X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সময়ের জন্য শোকগাথা

মূল : আদোনিস ।। অনুবাদ : মিলন আশরাফ
২৪ নভেম্বর ২০১৭, ০৯:০১আপডেট : ২৪ নভেম্বর ২০১৭, ০৯:১৫

আদোনিস
নির্বাসিতদের ট্রাক

পার হয় সীমান্ত

আর গানের মাধ্যমে প্রকাশ করে

তাদের জ্বালাময় আর্তস্বর।


বাতাস এখন প্রতিকূলে আমাদের। পৃথিবীকে ঘিরে ফেলেছে যুদ্ধের ছাই। ধারালো ক্ষুর ও বক্রাকারের হেলমেটের উপর আমাদের সমস্ত আত্মার ফ্ল্যাশ। ক্ষতের উপর লোনা বসন্ত ও শরতের লবণ ছিটানো। ইতিহাসের দিকে তাকালে দেখি, সন্ত্রাসের খড়গাদার মধ্যে বন্যকাঁটার সূচ ভরে আছে। তারা যেন টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পরিসমাপ্তির দিকে।

এসব গল্প কোন্ লবণের নদীতে ধোবো আমরা? যেসব পুরাতন গৃহকর্মী ও বিধবারা হজ্ব থেকে ফেরে, তাদের গায়ে মামুলি গন্ধ। দরবেশদের কোমরের ঘাম ঝরিয়ে আমাদের ইতিহাস হয়ে আছে দাগি। এটা বসন্তকাল, পঙ্গপালের আনন্দ উৎসব।

নতুন দিনে ঘুটঘুটে অন্ধকার রাতে মৃত চড়ুইয়েরা হামাগুড়ি দেয়। দরোজায় খটখট শব্দ হয় কিন্তু খোলে না কেউ। আমরা কান্নার স্বপ্ন দেখে চিৎকার করে কেঁদে উঠি। তবুও চোখ দিয়ে কোনো অশ্রু ঝরে না।

আমার দেশ এক উষ্ণ নারী—খেয়াল খুশির সেঁতু। ভাড়াটে বিদেশি সৈনিক মরুভূমি পার হতে হতে বালির গাদা দ্বারা প্রশংসিত হয়। দূরবর্তী বারান্দা থেকে আমরা দেখি, শিশুদের কবরের উপর হচ্ছে পশু জবাই; পবিত্র সন্তুদের জন্য ধূমপানে নিষেধাজ্ঞা; কালো পাথরের সমাধিস্তম্ভ। মাঠগুলো হাড় ও শকুনে ভরা। বীরের মৃতদেহ নরম মূর্তিতে গড়া।

সুতরাং খালি বুকে আমরা সমুদ্রে যাই। পুরাতন দুঃখ ঘুমায় আমাদের জিহ্বার নিচে। আমাদের কথার ভেতর কোনো উত্তরাধিকারী নেই। আমরা হাত প্রসারিত করি অচেনা দ্বীপের জন্য। সমুদ্রের অতলস্পর্শী গহ্বর থেকে অদ্ভুত এক কুমারীর সুবাসিত ঘ্রাণে মুগ্ধ হই। বন্দরে রাখা জাহাজের দুঃখের ক্রন্দন শুনি। দুঃখ করি একটি নতুন চাঁদ উঠলে। কারণ আমাদের শিশুকাল মন্দে ভরা। নদী নির্গমন করে মৃতসাগরে। এখানে রাতের জন্ম হয় সাগরের মল ও বালি, পঙ্গপাল ও বালির পরিণয়ে।

সুতরাং আমরা সেখানে যাই এবং কাস্তের আঘাতের ভয়ে নিচে নামি। কাদার ঢালের মধ্যে পড়ে চিৎকার করে কাঁদি। আমাদের চারপাশ রক্ত ছিটিয়ে রেখেছে পৃথিবী। আর সেখানে সবুজ দেয়াল হয়ে আছে সমুদ্র।


 

কবিতাটি আরবি থেকে ইংরেজি করেছেন Robyn Creswell. The Paries review. no. 217, summer 2016. সংখ্যায় কবিতাটি প্রথম প্রকাশিত হয়।

//জেডএস//
সম্পর্কিত
প্রিয় দশ
দোআঁশে স্বভাব জানি
প্রিয় দশ
সর্বশেষ খবর
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
যাত্রা শুরু করলো ইউএস-বাংলার ‘এয়ারবাস’
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
ব্রাইটনকে উড়িয়ে দেওয়ার পর সতর্ক ম্যানসিটি
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
পরিবারের অভাব দূর করতে সিঙ্গাপুরে গিয়ে লাশ হয়ে ফিরলেন রাকিব
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ