X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

কুবি প্রেসক্লাবে ক্যাম্পাস সাংবাদিকতা বিষয়ক আলোচনা সভা

কুবি প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৯, ১৩:০০আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১৬:২৯
image

ক্যাম্পাস সাংবাদিকতা কোনও পেশা নয়, বরং ক্যাম্পাসের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রেস ক্লাব এর আয়োজনে ও মিডিয়া পার্টনার আন্দোলন ৭১ এর সহযোগিতায় অনুষ্ঠিত কুবি প্রেসক্লাবের নবীন সদস্যের বরণ ও ক্যাম্পাস সাংবাদিকতা শীর্ষক আলোচনা সভায় এমনটিই মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী আনিছ।

কুবি প্রেসক্লাবে ক্যাম্পাস সাংবাদিকতা বিষয়ক আলোচনা সভা
বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শ্রেণিকক্ষে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনটির সহ-সভাপতি নাহিদ ইকবালের সঞ্চালনায় ও সভাপতি শতাব্দী জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানটিতে প্রেসক্লাবে যোগ দেোয়া নতুন সদস্যদের বরণ করে নেওয়া হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে যোগদানকারী নতুন চার প্রভাষককেও বরণ করে নেয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক মোঃ বেলাল হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম উপদেষ্টা মাহবুবুল হক ভূঁইয়া এবং সহকারী অধ্যাপক সিমু দে।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ বেলাল হোসাইন বলেন, ‘ক্যাম্পাস সাংবাদিকতাকে বলা হয় সাংবাদিকতার আঁতুড়ঘর। সত্য ও নিষ্ঠার সাথে স্বার্থহীনভাবে ক্যাম্পাস সাংবাদিকেরা বস্তুনিষ্ঠার সাথে সংবাদ প্রকাশ করে থাকেন যা প্রশংসার দাবি রাখে।’
বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম উপদেষ্টা মাহবুবুল হক ভূঁইয়া বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা সবসময়ই অনেক চ্যালেঞ্জিং। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা প্রতিষ্ঠা করতে প্রেসক্লাব ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সংগঠনটির সভাপতি শতাব্দী জুবায়ের বলেন, ‘প্রেসক্লাব সবসময়ই সত্য নির্ভয়ে প্রকাশের ব্রত নিয়েই কাজ করেছে। আশা রাখছি সত্যের জয় হবে, সাংবাদিকতার জয় হবে।’
এছাড়াও অন্যান্য বক্তারা ক্যাম্পাস সাংবাদিকতার ক্ষেত্রে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠানো হলো
এবার এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে অবসরে পাঠানো হলো
দুদক কর্মকর্তা পরিচয়ে ঘুষ চাওয়া প্রতারক চক্রের ৫ সদস্য কারাগারে
দুদক কর্মকর্তা পরিচয়ে ঘুষ চাওয়া প্রতারক চক্রের ৫ সদস্য কারাগারে
বাড়ি ঘেরাও করে সাবেক মেয়রকে আটক করে পুলিশে দিলেন স্থানীয়রা
বাড়ি ঘেরাও করে সাবেক মেয়রকে আটক করে পুলিশে দিলেন স্থানীয়রা
ছিন্ন শেকড়ের আত্মগাথা
ছিন্ন শেকড়ের আত্মগাথা
সর্বাধিক পঠিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
ক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
ঢাকা সিটি কলেজক্যাম্পাসে নতুন সভাপতির প্রবেশ ঠেকাতে দুদিন পাঠদান বন্ধ!
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার
বাসা থেকে বিচারকের স্ত্রীর লাশ উদ্ধার