায়ের জন্য শাড়ি কিনেছি। আরও কিছু খুঁজছি। যদি পছন্দ হয় কিনবো।’

অনেক ক্রেতারা এখনও আসছেন ঘুরে দেখতে। জুবায়ের হোসেন ও তার বন্ধু এসেছিলেন  আড়ংয়ে পাঞ্জাবি দেখতে। পরে চায়ের মগ পছন্দ হলে সেটাই দুইজন কিনে নেন। তিনি বলেন, ‘আবারতো আসা হবেই, আজকে দেখে গেলাম। এর পরেরবার এসে পাঞ্জাবি কিনবো।’

ছবি: বাংলা ট্রিবিউন

ঈদে পরিবারের সদস্য, আত্মীয় কিংবা প্রিয়জনকে উপহার দেওয়ার মধ্যেও রয়েছে ভিন্ন রকমের আনন্দ।  তাই ঈদের এই সময়  নিজেদের সাধ্যমতো উপহার বিনিময় করে নিজের এবং অপরের আনন্দকে দ্বিগুণ করার চেষ্টা থাকে অনেকের মধ্যেই। 

পরিবাবের সদস্যদের জন্য ঈদের শপিং করতে এসেছিলেন ইয়াসমিন আক্তার। তিনি বলেন, ‘পরিবারের সবার জন্যই টুকটাক শপিং করতে এসেছি। আমার পরিবারে মহিলা সদস্য বেশি তাই সবাইকে গিফট করার জন্য শাড়িই বেশি কেনা হয়েছে। কিছু সালোয়ার-কামিজ আর ফতুয়াও কেনা হয়েছে। আরও কেনা বাকি আছে। আজকে মাত্র কেনাকাটা শুরু করলাম।’

ছবি: বাংলা ট্রিবিউন

জেসমিন জাহান বলেন, ‘আড়ংয়ে আসলে শাড়ি থেকে শুরু করে মোটামুটি ঘর সাজানোর মতো সবকিছুই পাওয়া যায়। আমি এসেছি শাড়ি কিনতে। ঈদ যেহেতু, তাই আমার মা আর শাশুড়ির জন্য কিনেছি।’ তিনি আরও বলেন, ‘এটা ঠিক যে আড়ংয়ে আসলে এক ছাদের নিচে সব কিছু পাচ্ছি, তবে আমার কাছে এখানকার জিনিসপত্র কিছুটা এক্সপেনসিভও মনে হয়।’  

ঈদের কেনাকাটা, ব্যস্ততা ও নতুন কালেকশন সম্পর্কে জানতে আড়ংয়ের মার্কেটিংয়ের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার সৈয়দ রেদওয়ানুর রহমানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি এ ব্যাপারে কোনও কথা বলতে রাজি হননি। 

এএজে/এনএ/
সম্পর্কিত
শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ঢাকাবাসী, ভিড় কমায় স্বস্তি
ঈদে জামদানিপল্লিতে ১০০ কোটি টাকার শাড়ি বিক্রির আশা
মুন্সীগঞ্জে ঈদবাজারকেনাকাটার ধুম, চাহিদার শীর্ষে আলিয়াকাট সারারা, গারারা ও আনারকলি
সর্বশেষ খবর
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
টিপু-প্রীতি হত্যা মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশ আজ
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
যশোরে তীব্র গরমে মরে যাচ্ছে মাছের পোনা, ক্ষতি ‌‘২০ কোটি টাকা’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ