X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কানাডিয়ান গভর্নর জেনারেল সাহিত্য পুরস্কার ঘোষণা

সাইফুল্লাহ মাহমুদ দুলাল
৩১ অক্টোবর ২০১৯, ১৮:০৫আপডেট : ৩১ অক্টোবর ২০১৯, ১৮:১১

কানাডিয়ান গভর্নর জেনারেল সাহিত্য পুরস্কার ঘোষণা গত ২৯ অক্টোবর টরন্টোতে ‘গভর্নর জেনারেল সাহিত্য পুরস্কার ২০১৯’ ঘোষণা করা হয়। মোট সাতটি শাখায় এই পুরস্কার দেওয়া হয়। সাতটি শাখা হচ্ছে—কথাসাহিত্য, কবিতা, নাটক, প্রবন্ধ, অনুবাদ, শিশু-কিশোর সাহিত্য এবং অলঙ্করণ। এ বছর ‘ফাইভ ওয়াইভস’ উপন্যাসের জন্য কথাসাহিত্যিক জোয়ান টমাস, ‘হলি ওয়াইল্ড’ কাব্যগ্রন্থের জন্য কবি গোয়েন বেনাওয়ে, ‘টু দ্য রিভার’ নন-ফিকশানের জন্য ডন গিলমার, ‘আদার সাইড অব দ্য গেইম’ নাটকের জন্য নাট্যকার আমান্দা প্যারিস, ওয়াজদি মওয়াদ রচিত ‘বার্ডস অব অ্যা কাইন্ড’ গ্রন্থের ফরাসি থেকে ইংরেজি অনুবাদের জন্য অনুবাদক লিন্ডা গ্যাবেরিও, শিশু-কিশোর সাহিত্যে এরিন বো এবং অলঙ্করণ শাখায় চিত্রশিল্পী সিডনি স্মিথ এই পুরস্কার জিতেছেন।

এবার পুরস্কারের জন্য বই মোট ৯০২টি বই জমা পড়ে। তার মধ্যে উপন্যাসই ছিলো বেশি—২২৫টি, কাব্যগ্রন্থ ১৭৭টি।

প্রসঙ্গত, ১৯৩৬ সালে থেকে প্রতি বছর অক্টোবর মাসে এই পুরস্কার ঘোষনা করা হয় এবং ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি প্রদান করা হয়। আগামী ১১ ডিসেম্বর সন্ধ্যায় অটোয়ার পার্লামেন্ট হাউসে গভর্নর জেনারেল জুলি পায়েতে পুরস্কার-প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেবেন। প্রতিটি পুরস্কারের মূল্যমান ২৫ হাজার কানাডিয়ান ডলার এবং প্রকাশনার স্বীকৃতি-স্বরূপ তিন হাজার ডলার করে সন্মানিত হবেন বইগুলোর প্রকাশকরা।

গত বছর এ পুরস্কার পেয়েছিলেন—কথাসাহিত্যে সারাহ হেনস্ট্রা, কবিতায় সিসিলি নিকলসন, নন-ফিকশানে ড্যারেল জে ম্যাকলিওড, নাটকে জর্ডান টানাহিল, ফরাসি থেকে ইংরেজি অনুবাদে যৌথভাবে ফিলিস অ্যারোনফ এবং হাওয়ার্ড স্কট, শিশু-কিশোর সাহিত্যে জোনাথান অক্সিয়ার এবং অলঙ্করণে জিলিয়াম তামাকি। গত বছরের পুরস্কারপ্রাপ্ত উপন্যাসের নাম: ‘দ্য রেড ওয়ার্ড’, কাব্যগ্রন্থের: ‘ওয়েসাইড স্যাঙ’, প্রবন্ধগ্রন্থের: ‘নামাস্কাস’ এবং নাটকের: ‘বতিচেল্লি ইন দ্য ফায়ার এন্ড সানডে ইন সডম’। অনুবাদটি গ্রন্থটি ছিল ফরাসিভাষী লেখক এডেম অমে রচিত ‘ডিসেন্ট ইনটু নাইট’।

//জেড এস//
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
শনিবার গ্যাস থাকবে না যেসব এলাকায়
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
জলবায়ু অভিযোজনে সহায়তা দ্বিগুণের সিদ্ধান্ত বাস্তবায়নের আহ্বান পরিবেশমন্ত্রীর
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
গাজার ধ্বংসস্তূপ পরিষ্কারে ১৪ বছর লাগতে পারে: জাতিসংঘ
সর্বাধিক পঠিত
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী