X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১
মে দিবস

উইলিয়াম ব্লেক শার্ল বোদলেয়ার নাজিম হিকমতের কবিতা

.
৩০ এপ্রিল ২০১৬, ২০:৪১আপডেট : ৩০ এপ্রিল ২০১৬, ২১:৩৩

উইলিয়াম ব্লেক, শার্ল বোদলেয়ার ও নাজিম হিকমত

উইলিয়াম ব্লেক-এর কবিতা

অনুবাদ : মিলন আশরাফ

 

পবিত্রতার সংগীত
চিমনি ঝাড়ুদার

 

 

সেই কবে শৈশবে মাগো আমার গেল মরে,
বাপে করল বিক্রি কথা ফুটবার ধার না ধরে
কেঁদেছি আমি ভয়ে ওঁয়া ওঁয়া ওঁয়াও চিৎকারে
কাটে দিন ঝুলকালিতে শুয়ে চিমনি ঝাড়ুদারে।

মেষ রাখালের মতো কোঁকড়া চুলের টম ড্যাকরে,
মাথা কামাবার পর কেঁদেছিল খুব ডুকরে ডুকরে।
বলেছিলাম তাকে আমি দুঃখ করো না– থাকো চুপ টম,
ন্যাড়া মাথার সাদা চুলে ঝুলকালি লাগবে না একদম।

পড়ল ঘুমে ক্লান্ত হয়ে টম অবশেষে
মধ্যরাতে ভাঙাল ঘুম স্বপ্ন এসে।
ডিক, জী, নেড অথবা জ্যাক এরকম হাজার ঝাড়ুদার
কালো কফিনে রয়েছে তালাবন্ধ– পথ নেই বেরোবার।

উজ্জ্বল চাবি হাতে আসলেন এক ফেরেশতা
খুললেন কফিন– সুগম হল মুক্তির রাস্তা।
সবুজ মাঠে নেমে লাফালাফি– হাসাহাসি করে দৌড়াল তারা
নদীতে গোসল সেরে– শুকালো সূর্যালোতে এসে পাগলপারা।

পেছনে ফেলে ঝুড়িগুলো হল তারা উলঙ্গ আর সাদা
মেঘের কোলে চড়ে বাতাসে খেলছিল হরেক খেলা।
ফেরেশতাটা টমকে ডেকে বললেন, যদি হয় সে ভালো ছেলে
ঈশ্বর হবে তার পিতা– আনন্দে পারবে বেড়াতে হেসে খেলে।

টম উঠল– আমরাও উঠলাম জেগে অন্ধকারের মাঝে
ঝুড়িগুলো আর ব্রাশ নিয়ে চললাম নিজেদের কাজে
শীতের ঠাণ্ডা সকালেও টমকে দেখাচ্ছিল উষ্ণ ও খুশি
ক্ষতি হবার ছিল না ভয়, করলে ডিউটি বেশি বেশি।

 

অভিজ্ঞতার সংগীত
চিমনি ঝাড়ুদার

 

ছোট কালো জিনিসটি পড়ে আছে বরফের ভেতর
দুখের সুরে ফোঁপাতে ফোঁপাতে হয়েছে সে কাঁতর।
বলি তাকে, বাবা মা কোথায় গিয়েছে ফেলে তোমায়?
গির্জায় গিয়েছেন চলে মা ও বাবা ঈশ্বরের প্রার্থনায়।

লতাগুল্মের উপর আমি ছিলাম বেশ সুখে,
শীতের বরফের মধ্যে হাসছিলাম দিশেহারা,
জড়িয়ে রেখে গেলেন আমাকে মৃতের পোশাকে।
শিক্ষা দিলেন দুখের গান গাইতে তারা।

আর যেহেতু আমি নাচি, গাই হয়ে খুশি
আমাকে করেনি আঘাত– ভাবে তারা,
ভাবে ঈশ্বর, পাদ্রি ও রাজার প্রার্থনায় বসি
আমাদের দুর্দশা দিয়ে স্বর্গ সাজায় যারা।

 

পুনশ্চ : Marxists Internet Archive কর্তৃপক্ষ এপ্রিল, ২০০২ সালে কবিতা দুটিকে মে দিবসের কবিতা হিসেবে অন্তর্ভুক্ত করেন। মূল কবিতা Songs of Innocence,1789  and Songs of Experience; 1794 থেকে সংগ্রহীত। 


 

 

শার্ল বোদলেয়ার-এর কবিতা

অনুবাদ : অপু মেহেদী

 

মালিক-শ্রমিক


মালিকের জাত, ঘুমা, কেড়ে নে আর খা
খামখেয়ালি ঈশ্বরের মুখে মুচকি হাসি,
শ্রমিকের জাত, গড়াগড়ি দে পঁচা কাদায়
বেঁধে নে নিজ গলায় ফাঁসি।
মালিকের জাত, তোর প্রসাধনীর সুগন্ধ
সুড়সুড়ি দেয় দেবতার নাকে,
শ্রমিকের জাত, তোর দুঃখের অবসান
কখনো হবেনা সহস্র কাতর ডাকে।
মালিকের জাত, তোর গোলার ধন বাড়ে
মোটাতাজা হয় তোর পোষ্য যত,
শ্রমিকের জাত, তোর পেটের ভূখ বাড়ে
ক্রমাগত গোঙায় ক্ষুধার্ত কুকুরের মত।
মালিকের জাত, শ্রমিকের ঘামে চুলা জ্বেলে
পোহারে আগুন, শীত তাড়া,
শ্রমিকের জাত, মাটির তলায় গর্ত খুড়ে
কাঁপ তোরা, গায়ে দে খেক শিয়ালের চামড়া।
মালিকের জাত, লুটপাট করে বাড়ারে সোনাদানা
শ্রমিকের জাত, ওরে কপাল পোড়া, প্রণয়ে তোর মানা।
মালিকের জাত, খেয়ে খেয়ে পেট ফোলা
যেমন ফোলে ঘুণপোকা,
শ্রমিকের জাত, সংসার তোর পথে বসা
পথভোলা হে বোকা।

২.

আহা মালিকের জাত, একদিন তোর লাশ
পুড়িয়ে ছাড়খাড় করবে সবুজ জমিন!
শ্রমিকের জাত, কাজ তোর শেকল ভাঙা
আজও হয় নাই, জীবন কী কঠিন!
মালিকের জাত, তোর মান রাখবে কে আজ
লৌহদণ্ড খানখান হবে শ্রমিকের লাঙলকাঠে!
শ্রমিকের জাত, উঠে যা আসমানের উর্ধ্বে
যা, ঈশ্বরকে ঠেলে ফেল এই দুনিয়ার মাঠে!

 

নাজিম হিকমত-এর কবিতা

বিষণ্ণ স্বাধীনতা

তুমি তোমার মায়াবী চোখ দুটোকে নষ্ট করেছো
নষ্ট করছো তোমার কোমল বাহু দুটো,
হাজার রুটির জন্য ময়দার খামি করছো
যার একটুকরো তোমার মুখে জোটেনি।
তুমি স্বাধীন অন্যের দাসত্ব করতে
তুমি স্বাধীন ধনীকে আরো ধনী করতে।

তোমার জন্মলগ্নে চারপাশে রোপিত হয়েছে মিথ্যাজাল
যে মিথ্যার জন্ম হয় ধনীদের কারখানায়।
তুমি জীবনভর স্বাধীনতার বাসনা করেছো
গীর্জায় প্রার্থনা করেছো, স্বাধীনভাবে ভাবতে চেয়েছো
তুমি ঘাড় নুইয়ে থেকেছো দুই বাহু ঝুলিয়ে,
অলসভঙ্গিতে ঘুরেছো মুক্তির আশায়।

তুমি মুক্ত, মুক্ত তুমি বেকারত্বের জালে
তুমি তোমার দেশকে ভালোবাসছো
পৃথিবীর সবচেয়ে মূল্যবান রত্নটির মতো।
কিন্তু হঠাৎ একদিন–
দেশটি তারা আমেরিকাকে উপহার দিলো
সেই সাথে তুমি এবং তোমার স্বাধীনতাকেও!

তুমি প্রচার করলে–
যন্ত্র হয়ে নয়, মানুষ বেঁচে থাকবে যন্ত্রকে ভেবে
থাকবে বেঁচে মানুষ হিসেবে।
ঠিক তখনই তোমাকে হাতকড়া পরিয়ে দিলো ওরা
তুমি বন্দি হয়ে মুক্ত হলে
মুক্ত হলে কারাগারে, মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে।

মানুষের জীবনে নেই কোনো লৌহ বা কাষ্ঠের প্রতিরোধ
নেই সুক্ষ্ম কারুকাজপূর্ণ পর্দা,
জীবনে স্বাধীনতা চাইবার কোনো প্রয়োজন নেই-
তুমি মুক্ত, আকাশের তারার নিচে বিষণ্ন স্বাধীনতার মতো মুক্ত!

সম্পর্কিত
প্রিয় দশ
আমাকে হরণ করে গেরুয়া উৎসার
প্রিয় দশ
সর্বশেষ খবর
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মে, ২০২৪)
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?