X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৭ বৈশাখ ১৪৩১

সিঁথির সাজ

নওরিন আক্তার
৩০ এপ্রিল ২০২৩, ১৬:১১আপডেট : ৩০ এপ্রিল ২০২৩, ১৬:১১

সিঁথির সাজ

চটজলদি লুক বদলে ফেলার সবচেয়ে সহজ উপায় হচ্ছে হেয়ার স্টাইল পরিবর্তন। সেটা আরও সহজে করতে পারেন সিঁথির স্টাইল পরিবর্তন করে। একটা সময় উল্টো করে আঁচড়ানো চুল ছিলো ভদ্রতার প্রতীক! চুল ভাগ করে সাজানো কবে থেকে শুরু হয় সেটা সঠিক জানা না গেলেও ধারণা করা হয় চল্লিশ দশকের প্রথমে এর প্রচলন ঘটে। চল্লিশের দশক জুড়ে রাজত্ব করে ক্লিওপেট্রা খ্যাত অভিনেত্রী এলিজাবেথ টেইলরের ‘মিড্ডি’ চুলের কাট। পাশাপাশি কার্ল কিংবা পাম স্টাইলের চুলো দেখা যেতো বেশ। মেয়েরা একপাশে সিঁথি করে ঢেউ খেলানো চুল ছেড়ে দিত একদিকে। কালের বিবর্তনে সিঁথিতে এসেছে নানা বৈচিত্র্য। সিঁথির সবচেয়ে বড় মজা এখানেই। সবসময় হয়তো নির্দিষ্ট একদিকে সিঁথি করে অভ্যস্ত আপনি। একদিন অন্যদিকে সিঁথি করে দেখুন! নিমিষেই বদলে যাবে আপনার পুরনো লুক। মাঝ বরাবর করা সিঁথি তো আছেই। পাশাপাশি সাইড সিঁথি কিংবা জিকজ্যাক স্টাইলের সিঁথিতেও সাজাতে পারেন চুল।

মাঝে সিঁথি
আগে পরিপাটি চুল বাঁধা মানেই ছিল মাঝ বরাবর সিঁথি করা। স্কুল কলেজের ইউনিফর্মের সঙ্গে মাঝখানে সিঁথি করার চল রয়েছে এখনও। এছাড়া হাত খোঁপা কিংবা দু বেণি করার জন্য আদর্শ মাঝখানের সিঁথি। মাঝের সিঁথি নিয়ে করতে পারেন আরও কিছু স্টাইল। মাথার মাঝ বরাবর সিঁথি করে এক পাশের চুল আটকে রাখুন। অন্য পাশের চুল নিয়ে কপালের কাছ থেকে কানের পেছন পর্যন্ত বেণি করুন। স্টাইলিশ দেখাবে বেশ। এছাড়া মাঝে সিঁথি করে সামনের চুল ঢেউয়ের স্টাইলে বেঁধে পেছনের চুল বেণি করে খোঁপার চারপাশে কাঁটা দিয়ে লাগাতে পারেন।

সাইড সিঁথি
এক সাইডে সিঁথি করে একগোছা চুল কপালে ফেলে রাখলে বেশ লাগে দেখতে। ৬০-এর দশকে সাইড সিঁথি  করে পেছনে উঁচু করে খোঁপা করা হতো। চাইলে করতে পারেন আপনিও। তারপর সামনে ও পেছনে কিছু চুল রিং আকারে ছেড়ে ফুটিতে তুলতে পারেন চিরাচরিত ট্র্যাডিশনাল লুক। এছাড়া সাইডে সিঁথি করে চুল পনিটেইল কিংবা বেণি করলেও দারুন স্টাইলিশ দেখায়। স্ট্রেইট চুলে সাইডে সিঁথি করে নিয়ে লেয়ার কিংবা স্টেপ কাট দিতে পারেন। এতে চুলের  ভলিউম অনেক বেশি মনে হবে। তবে সিঁথি ডানে হবে নাকি বামে সেটা একান্তই আপনার ইচ্ছা, রুচি এবং ব্যক্তিত্বের উপর নির্ভর করবে।

জিগজ্যাগ সিথি

জিগজ্যাগ সিথি
যেকোনো পার্টিতে চুল জমকালো সাজে সাজাতে চাইলে ওপরের দুই স্টাইল বাদ দিয়ে বেছে নিতে পারেন জিগজ্যাগ স্টাইল। আঁকাবাঁকা এ সিঁথির সঙ্গে মানিয়ে যাবে সব ধরনের সাজই। সাইডে কিংবা মাঝখানে করা যায় জিকজ্যাক সিঁথি। চিরুনির কোণা দিয়ে অত্যন্ত সূক্ষ্মভাবে করতে হয় এ ধরনের সিঁথি। এক্ষেত্রে সিঁথির প্রতিটি কোণ সমান ও নিখুঁত হওয়া জরুরি। জিগজ্যাগ সিঁথির সঙ্গে চুল খোলা রাখতে পারেন। কিংবা সাইডে সিঁথি করে সামান্য পাফ করে ক্লিপ দিয়ে আঁটকে নিন। টিনএজাররা মাথার মাঝের জিগজ্যাগ সিঁথি টেনে নিয়ে যেতে পারেন একেবারে পেছন পর্যন্ত। তারপর দুই দিকে পনিটেইল করে ব্যান্ড দিয়ে আঁটকে নিন চুল।  

আবার যদি চান তবে মাথা জুড়ে সিঁথি না করে নির্দিষ্ট কিছু অংশে সিঁথি করবেন, তবে তাও পারেন। এক্ষেত্রে মাথার উপরিভাগের কিছু চুল নিয়ে সিঁথি করুন। সেটা হতে পারে সাইড, জিগজ্যাগ কিংবা মাঝ বরাবর সিঁথি। তারপর পেছনের অংশ ফুলিয়ে ক্লিপ দিয়ে নিন। বাকি চুলে বেঁধে নিতে পারেন খোঁপা কিংবা বেণী। সিঁথি ও চুল ঠিক রাখতে হেয়ার স্প্রে ব্যবহার করতে পারেন। তবে লম্বা চুলেই এ ধরনের স্টাইল ভালো দেখাবে। অবশ্য চুলে সিঁথি যে কেবল একটিই করা যাবে তা নয়! চাইলে মাথা জুড়ে বেশ কয়েকটি সিঁথি করে নিতে পারেন। এজন্য পুরো মাথার চুল কয়েকটি সিঁথি করে ভাগ করে নিন। তারপর পেঁচিয়ে ছোট ছোট বেণি করে পেছনে আঁটকে নিন। এটি পার্টি লুক নিয়ে আসবে আপনার সাজে।

সিঁথির সাজ

জেনে নিন

  • সিঁথি হেয়ার কাটের সঙ্গে মানিয়ে যাওয়া জরুরি। তাই নতুন কোনো হেয়ার কাট নেওয়ার আগে আপনি কোন দিকে সিঁথি করতে স্বাচ্ছন্দ্য সেটা বিউটিশিয়ানকে জানিয়ে রাখুন
  • একই জায়গায় বারবার সিঁথি করার ফলে অনেক সময় সিঁথি চওড়া হয়ে যায়। এজন্য কিছুদিন পর পর সিঁথি করার স্থান বদলে ফেলা ভালো।
  • সিঁথি যদি চওড়া হয়েই যায়, তবে চুলে এমন ভাবে স্টেপ করুন যাতে ছোট চুল সহজে পাশে পড়ে থাকে।
/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
রাজশাহীতে তীব্র গরমে মরছে মুরগি, আতঙ্কে খামারিরা
বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
বাকি না দেওয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চার কর্মকর্তা নিহত
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
ঢাকা কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে