X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

শাবিতে ই-পেমেন্ট সার্ভিস চালু

শাবি প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২০, ২০:৫৫আপডেট : ১৬ ডিসেম্বর ২০২০, ২০:৫৭

ক্রেডিট ফি, সেমিস্টার ফি, ট্রান্সক্রিপ্ট উত্তোলন ফিসহ শিক্ষার্থীদের সকল ধরনের ফি অনলাইন ব্যাংকিং সিস্টেমে নিতে ‘সাস্ট ই-পেমেন্ট সার্ভিস’ চালু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। ব্যাংকে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে ফি দেওয়ার ভোগান্তি কমাতে এ সার্ভিস চালু করা হয়।

শাবিতে ই-পেমেন্ট সার্ভিস চালু

বুধবার (১৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভা কক্ষে এক শিক্ষার্থীর সেমিস্টার ফি জমাদানের মাধ্যমে এ ‘সাস্ট ই-পেমেন্ট সার্ভিস’ এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

নতুন সংযোজিত এ সার্ভিস উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে প্রয়োজন সর্বক্ষেত্রে ডিজিটালাইজেশন। সেজন্য এ বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী এক বছরের মধ্যে শাবিপ্রবি হবে ‘রোল মডেল অব ডিজিটাল ইউনিভার্সিটি।’ 

‘শিক্ষার্থীদের ভোগান্তি কমাতেই এ সার্ভিস চালু করা হয়েছে’ উল্লেখ করে উপাচার্য বলেন, ‘ছাত্র-ছাত্রীদের সরাসরি ব্যাংকে গিয়ে লম্বা লাইন ধরে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ফি জমা দিতে হয়। এতে করে নানা ধরনের ঝামেলা পোহাতে হয়। তাই এ সকল ধরনের ঝামেলা এড়াতে ‘সাস্ট ই-পেমেন্ট সিস্টেম’ চালু করা হয়েছে। কেননা এ সেবাটি শিক্ষার্থীদের সময় সাশ্রয় করার পাশাপাশি ব্যাংকের লাইনে দাড়ানোর ভোগান্তি থেকে মুক্তি দেবে। এর আগে সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করেন উপাচার্য।

ই-পেমেন্ট প্রক্রিয়া হলো সাস্ট ই-পেমেন্ট সিস্টেমে (https://epayment.sust.edu) প্রবেশ করে নির্ধারিত তথ্য প্রদান সাপেক্ষে নির্ধারিত ফি জমা দিতে পারবেন। এতে বিশ্ববিদ্যালয়ের যেকোনও শিক্ষার্থী ঘরে বসেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফি (সেমিস্টার রেজিস্ট্রেশন ফি, ক্রেডিট ফি প্রভৃতি) বিকাশ, রকেট, ভিসা/মাস্টার কার্ড কিংবা সোনালী ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অনলাইনে খুব সহজেই জমা দিতে পারবে। এমনকি সেবাটি সারা বছর ২৪ ঘন্টায় চালু থাকবে। এছাড়া বিশ্বের যেকোনও দেশ থেকেও বিদেশি কার্ড ব্যবহার করে চাইলে যেকোনও ফি প্রদান করা যাবে। এমনকি এখান থেকে টাকা জমার একটি রশিদও প্রদান করা হবে।

উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. এস.এম সাইফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মুমিন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গোলাম আলী হায়দার চৌধুরী, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাসুম, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, হিসাব পরিচালক জনাব আ.ন.ম. জয়নাল আবেদিন, প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান প্রমুখ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ সফটওয়্যার তৈরিতে কারিগরী সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল এবং কম্পিউটার ও তথ্য কেন্দ্র।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের সঙ্গে সংঘাত বড় ধরনের আর্থিক প্রভাব ফেলবে না: পাকিস্তানের অর্থমন্ত্রী
ভারতের সঙ্গে সংঘাত বড় ধরনের আর্থিক প্রভাব ফেলবে না: পাকিস্তানের অর্থমন্ত্রী
ধনাগোদা নদীর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন, বিলীন হচ্ছে জমি-ঘর
ধনাগোদা নদীর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন, বিলীন হচ্ছে জমি-ঘর
পাকিস্তানকে ভারতের প্রধানমন্ত্রী মোদির চূড়ান্ত হুঁশিয়ারি
পাকিস্তানকে ভারতের প্রধানমন্ত্রী মোদির চূড়ান্ত হুঁশিয়ারি
অজিদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে গ্রিন
অজিদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে গ্রিন
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি