X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

শাবির পুরাতন ভবনগুলোতে বসানো হচ্ছে লিফট

শাবি প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৪:১২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েয় পুরাতন ভবনগুলোতে বসানো হচ্ছে ক্যাপসুর লিফট। এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ ।

শাবির পুরাতন ভবনগুলোতে বসানো হচ্ছে লিফট
উপাচার্য বলেন, আমাদের অনেক শিক্ষকেরই হার্টের সমস্যা, শারীরিকভাবে ভারসাম্যহীন, হুইল চেয়ার দিয়ে ওঠা-নামা করে, মহিলা শিক্ষক যারা গর্ভবতী, অনেক বয়স্ক ও সিনিয়র শিক্ষক আছেন তাদের কথা ভেবে এ লিফট বসানো হচ্ছে।’
উপাচার্য আরও বলেন, পুরাতন শিক্ষাভবন ‘সি’ ও ‘ই’ তে এ লিফট বসানো হচ্ছে। আস্তে আস্তে পুরাতন সকল ভবনেই লিফটের ব্যবস্থা করা হবে। সাধারণত ৫ তলা ভবনের নিচে লিফট বসানোর অনুমতি নেই, কিন্তু আমরা যথাযথ কর্তৃপক্ষ থেকে অনুমতি নিয়ে এ ব্যবস্থা করছি। এসময় যেসকল শিক্ষক ও শিক্ষার্থী সিঁড়ি ব্যবহার করে যাতায়াত করতে সক্ষম, তাদেরকে লিফট ব্যবহার থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছেন উপাচার্য।  
লিফটের সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের রাজস্ব বাজেট থেকে প্রায় ১ কোটি টাকা ব্যয়ে দু’টি ভবনে ক্যাপসুল লিফট বসানো হচ্ছে। যা শুধুমাত্র শারীরিকভাবে অসামর্থ্য শিক্ষক ও শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবে। এ লিফটে একসাথে ৬-৮ জন যাতায়াত করতে পারবেন।
প্রধান প্রকৌশলী আরও জানান, গত ১৩ আগস্ট থেকে লিফট বসানোর কাজ শুরু হয়েছে। তবে আগে থেকে লিফট বসানোর পরিকল্পনা না থাকায় ভবনের ভিতর দিয়ে এ লিফট বসানো হচ্ছে। এ জন্য খরচও অনেকাংশে বেশি হচ্ছে। আগামী অক্টোবর মাসের মধ্যে এ কাজ সম্পন্ন হবে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু বিভাগে শারীরিকভাবে ভারসাম্যহীন শিক্ষক ও শিক্ষার্থী রয়েছেন। যারা প্রতিনিয়ত কষ্ট করে সিঁড়ির মাধ্যমে চলাফেরা করেন। এর প্রেক্ষিতে তাদের কথা ভেবে প্রত্যেক ভবনে লিফটের ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বেরিয়ে গেলো ছাত্র ফেডারেশন
গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বেরিয়ে গেলো ছাত্র ফেডারেশন
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
আলকারেজের কষ্টের জয়, বিদায় মেদভেদেভের 
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি