X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১
ভালোবাসা দিবস বিশেষ

প্রথম প্রেম কি আসলেই ভোলা যায়?

সুবর্ণ আসসাইফ
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫১

প্রেম জিনিসটা ঘুরেফিরে সবার জীবনেই কমবেশি আসে। বলা হয়, 'হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রেম সবার জীবনেই আসে।' যখন যেভাবেই আসুক, যতবারই আসুক, প্রথম প্রেম একটা সুন্দর অনুভূতির নাম।

গানের ভাষায় প্রথম প্রেম হলো, 'প্রথম যারে লাগে ভালো, যায় না ভোলা কভু তারে।' প্রথম প্রেম মানেই নস্টালজিয়া, একটা নতুন অনুভূতি। প্রথম প্রেম নিয়ে সবার মধ্যেই ফ্যান্টাসি কাজ করে। কারও কাছে সেটা তিক্ত অনুভূতি। আবার কারও কাছে গভীর আবেগ, যেন আমৃত্যু স্মৃতি হয়ে থাকে। 

বেশির ভাগ অভিজ্ঞতা বলে, প্রথম প্রেম টেকে না। আবার অনেকের ক্ষেত্রে প্রথম প্রেমেই বিয়ে, বিয়ের পর সুখী সংসার। অনেকে সংসার জীবনে যাওয়ার পর বলেন, না আরেকটু ভেবে বিয়ে করা উচিত ছিল। আবার অধিকাংশের ক্ষেত্রে দ্বিতীয় বা আরও পরের প্রেম একটি সুখী দাম্পত্য জীবন এনে দেয়। আবার অনেকে প্রথম প্রেমে ধাক্কা খাওয়ার পর দ্বিতীয় সম্পর্কে জড়ান মানসিক সুস্থতার জন্য। সেখানেও সুখী থাকলেও প্রথম প্রেমকে মনে মনে লালন করেন গভীর মমতায়। অনেকে ঘুরে ফিরে প্রথম প্রেমের মানুষের কাছে ফিরে আসেন, পূর্বের তিক্ততা ভুলে, একটা ভালো সম্পর্ক তৈরি করেন নিজেদের মধ্যে। আবার অনেকের এই ফিরে আসার অভিজ্ঞতা আগের থেকেও তিক্ত হয়।

সে যায় হোক, প্রথম প্রেম সবার কাছেই বিশেষ। তাই বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বাংলা ট্রিবিউন খোঁজার চেষ্টা করেছে, 'প্রথম প্রেম ফ্যান্টাসি নাকি বাস্তবতা। উত্তর খুঁজতে আমরা কথা বলেছি বর্তমান প্রজন্মের কয়েকজন প্রতিনিধির সঙ্গে। জানতে চেয়েছি প্রথম প্রেম নিয়ে তাদের ভাবনা। 

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতকোত্তর শেষ করা রাসেল সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল, ‘প্রথম প্রেম’ বলে আদৌ কিছু আছে কি না। উত্তরে তিনি বলেন, ‘প্রথম প্রেম বলতে একটা নতুন কিছু, একট নতুন কৌতূহল, একটা নতুন অনুভূতি। যে অনুভূতির সঙ্গে এর আগে পরিচয় হয়নি। আপনি যতবারই প্রেমে পড়েন, এরপর অনুভূতিটা আপনার চেনা, কৌতূহলটা পুরাতন। আর অধিকাংশ ক্ষেত্রেই অল্প বয়সে প্রথম প্রেম আসে, তখন আবেগ থাকে তরতাজা। এরপর যখন প্রেম আসে বয়সের সাথে আবেগ কমতে থাকে। স্বাভাবিকভাবেই প্রথম প্রেম বিশেষ একটা জায়গা নিয়ে থাকবে জীবনে।’

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর অধ্যায়নরত দীপ্ত রিদুয়ানের কাছে জানতে চাওয়া হয়েছিলো, ‘প্রথম প্রেম টেকে না’, কথাটা কতটা সত্যি। উত্তরে তিনি বলেন, ‘প্রথম প্রেম সবার টেকে না বিষয়টা এমন না। পরিচিত অনেকেরই প্রথম প্রেম টিকতে দেখছি। তবে সংখ্যাটা কম। এটার কারণ হতে পারে, প্রথম প্রেম অল্প বয়সে আসে। বেশিরভাগ ক্ষেত্রে সেটা অনার্স ফার্স্ট ইয়ার বা তারও আগে। মানে তখনও সঠিক সিদ্ধান্ত নেওয়ার বয়সটা আমাদের আসে না। ভালো লাগা বা কৌতূহলবশত সম্পর্ক হয়ে যায়। কিন্তু সম্পর্কটা চলার সময় দুজনের ভালো লাগা, মন্দ লাগার পার্থক্যটা বোঝা যায়। আবার বয়সের সাথে পারিবারিক, আর্থিক, মানসিক দূরত্ব, পিছুটানগুলো সামনে আসে। স্বাভাবিকভাবেই বাস্তবতার কাছে প্রেম হার মানে।’

একই প্রশ্ন রাখা হয় জান্নাতুল ফেরদৌসের কাছে। প্রথম প্রেম আসার ৬ বছর পর প্রেমিক মাহাদীর সঙ্গে প্রণয়ে জড়িয়েছেন তিনি। জান্নাতুল বলেন, ‘প্রথম প্রেম টেকে না এটা মানি না আমি। কারণ আমার তো টিকেছে। তবে হ্যাঁ সম্পর্ক বিষয়টা অনেক কঠিন। যখন সম্পর্কে জড়ায় তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ার, মাহাদী অনার্স ফার্স্ট ইয়ার। শুরুতে সবকিছু রঙিন লাগলেও, পরে দুজনেই বাস্তবতা বুঝতে থাকি। ঝগড়া, ভুল বোঝাবুঝি হয়েছে বারবার, দুই পরিবারকে মানাতেও অনেক ঝামেলা হয়েছে। তবে একটা বিষয় ছিল যেটা আমাদের এক করে রেখেছে। ওই বিষয়টাই হয়তো প্রেম।’

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সুমাইতা বিনতে রশিদের কাছে জানতে চাওয়া হয়েছিলো, ‘প্রথম প্রেম ভোলা যায় না’, কথাটা কতটুকু সত্য। তিনি বলেন, ‘প্রথম প্রেম, একবারই আসে জীবনে। এরপর যতগুলোই আসুক আর প্রথম প্রেম না সেটা। সে হিসেবে প্রথম প্রেম বিশেষ একটা জায়গা দখল করে মনে। বন্ধু-বান্ধবীদের অনেককেই দেখেছি প্রথম প্রেমের মানুষকে ভুলতে পারেনি বিয়ের পরও। তবে আমার মনে হয় প্রেম, মানুষ জীবনে আসবে আবার চলে যাবে। তাই পুরোনো স্মৃতি ভুলে থাকাই ভালো।’ 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইউসুব রায়হানের কাছে জানতে চাওয়া হয়েছিল, ‘প্রথম প্রেম কতটা গুরুত্ব বহন করে।’ তিনি বলেন, ‘প্রেমতো প্রেমই, যে কয়বারই আসুক আমার কাছে প্রতিটা প্রেমই নতুন। আসলে প্রেম মানেই একটা আলাদা অনুভূতি, প্রতিটা প্রেমই আলাদা এই অনুভূতিটা এনে দেয়।’

একই প্রশ্ন রাখা হয়েছিলো ইডেন কলেজের শিক্ষার্থী সানজিদা শিমুর কাছে। তিনি বলেন, ‘প্রথম প্রেমের অভিজ্ঞতা আমরা জন্য বাজে ছিল অনেক। সম্পর্ক এতটায় তিক্ত হয়েছিল, আমি অবসাদগ্রস্ত ছিলাম দীর্ঘদিন এরপর থেকে আর সম্পর্কে জড়ানোর সাহস পাইনি। এখন আমার কাছে মনে হয়, একটা ভালো মানুষ আসুক জীবনে, যে আমাকে বুঝবে।’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিয়াতুল বুশরার কাছে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানতে চাওয়া হয়েছিল, ‘প্রথম প্রেম ভোলা যায় না’, কথাটা কতটা সত্য। তিনি বলেন, ‘প্রথম প্রেম, প্রথম অনুভূতিটা যত সুন্দর পরেরগুলো আর সুন্দর হয় না। একটা সম্পর্ক থেকে আরেকটা সম্পর্কে গেলে দুইটা মানুষের মধ্যে আপনি তুলনা করবেন স্বাভাবিক। তখন হয়তো মনে হতে পারে আগেরজন ঠিক ছিল। আমার ক্ষেত্রেও তেমনটা হয়েছে। এখন দুজনেই প্রাপ্তবয়স্ক, বাস্তবতা বুঝি। পূর্বের তিক্ত অভিজ্ঞতা একপাশে রেখে সুন্দর একটা সম্পর্কে আছি।’

তবে বুশরার ঠিক বিপরীত প্রতিক্রিয়া জানান আইটি উদোক্তা ফয়সাল আরেফিন। তিনি অনেকটা মজার ছলে বলেন, ‘বাঁচেন বা মরেন প্রথম প্রেমে ফেরা যাবে না। কারণ গ্লাস একবার ভেঙে গেলে, যতই জোড়া লাগান দাগ থাকবেই। একটা সম্পর্ক আপনার তিক্ততায় শেষ হচ্ছে আবার কেন সেখানে ফিরবেন। সেখানে ফিরলে আরও তিক্ত হবে।’

৪ বছরের প্রেমের সম্পর্ক আর ৬ বছরের সফল দাম্পত্য জীবন মিলিয়ে ১০ বছরের সম্পর্ক রাহিদুল ও সাজিয়ার। তারা বলেন, ‘দেখুন প্রথম প্রেম আর দ্বিতীয় প্রেম বা ততোধিক প্রেম বিষয় না। বিষয় হলো ভালো থাকা ও রাখার। প্রেমের মূল শর্ত হলো যত্ন। একজন আরেকজনকে আগলে রাখতে হবে, ভালো-খারাপ, সুবিধা-অসুবিধা বুঝতে হবে। তাহলে আপনার সম্পর্ক পূর্ণতা পাবে। অনথ্যায় আবেগ, কমিটমেন্ট, লোকে কী বলবে এসব বিষয় আপনার জীবনকে শান্তি দেবে না। তাই এমন মানুষ খুঁজুন যার সঙ্গে আপনি সুখী হবেন, বিয়ের আগে বা পরে। হুট করে সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন। কারণ সম্পর্ক জিনিসটা মূল্যবান, টিকিয়ে রাখা কঠিন।’

প্রথম প্রেম নিয়ে বিজ্ঞান কী বলে জানতে চাওয়া হয়েছিল মনোবিজ্ঞানী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূর মোহাম্মদের কাছে। তিনি বলেন, ‘প্রথম যেকোন কিছুই আমাদের মনে একটা ছাপ থাকে, সেটা প্রথম স্কুল হোক বা চাকরি। এটা মানুষের মস্তিষ্ক দীর্ঘমেয়াদী স্মৃতি হিসেবে গ্রহণ করে ও সংরক্ষণ করে। প্রথম প্রেমটাও তেমন। তবে প্রেম যখন আসুক যতবারই আসুক, বিষয়টা পুরোটায় আবেগের উপর নির্ভরশীল। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, আবেগের বসে একটা সম্পর্কে জড়িয়ে যাই আমরা। কোনও বাছবিচার করি না। তবে সম্পর্কে যাওয়ার আগে সময় নেওয়া উচিত, তার পরিবার কেমন, ব্যক্তিত্ব কেমন এগুলো বোঝা উচিত।’

তবে পুরনোকে ভুলে সামনে এগিয়ে যাওয়াটাই মানুষের স্বাভাবিক ধর্ম। সে হিসেবে প্রথম প্রেম মনে অন্যরকম অভিজ্ঞতা ও অনুভূতির জন্ম দিলেও প্রয়োজনে মানুষ সেটা পুরোপুরি পাশ কাটিয়ে নতুনের দিকে এগিয়ে যায়। নিজেকে ভালো রাখার জন্যই ভুলতে হয়, এগিয়ে যেতে হয় দৃঢ় প্রত্যয়ে- এমনটা মত দিলেন ক্লিনিক্যাল সাইকোলোজিস্ট জান্নাতুল ফারহানা। তিনি বলেন, ‘প্রথম প্রেম ভোলা যায় না এমন ব্যাপার গল্প-সাহিত্যেই থাকে আসলে। বাস্তবে থাকলে কি আর এত এত বিচ্ছেদের পর মানুষ ফিরতে পারতো স্বাভাবিক জীবনে? জীবনকে এগিয়ে নেওয়া এবং সুখী থাকাটাই আসলে মানবধর্ম। প্রথম প্রেম বিশেষ অনুভূতি সন্দেহ নেই। তবে প্রথম প্রেমের স্মৃতি সারাজীবন আঁকড়ে রেখে থমকে যাওয়াটা অবাস্তব।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রোমানা আফরিন তো বলেই বসলেন, ‘ভাগ্যিস প্রথম প্রেম এসেছিল! সে সম্পর্কের ভুলগুলো পরবর্তী সম্পর্কে শুধরে না নিলে হয়তো এত ভালো থাকা হয়ে উঠতো না! তবে এটাও প্রথম প্রেমকে এক ধরনের মনে রাখা!’ 

/এনএ/
সম্পর্কিত
লাভ বার্ড পাচারের অভিযোগে আটক এক বাংলাদেশি
ফুল দোকানিদের প্রত্যাশা পূরণ করেনি বসন্ত ও ভালোবাসা দিবস
দর্শনার্থীদের ভিড় বাড়লেও বিক্রি বাড়েনি বইমেলায়
সর্বশেষ খবর
রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
রাজধানীতে মাদক কারবারির ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?