X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শিক্ষার্থীদের টিকা না দিয়েই শুরু হচ্ছে ৭ কলেজের পরীক্ষা

আতিক হাসান শুভ
৩১ আগস্ট ২০২১, ১৫:৩৩আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১৫:৪২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ ও মিরপুর বাঙলা কলেজ) শিক্ষার্থীদের জন্য করোনা টিকার ব্যবস্থা করা হয়নি। এ অবস্থায় আগামীকাল ১ সেপ্টেম্বর থেকে সশরীরে পরীক্ষা শুরু হচ্ছে। এতে স্বাস্থ্যঝুঁকির শঙ্কায় পড়েছেন শিক্ষার্থীরা।

তারা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার ব্যবস্থা করা হয়েছে। তারপরও তারা অনলাইনে পরীক্ষা দিচ্ছেন। কিন্তু সাত কলেজের শিক্ষার্থীদের টিকার আওতায় না এনেই পরীক্ষা নেওয়ার ‍সিদ্ধান্ত হয়েছে।

এদিকে টিকা ছাড়াই পরীক্ষা নেওয়ার উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করেছেন শিক্ষার্থীদের একাংশ। গত সপ্তাহে শিক্ষার্থীদের অনলাইনে পরীক্ষা দেওয়ার সক্ষমতা যাচাইয়ের জন্য জরিপ করা হয়। ফলাফলে দেখা যায়, সাত কলেজের ৯২ শতাংশ শিক্ষার্থী অনলাইনে পরীক্ষা দিতে ইচ্ছুক।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আবাসিক হল বন্ধ রেখে সশরীরে পরীক্ষা নেওয়ার প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অন্যতম দাবি, হল খুলে দিয়ে সশরীরে পরীক্ষা নেওয়া। 

ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিব বলেন, টিকা দেওয়া ছাড়া সশরীরে পরীক্ষা নিতে যদি সাত কলেজ প্রশাসনের কোনও ঝুঁকি মনে না হয়, তাহলে হল খোলাতে ঝুঁকি কীসের? আমরা আবাসিক হল খুলে সশরীরে পরীক্ষা দিতে চাই।

শিক্ষার্থীদের টিকার বিষয়ে ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘সাত কলেজের অধ্যক্ষদের শিক্ষার্থীদের তালিকা দিতে বলেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে নিবন্ধন করে টিকা নিয়েছে, সেই ধরনের সহযোগিতা আমরা তাদেরকেও করবো। কিন্তু তাদের পক্ষ থেকে কোনও উদ্যোগ নেই।’

সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে গত ১৪ আগস্ট টিকার বিষয়ে কথা বলেছি। এ নিয়ে আমাদের কিছুটা বিড়ম্বনা আছে। কিন্তু শিক্ষার্থীদের টিকার বিষয়ে সুনির্দিষ্ট করে আমাদের কিছু বলেনি কর্তৃপক্ষ।’

টিকার ব্যবস্থা না করে সশরীরে পরীক্ষা নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীরা পরীক্ষা দিতে চায়। এ কারণে আমরা দ্রুত পরীক্ষা নিয়ে নিচ্ছি।’

গত ১৮ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ড. মাকসুদ কামালের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক ও সাত কলেজের অধ্যক্ষের এক বৈঠকে শিক্ষার্থীদের টিকা ছাড়াই সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
সাক্ষীতেই আটকে আছে বর্ষবরণে যৌন হয়রানি মামলার বিচার
মঙ্গল শোভাযাত্রা ১৫ মিনিট পেছালো
বর্ষবরণে চারুকলায় শেষ মুহূর্তের ব্যস্ততা
সর্বশেষ খবর
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ভ্রমণ শেষে ভারত থেকে তিন দিনে ফিরলেন ১৫ হাজার পর্যটক
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
মার্কেসের 'আনটিল আগস্ট'
মার্কেসের 'আনটিল আগস্ট'
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন