আর মাত্র কয়েকদিন পরই পহেলা বৈশাখ। বাংলা নববর্ষকে ঘিরে তোড়জোড়ের শেষ নেই। লাল সাদার পাশাপাশি উজ্জ্বল রংয়ে সেজেছে এবার বৈশাখের ফ্যাশন। পাশাপাশি প্রাধান্য পাচ্ছে বৈচিত্র্যময় ব্লাউজ। সাজে ভিন্নতা আনতে ব্লাউজের কাটছাঁট, রং ও ফেব্রিকে দেখা যাচ্ছে ভিন্নতা। নকশার বাহুল্য কমে গিয়ে বেসিক ডিজাইনই পছন্দ করছেন সবাই। নেক লাইনে এসেছে পরিবর্তন। ব্লাউজের হাতা কনুই পর্যন্তই দেখা যাচ্ছে বেশি। পাশাপাশি প্রিন্টের ব্লাউজ কিনছেন ফ্যাশনপ্রেমিরা।
ছবি: রক্তিম সৈকত
পোশাক ডিজাইন: সারাহ্ দীনা
/এনএ/