এক কাপ চা হাতে বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রের আছড়ে পড়া ঢেউ দেখতে দেখতে যদি বিকেলটা পার করা যায়, তবে কেমন হয়? সন্ধ্যা নেমে যাওয়ার পর যদি সুনসান নিরবতা ভেঙে কানে আসে সমুদ্রের তীব্র গর্জন? সেই গর্জন শুনতে শুনতে নিজের সঙ্গে দুদণ্ড সময় কাটাতে নিশ্চয় বেশ ভালো লাগবে? কক্সবাজারে বেশ কয়েকটি এমন হোটেল রয়েছে, যেখানে বসে খুব কাছ থেকে উপভোগ করতে পারবেন সমুদ্রের চমৎকার রূপ। জেনে নিন এমন হোটেলের খোঁজখবর।
১। হোটেল এক্সোটিকা সাম্পান
সমুদ্রের খুব কাছে অবস্থিত হোটেলটি। কলাতলী মেরিন ড্রাইভ রোডে একেবারে বিচের উপরেই হোটেলটির অবস্থান। হোটেলের বারান্দায় দাঁড়িয়ে খুব কাছ থেকে সাগরের রূপ দেখার সুযোগ পাওয়া যায় এখানে। কাপল রুমের ভাড়া পড়বে ৬ হাজার টাকা এবং ফ্যামিলি স্যুইটের ভাড়া ১০ হাজার টাকা। সঙ্গে থাকবে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট।
২। সায়েমান বিচ রিসোর্ট
হোটেল রুমে বসে স্বচ্ছ গ্লাসের দেয়াল দিয়ে সমুদ্র দেখতে পারবেন এখানে। এই মুহূর্তে রুম ভাড়ার উপর ৫০ শতাংশ ছাড় দিচ্ছে হোটেলটি। ইনফিনিটি সি ভিউ রুমের ভাড়া পড়বে ১০ হাজার ৫০০ টাকা। এছাড়া সুপ্রিম ডিলাক্স টুইন রুম ৬ হাজার ৫০০ টাকায় এবং জুনিয়র স্যুইট রুম ১২ হাজার ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে। হোটেলটিতে রয়েছে ইনফিনিটি সুইমিংপুল এবং কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট।
৩। হোটেল সি ক্রাউন
কলাতলী বিচে অবস্থিত এই থ্রি স্টার মানের হোটেলটি। হোটেলের বারান্দায় দাঁড়িয়েই উপভোগ করতে পারবেন সাগরের রূপ। এখানে কমপ্লিমেন্টারি হিসেবে পাবেন সকালের নাস্তা। সি ফ্রন্ট ডিলাক্স সুপ্রিম রুমের ভাড়া পড়বে ৯ হাজার টাকা। সি ফ্রন্ট ডিলাক্স রুমের ভাড়া ৮ হাজার ৫০০ টাকা, সুপার ডিলাক্স ট্রিপল ৭ হাজার ৫০০ টাকা এবং সুপার ডিলাক্স ৬ হাজার ৫০০ টাকা পড়বে।
৪। সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা
পাঁচ তারকা মানের এই হোটেলটিতে পাবেন কাছ থেকে সমুদ্র দেখার অভিজ্ঞতা। কক্সবাজারের ইনানীতে অবস্থিত এই হোটেলে পাবেন সুইমিংপুল, জিম, বুফে ব্রেকফাস্টসহ নানা ধরনের সুযোগ সুবিধা। ২০ জানুয়ারির মধ্যে আসলে মাত্র ৬ হাহার ৬৯৯ টাকায় রুম পাবেন এখানে।