X
শুক্রবার, ২১ মার্চ ২০২৫
৭ চৈত্র ১৪৩১

শুষ্ক ত্বকের জন্য উপকারী এই ৫ ফেসিয়াল

জীবনযাপন ডেস্ক
১৩ মার্চ ২০২৫, ২০:১৮আপডেট : ১৩ মার্চ ২০২৫, ২০:১৮

গ্রীষ্মকালে শুষ্ক ও পানিশূন্য ত্বকের সাথে লড়াই করতে হয়। বিশেষ করে যাদের ত্বকের ধরন শুষ্ক, তাদের এই সমস্যা পোহাতে হয় অনেক বেশি। দেখা যায় ময়েশ্চারাইজার ব্যবহারের পরেও ঘন ঘন ত্বক শুষ্ক হয়ে পড়ছে। শুষ্কতা দূর করার পাশাপাশি নিস্তেজ ত্বকে উজ্জ্বলতা আনতে ফেসিয়াল ট্রিটমেন্ট ভালো উপায়। জেনে নিন শুষ্ক ত্বকের উপযোগী ফেসিয়াল কোনগুলো।

১। হাইড্রেটিং ফেসিয়াল
গ্রীষ্মকালে হাইড্রেটিং ফেসিয়াল প্রয়োজনীয় আর্দ্রতা এবং হাইড্রেশন যোগ করে ত্বকে। এই ধরনের ফেসিয়ালে সাধারণত মৃদু এক্সফোলিয়েশন থাকে, ত্বকের মৃত কোষগুলোকে অপসারণ করতে সাহায্য করে। এরপর হাইড্রেশন সিরাম, একটি মাস্ক, হায়ালুরোনিক অ্যাসিড, গ্লিসারিন এবং অ্যালোভেরা সমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করা হয়। হাইড্রেটিং ফেসিয়াল ত্বকের আর্দ্রতার মাত্রা পূরণ করে, শুষ্কতা প্রশমিত করে এবং কোমল, নরম এবং সতেজ রাখে ত্বক।

২। হায়ালুরোনিক অ্যাসিড ফেসিয়াল
আর্দ্রতা ধরে রাখার জন্য পরিচিত একটি শক্তিশালী উপাদান হায়ালুরোনিক অ্যাসিড। এই ফেসিয়াল হাইড্রেটিং বৈশিষ্ট্যে পরিপূর্ণ যা ত্বকের ছিদ্রগুলোকে গভীরভাবে আর্দ্র করে। এই ফেসিয়ালে সাধারণত হায়ালুরোনিক অ্যাসিড-মিশ্রিত সিরাম, মাস্ক এবং ময়েশ্চারাইজার প্রয়োগ করা হয়।

৩। ভিটামিন সি ফেসিয়াল
অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য পরিচিত ভিটামিন সি। ত্বককে উজ্জ্বল এবং পুনরুজ্জীবিত করতে পারে ভিটামিন সি ফেসিয়াল। সিরাম এবং মাস্কে ত্বকের শুষ্কতা ও নিস্তেজতা দূর করতে পারে ভিটামিন সি ফেসিয়াল। ত্বককে পরিবেশগত ক্ষতির হাত থেকে রক্ষা করার পাশাপাশি কোলাজেন উৎপাদনকে বাড়ায় এই ফেসিয়াল। 

৪। দুধ এবং মধুর ফেসিয়াল
দুধ এবং মধুর মিশ্রণ শুষ্ক এবং সংবেদনশীল ত্বককে প্রশমিত করে। দুধ ত্বককে হাইড্রেট করে এবং প্রশমিত করে, মধু প্রদাহ কমাতে সাহায্য করে এবং মসৃণতা নিয়ে আসে ত্বকে। দুধে ল্যাকটিক অ্যাসিড থাকে, যা ত্বকের মৃত কোষ দূর করে। অন্যদিকে, মধু একটি প্রাকৃতিক হিউমেক্ট্যান্ট যা ত্বকের আর্দ্রতা আরও আটকে রাখে। এই ফেসিয়ালটি সপ্তাহে দুইবার বাড়িতেও করতে পারেন। 

৫। অক্সিজেন ফেসিয়াল
শুষ্ক ত্বকের জন্য অক্সিজেন ফেসিয়াল দারুণ উপকারী। এই ফেসিয়াল অক্সিজেন, পুষ্টি এবং ভিটামিনের একটি শক্তিশালী মিশ্রণ সরবরাহ করে ত্বকে। এটি ত্বকে জমে থাকা ময়দা অপসারণ করে। এরপর অক্সিজেনের একটি চাপযুক্ত প্রবাহ প্রয়োগ করা হয়, যা উদ্ভাবনী সিরাম ব্যবহার করে ত্বকে প্রবেশ করানো হয়। অক্সিজেন ফেসিয়াল ত্বককে হাইড্রেট করতে, রক্ত ​​সঞ্চালন উন্নত করতে এবং কোষের পুনর্জন্মকে আরও উদ্দীপিত করতে সহায়তা করে। 

/এনএ/
সম্পর্কিত
যেভাবে ত্বকের যত্ন নিলে বার্ধক্যের ছাপ পড়বে না সহজে
ক্যাস্টর অয়েলের রয়েছে দারুণ ৬ উপকার
নারকেল তেলের সঙ্গে এই ৫ উপাদান মেশালে কমবে চুল পড়া
সর্বশেষ খবর
ভিনিসিয়ুসের ৯৯ মিনিটের গোলে কলম্বিয়াকে হারালো ব্রাজিল
ভিনিসিয়ুসের ৯৯ মিনিটের গোলে কলম্বিয়াকে হারালো ব্রাজিল
ছিনতাইকারীদের কোপে ব্যবসায়ী নিহত, পিটুনি দিয়ে দুজনকে পুলিশে সোপর্দ
ছিনতাইকারীদের কোপে ব্যবসায়ী নিহত, পিটুনি দিয়ে দুজনকে পুলিশে সোপর্দ
৫ আগস্ট দেশ হাসিনামুক্ত হলেও প্রকৃত বিজয় এখনও অর্জিত হয়নি: টুকু
৫ আগস্ট দেশ হাসিনামুক্ত হলেও প্রকৃত বিজয় এখনও অর্জিত হয়নি: টুকু
জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ তিন জন আটক
জামালপুরে বিপুল পরিমাণ মাদকসহ তিন জন আটক
সর্বাধিক পঠিত
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
ঈদের ছুটি আরও দুই দিন বাড়ানোর দাবিতে মহাসড়ক অবরোধ
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
যুগ্ম সচিব পদে পদোন্নতি পেলেন ১৯৪ কর্মকর্তা
আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচনের তারিখ পেছাবে না: প্রধান উপদেষ্টা
আ.লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নেই, নির্বাচনের তারিখ পেছাবে না: প্রধান উপদেষ্টা
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
উপদেষ্টা পরিষদের বৈঠকে যেসব সিদ্ধান্ত
ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত
আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টাকে যা বললেন হাসনাত