কেবল ফেসওয়াশ দিয়ে পরিষ্কার করলেই ত্বক ভালো থাকবে এমন নয়। ত্বক কোমল ও দাগহীন রাখতে কিছুটা বাড়তি যত্নের প্রয়োজন। ব্রণ, দাগ, ও বলিরেখার মতো সমস্যাগুলো থেকে রেহাই পেতে চাইলে ডিপক্লিনিং করুন ত্বক। ঘরোয়া কিছু ফেসিয়ালের সাহায্যেই ডিপক্লিনিং করতে পারেন। পানি ঝরানো টক দই দিয়ে ভেতর থেকে পরিষ্কার করতে পারেন ত্বক।
১। চিনি ও টক দই একসঙ্গে মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ঘষে ঘষে লাগান। এতে স্ক্রাবিং আর ক্লিনজিং দুটোই একসঙ্গে হয়ে যাবে। কিছুক্ষণ ম্যাসাজ করে ভেজা তোয়ালে দিয়ে মুখ মুছে নিন।
২। টক দইয়ের সঙ্গে চালের গুঁড়া মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ভিজিয়ে ঘষে উঠিয়ে ফেলুন।
৩। অ্যালোভেরা জেলের সঙ্গে টক দই মিশিয়ে ত্বকে লাগান। ভালো করে ম্যাসাজ করুন। ভেজা কাপড় দিয়ে ঘষে উঠিয়ে ফেলুন। চামড়ার কুঁচকে যাওয়া ভাব দূর করবে এই প্যাক।
৪। ১ চা চামচ টক দইয়ের সঙ্গে ১ চা চামচ মধু ও ২ টেবিল চামচ গোলাপজল মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহার করুন ফেসপ্যাকটি। ত্বক উজ্জ্বল ও মসৃণ করবে দই ও মধুর ফেসপ্যাক।
৫। টক দইয়ের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ত্বক হবে দাগহীন।
৬। একটি ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিন। ১ টেবিল চামচ দই মিশিয়ে ত্বকে লাগান। কিছুক্ষণ অপেক্ষা করে পানির ঝাপটায় ধুয়ে ফেলুন। ত্বকের তেলতেলে ভাব দূর হবে।