X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

রুম না ছাড়ায় রাবি ছাত্রকে মারধর

রাবি প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫২আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২১, ১৯:৫৮

রুম পরিবর্তনকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক মেস মালিকের ছেলের বিরুদ্ধে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মন্ডলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার রাকিবুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে, অভিযুক্ত সুজন (২৫) সুজন ম্যানশনের মালিক এসার উদ্দীনের ছেলে।

ভুক্তভোগী রাকিবুল ইসলাম জানান, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে তাদের বিভাগের পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। সেজন্য সম্প্রতি মোবাইলে কথা বলে সুজন ম্যানশনে একটি সিট বুকিং দেন। গত শনিবার তিনি রাজশাহী এসে সেই মেসের একটি রুমে ওঠেন। রুম অপরিষ্কার থাকায় নিজেই এক বন্ধুর সহায়তায় পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। মেস মালিক বিষয়টি অবগত ছিল। কিন্তু বুধবার মেস মালিকের ছেলে সুজন এসে এই রুম অন্যজনকে বরাদ্দ দেওয়া হয়েছে উল্লেখ তাকে অন্য একটি কক্ষে চলে যেতে বলেন।

রাকিব বলেন, ‘আজ জুমার নামাজের পর ফের সুজন এসে আমাকে রুম ছাড়াতে বলেন। আমি তাৎক্ষণিক রুম ছাড়তে অস্বীকৃতি জানাই। আগামী মাসে রুম ছাড়বো বলে তাকে জানিয়েছি।’ রাকিবের দাবি, ‘এই সময় মেস মালিক আমার সঙ্গে দুর্ব্যবহার এবং কিল-ঘুষি মারা শুরু করেন।’

অভিযোগের বিষয়ে জানতে মেস মালিকের ছেলে সুজনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তার পিতা এসার উদ্দীনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, ‘আমরা পুলিশসহ প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিলাম। অভিযুক্ত সুজন বাসায় ছিল না। তবে তার পিতা ও মামার সঙ্গে কথা হয়েছে। তারা বলেছেন, রাতে অভিযুক্ত ছেলেকে মতিহার থানায় নিয়ে আসবেন। আমরাও থাকবো। দুই পক্ষ সামনাসামনি কথা বলে একটা সমঝোতা করা হবে।’

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তবে  অভিযুক্ত সুজনকে পাওয়া যায়নি। আমরা তাকে ধরার চেষ্টা করছি।’

/এফআর/
সম্পর্কিত
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা জুলাই আহতদের
এবার শাহবাগে অবস্থান নিলেন আহত জুলাই যোদ্ধারা
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
সর্বশেষ খবর
১৪ মাসের বেতন বকেয়া: বিক্ষোভে মালিকপক্ষের হামলায় পাঁচ নারী শ্রমিক আহত
১৪ মাসের বেতন বকেয়া: বিক্ষোভে মালিকপক্ষের হামলায় পাঁচ নারী শ্রমিক আহত
হজযাত্রীর লাগেজে পাওয়া গেলো তামাক-গুল
হজযাত্রীর লাগেজে পাওয়া গেলো তামাক-গুল
মতবিরোধ সত্ত্বেও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র
মতবিরোধ সত্ত্বেও পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসছে ইরান-যুক্তরাষ্ট্র
২৪ ঘণ্টায় চান্দগাঁও থানা এলাকা থেকে ২৩ জন গ্রেফতার
২৪ ঘণ্টায় চান্দগাঁও থানা এলাকা থেকে ২৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ