X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

মহাকবি মধুসূদন পদক ২০২৩ প্রদান

সাহিত্য ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৩৩আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৪০

মহাকবি মধুসূদন পদক ২০২৩ পেলেন প্রাবন্ধিক ও গবেষক ড. কুদরত-ই-হুদা। ‘জাতীয়তাবাদী চিন্তার বিকাশ : বাংলাদেশের ষাটের দশকের কবিতা’ গ্রন্থের জন্য তিনি এ পদক পেয়েছেন। কর্তৃপক্ষ জানান, ‘মননশীল সাহিত্য প্রতিভার অধিকারী ড. কুদরত-ই-হুদাকে চিন্তা ও গবেষণাধর্মী সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ মহাকবি মধুসূদন পদক ২০২৩ প্রদান করা হলো।’

যশোরের সাগরদাঁড়িতে গত ২৫ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত মধুমেলার ষষ্ঠদিনে এবারের পদক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান। কুদরত-ই-হুদার হাতে মধুসূদন পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি এবং খুলনার বিভাগীয় কমিশনার মো. শহীদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ সাধন রঞ্জন ঘোষসহ বিশিষ্টজনেরা। পদকের সাথে ড. হুদার হাতে তুলে দেওয়া হয় এক লক্ষ টাকার চেক ও সনদ। জুরিবোর্ডের অন্যতম সদস্য প্রফেসর সাধন রঞ্জন ঘোষ তাঁর বক্তৃতায় গ্রন্থটি সম্পর্কে বলেন, ‘কুদরত-ই-হুদা যে গবেষণাগ্রন্থটি রচনা করেছেন এটি আমাদের গবেষণাসাহিত্যে নিঃসন্দেহে একটি অত্যন্ত উল্লেখযোগ্য সংযোজন।’ জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, ‘ষাটের দশক বাংলাদেশ বিনির্মাণের প্রস্তুতির সময়। এই সময়ের কবিতায় জাতীয়তাবাদী চিন্তার প্রকাশ নিয়ে কুদরত-ই-হুদা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন। আমরা তাঁকে মধুসূদন পদক প্রদান করতে পেরে আনন্দিত।’

পদকপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করতে গিয়ে ড. কুদরত-ই-হুদা বলেন, ‘আপনারা যারা আমাকে চেনেন না তারা ভাবতে পারেন আমি এখানে আগন্তুক। কিন্তু আমি কোনো আগন্তুক নই। আমার বাবা কবিরত্ন  এম এ হক-কে সেই ষাটের দশকে ‘কবিরত্ন’ উপাধিতে ভূষিত করে এই যশোরেরই একটি সংগঠন ‘যশোর সাহিত্য সংঘ’। তিনি তাঁর জীবদ্দশায় এই মধুমেলায় নিয়মিত আসতেন। ‘মধুস্মরণে’ নামে একটি পত্রিকাও সম্পাদনা করতেন । ‘ফলে আমি এখানে কোনো আগন্তুক নই; পরম্পরা হিসেবেই এসেছি।’ পদকপ্রাপ্তি সম্পর্কে বলেন, ‘তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। আপনারা আজ আমাকে পদকের যে পতাকা প্রদান করলেন- আমি যেন তা চিরকাল বহন করার শক্তি পাই সেই প্রার্থনা করবেন।’

উল্লেখ্য, জাতীয়তাবাদী চিন্তার বিকাশ : বাংলাদেশের ষাটের দশকের কবিতা গবেষণাগ্রন্থটি ২০২২ সালে বাংলা একাডেমি থেকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিশেষ প্রকাশনা হিসেবে প্রকাশিত হয়েছে।  

/জেড-এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক