X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

জলাবদ্ধতায় বেহাল কবি নজরুল কলেজ

আতিক হাসান শুভ
২৪ জুন ২০২১, ১৬:৩৬আপডেট : ২৪ জুন ২০২১, ১৬:৩৬

জলাবদ্ধতার নোংরা পানি আর আবর্জনার স্তূপে বেহাল অবস্থা রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজের। কলেজের অভ্যন্তরে এবং বহির্ভাগে যেসকল ড্রেন রয়েছে সেগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন না করার ফলে জন্ম নিচ্ছে মশা। কলেজের সম্মুখে নর্দমা আর ময়লা আবর্জনার স্তূপ। নর্দমা এবং ময়লার স্তূপ দেখেও নির্বাক কলেজ প্রশাসন কিংবা সিটি কর্পোরেশন।

সামান্য বৃষ্টি হলেই কলেজের সম্মুখে ড্রেনের পানি উপচে পড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই জলাবদ্ধতার নোংরা পানির দুর্গন্ধে ভোগান্তিতে শিক্ষার্থী এবং জনসাধারণ। নিয়মিত এ সকল ড্রেন পরিষ্কার না করার ফলেই মূলত এমন জলাবদ্ধতার সৃষ্টি হয়। এসব নোংরা পানিতে জন্ম নেয় মশা। কলেজের অভ্যন্তরেও ড্রেনে পানি জমে রয়েছে। ফলে মশার উপদ্রব ক্রমান্বয়ে বাড়ছে।

জলাবদ্ধতায় বেহাল কবি নজরুল কলেজ

কবি নজরুল সরকারি কলেজের অভ্যন্তরে ডিএসসিসি কর্তৃক মশা নিধনের জন্য প্রতিদিন ধোঁয়া দিলেও জলাবদ্ধতা পরিষ্কারের বিষয়ে নেই কোনও উদ্যোগ। কলেজ সম্মুখের ড্রেন পরিষ্কার করতে কিংবা জলাবদ্ধতায় সৃষ্ট নোংরা পানি অপসারণে কলেজ প্রশাসন ও নির্বাক ভূমিকা পালন করছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে কলেজে অধ্যয়নরত হাজারো শিক্ষার্থী এবং জনসাধারণকে।

কবি নজরুল সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী রফিকুল ইসলাম বলেন, ভর্তি সংক্রান্ত বিষয়ে বৃষ্টি উপেক্ষা করে কলেজে এসেছি। কলেজের সম্মুখের আবর্জনা আর জলাবদ্ধতা নোংরা পানির ওপর দিয়ে কলেজে প্রবেশ করেছি। জলাবদ্ধতায় যে দুর্গন্ধ ছড়াচ্ছে তাতে করে কলেজের সামনে দিয়ে আসতেই অনেক কষ্ট হয়। কলেজের অভ্যন্তরের ড্রেন গুলোও পরিষ্কার নেই। কলেজ কর্তৃপক্ষের উচিত জলাবদ্ধতায় আটকে থাকা নোংরা পানি খুব দ্রুত অপসারণ করা এবং ময়লা আবর্জনা অপসারণ করা।

জলাবদ্ধতায় বেহাল কবি নজরুল কলেজ

এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম বলেন, আমি কলেজে একেবারেই নতুন। জলাবদ্ধতা আমি এখনও দেখিনি। তবে যদি জলাবদ্ধতা হয়ে থাকে তাহলে তা নিরসনে কলেজ প্রশাসন অতি দ্রুত কাজ করবে। এছাড়া তিনি জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থীদের সহযোগিতাও চেয়েছেন।

 

/এমআর/
সম্পর্কিত
৭ দফা দাবিতে কবি নজরুল কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ
কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির সভাপতি শুভ, সম্পাদক সা’দ
৭ দাবিতে বিক্ষোভ করছেন কবি নজরুলের শিক্ষার্থীরা
সর্বশেষ খবর
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
সরকারের জাতীয় ঐকমত্যের উদ্যোগে বাধা একটি দল: জামায়াত সেক্রেটারি
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
বিচার, সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি: নাহিদ ইসলাম
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
কাবরেরার পদত্যাগ চেয়ে নিজেই অপসারিত শাহীন!
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
‘ভবিষ্যতে আ.লীগ বলে কোনও দল থাকবে না’
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড