বিদায়ী বছরের ধারাবাহিকতায় আসন্ন বছরের ফ্যাশন ট্রেন্ডও হতে চলেছে নজরকাড়া। এই নজরকাড়া ডিজাইনে আবার ঘুরে ফিরে কুচি দেওয়া জামা, ঘটি হাতা, পলকা ডট ফিরছে বলেই দাবি করছেন ফ্যাশন বিশেষজ্ঞরা।
পাফি স্লিভস: সেই ছোটবেলার ঘটি হাতা ফ্রকটাই আবার ফিরছে। গত বছরও এর বেশ কদর ছিল বলিউড, হলিউড ও ফ্যাশন হাউসে। এবারও ক্যারোলিনা হেরেরা, ব্রোক কালেকশন, সিমোন রোচার মতো আন্তর্জাতিক সব ফ্যাশন হাউস পাফি স্লিভকে প্রাধান্য দিচ্ছে।
পলকা ডট: নতুন বছরে পলকা ডটের প্রাধান্য বেড়ে যেতে পারে। বেলেনসিকাগা, বলমেইনসহ বেশ কিছু ডিজাইনার পলকা ডট নিয়ে আবার নতুন করে কাজ শুরু করছেন।
প্লিটস বা কুচি জামা: ফ্যাশন ডিজাইনাররা নানা রংয়ের পোশাকে প্লিটসকে প্রশ্রয় দিচ্ছেন। স্কার্ট, কামিজ, টি-শার্টে পাবেন প্লিটস। তাই নতুন বছরে প্লিটস বাজিমাত করবে বলেই মনে হচ্ছে।
ট্রা কোট: শীতকে পরাজিত করতে বিভিন্ন ডিজাইনের ট্রা কোটের চল হয়েছে। এবারও হালকা কাপড়ের ট্রা কোট মাতাবে ফ্যাশন বিশ্ব।
বাটার কাপ ইয়েলো: যে কালারের ড্রেস নতুন বছরে ট্রেন্ড সৃষ্টি করতে যাচ্ছে তা হলো বাটার কাপ ইয়েলো। তাই এ কালারের ড্রেস বেছে নিন।
ডেনিম স্কার্ট: নব্বইয়ের দশকের ডেনিম স্কার্ট নতুন বছর আবারো ফিরে আসছে। সেলিন, মারকোয়েজ, আলমেইদা, স্টেলা ম্যাককার্টনির মতো ফ্যাশন ডিজাইনাররা ডেনিম স্কার্টকে প্রাধান্য দিচ্ছেন। তাই আপনিও বেছে নিন তা।
তথ্যসূত্র: ট্রেন্ড স্পটার ডট কম, কসমোপলিটান।