X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

অন্দরেও লাগুক উৎসবের ছোঁয়া

জীবনযাপন ডেস্ক
০৯ এপ্রিল ২০২৪, ২২:১৫আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ২২:১৫

নিজেকে সাজানোর প্রস্তুতি শেষ হলে গৃহকোণকেও উৎসবের আমেজে রাঙিয়ে দেওয়ার তোড়জোড় শুরু করুন। বাংলা ট্রিবিউনের পাঠকদের জন্য ঈদের আগে ঘর গোছানোর ছোটখাট কিছু টিপস দিচ্ছেন ইন্টেরিওর ডিজাইনার আজমেরি মাহমুদ।

নতুন করে আসবাব কেনার এখন আর সময় নেই, সেটার অবশ্য খুব বেশি প্রয়োজনও নেই। পুরোনো আসবাবই একটু এদিক ওদিক করে ঘরে নতুনত্ব নিয়ে আসা যায়। পর্দা, বেড কভার, কুশন কভার- এগুলো পরিষ্কার করে রাখা প্রয়োজন। ফুলদানি, উইন্ড চাইম ধরনের ছোটখাট কিছু শোপিস কিনে নিতে পারেন ঈদের আগে। নতুনত্ব আসবে ঘরে। এগুলো দোয়েল চত্বরের দিকে পেয়ে যাবেন। 

মেঝেতে বিছানো শতরঞ্জি বা কার্পেটটি বদলে নতুন ডিজাইনের একটি বিছিয়ে দিন। পাশেই বসার ব্যবস্থা করে আরামদায়ক কিছু কুশন ছড়িয়ে দিন। একঘেঁয়েমি সাজ থেকে মুক্তি মিলবে কিছুটা হলেও। 

দেয়ালের রঙের সঙ্গে কন্ট্রাস্ট করে জানালার পর্দাগুলোও বদলে ফেলতে পারেন ঈদের আগে। বসার ঘরের কোণে ল্যাম্পশেড রেখে দিতে পারেন একটি। কিংবা খাওয়ার টেবিলের ঠিক উপরে ঝুলিয়ে দিন একটি গোলাকার ল্যাম্পশেড। বিছানার চাদরটি বেছে নিতে পারেন নকশিকাঁথার ভাণ্ডার থেকে। 

টেবিল ম্যাটগুলোও পরিবর্তন করে নেওয়া যায়। পর্দা ও দেয়ালের রঙের সাথে সামঞ্জস্য রেখে বাছাই করুন টেবিল ক্লথ। মাটির বাসনকোসন ব্যবহার করতে চাইলে বাঁশ কিংবা বেতের ম্যাট বেছে নিন। কাঁটা চামচ, ছুরি, ন্যাপকিন, গ্লাসের ঢাকনি ইত্যাদি টেবিলের একপাশে সাজিয়ে রাখুন। এককোণে রাখতে পারেন বেত বা বাঁশের সুদৃশ্য ফলের ঝুড়ি। ট্রে, গোল বাটি, কাপ পিরিচ, প্লেট সবকিছুই থাকা চাই নাগালের মধ্যে। টেবিলের মাঝখানে ছোট একটি ফুলদানি রাখা যেতে পারে। চমৎকার একটি মোমদানিও খাবার টেবিলের সৌন্দর্য বাড়িয়ে দিবে অনেকাংশে। অতিথিদের মুগ্ধ করার জন্য কারুকাজ করা পানদানি অথবা লবণদানি রাখতে পারেন। 

বিভিন্ন ইনডোর প্লান্ট দিয়েও ঘরের সাজে নতুনত্ব নিয়ে আসা যায়। বসার ঘরে ক্যাকটাস কিংবা বনসাই রাখতে পারেন। দরজার বাইরে পাম ট্রি রাখা যেতে পারে। ঈদের দিন ঘরের পরিবেশে থাকা চাই স্নিগ্ধতা। অতিথিকে অভ্যর্থনা জানাতে দরজার সামনে বড় মাটির পাত্রে অর্ধেক পানি দিয়ে কিছু ফুলের পাপড়ি ছড়িয়ে নিন। তারপর ভাসিয়ে দিন কয়েকটি ভাসমান মোম। খুশির বার্তা ছড়িয়ে দিয়ে যাবে মোমের নরম আলো। পাশাপাশি মায়াবী আলোআধারি সন্ধ্যার পরিবেশে নিয়ে আসবে চমৎকার আবেদন। ঘরের নির্দিষ্ট অংশে ফেইরি লাইট বা মরিচ বাতি জ্বালিয়েও উৎসবের আমেজ নিয়ে আসতে পারেন অন্দরে। 

তাজা ফুল ছাড়া উৎসবের আয়োজন পূর্ণতা পায় না। তাই ঈদের আগের রাতেই ঘর সাজানোর জন্য পর্যাপ্ত ফুলের ব্যবস্থা করে রাখুন। বসার ঘরের পটারি কিংবা ফুলাদনিতে গুঁজে দেওয়া একগুচ্ছ রঙিন ফুল উৎসবের দিনটিকে করবে সুরভিত।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তৃণমূলের আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
তৃণমূলের আরও ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ