X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

গবেষণায় শিক্ষার্থীদের অনুদান দেবে খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:০৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:০৩

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২১৪তম সভায় এ সংক্রান্ত সংশোধিত নীতিমালা অনুমোদন দেওয়া হয়। এর আগে এ সংক্রান্ত প্রস্তাব বোর্ড অব অ্যাডভান্স স্ট্যাডিজের ৪৬তম সভায় উপস্থাপিত হয় যা একাডেমিক কাউন্সিলের ১৭৩ সভায় গৃহীত হয় এবং সিন্ডিকেটে সুপারিশ করা হয়। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি ইতোমধ্যে জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, সব ডিসিপ্লিনের স্নাতকোত্তর (মাস্টার্স) এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীদের স্নাতকোত্তর (মাস্টার্স), এমফিল এবং পিএইচডি গবেষণার জন্য চলতি ২০২১-২০২২ অর্থবছর থেকে অনুদান দেওয়া হবে। আগ্রহী শিক্ষার্থীদের ডিসিপ্লিন প্রধানের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগের ডিন বরাবর আবেদন করতে বলা হয়েছে। আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। গবেষণার অনুদান সংক্রান্ত নীতিমালা ও আবেদন ফরম সংশ্লিষ্ট ডিসিপ্লিনে পাওয়া যাবে। ডিসিপ্লিন বাছাই কমিটির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীরা যোগ্যতার মানদণ্ডের ভিত্তিতে মাস্টার্সের থিসিস টার্মে ভর্তি হওয়া শিক্ষার্থীরা প্রতি মাসে পাঁচ হাজার টাকা হারে গবেষণা অনুদান পাবেন। এছাড়া এমফিল ও পিএইচডি গবেষণার জন্য প্রতি মাসে আট ও ১০ হাজার টাকা হারে গবেষণা অনুদান পাবেন শিক্ষার্থীরা। এ গবেষণা অনুদান প্রতি ছয় মাস পর পর দেওয়া হবে ও অনুদানের সময়সীমা হবে মাস্টার্সের জন্য ১২ মাস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে যারা পূর্ণ/খণ্ডকালীন শিক্ষার্থী হিসেবে এমফিল/পিএইচডি প্রোগ্রামে ভর্তি হবেন- তাদেরকে যথাক্রমে সর্বোচ্চ ২৪/৪৮ মাসের জন্য গবেষণা অনুদান দেওয়া হবে। শিক্ষক ব্যতীত যারা পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে এমফিল/পিএইচডি প্রোগ্রামে ভর্তি হবেন, সেসব গবেষককে যথাক্রমে সর্বোচ্চ ২৪ মাসের জন্য গবেষণা অনুদান দেওয়া হবে। যদি গবেষণার সময়সীমা কোনও কারণে অতিক্রান্ত হয়, তবে অতিরিক্ত সময়ের জন্য এই অনুদান প্রযোজ্য হবে না। নির্ধারিত সময়ের পূর্বেই গবেষকের চূড়ান্ত প্রতিপাদন/সাক্ষাৎকার পর্ব (ডিফেন্স/ভাইভা) অনুষ্ঠিত হলে ওইদিন থেকেই এই অনুদানের মেয়াদোত্তীর্ণ হবে বলে বিবেচিত হবে। তবে যেসব গবেষক অন্যকোনও উৎস থেকে অনুদান পাবেন না শুধুমাত্র তারাই এমফিল/পিএইচডি গবেষণার জন্য এ অনুদান প্রাপ্য হবেন।

জানা গেছে, প্রাথমিকভাবে প্রতি ডিসিপ্লিন থেকে মাস্টার্সে ২, এমফিলে ২ ও পিএইচডির জন্য ২ জন মনোনীত হবেন। এ খাতের তহবিলের ওপর ভিত্তি করে এ সংখ্যা কমবেশি হতে পারে।

/এফআর/
সম্পর্কিত
টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিং: বাংলাদেশ থেকে শীর্ষে বুয়েট, বেসরকারিতে নর্থ সাউথ
জিএসটির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৩৩.৯৮ শতাংশ
বিশ্ববিদ্যালয়ে ন্যায়পাল নিয়োগের পরামর্শ ইউজিসির
সর্বশেষ খবর
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
বৃষ্টির অপেক্ষায় নার্সারি ও গাছপ্রেমীরা
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
নিজ্জর হত্যার অভিযোগে কানাডায় তিন ভারতীয় গ্রেফতার
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
পিকআপের পেছনে ট্রাকের ধাক্কা, উল্টে গিয়ে ২ শ্রমিক নিহত
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
সর্বাধিক পঠিত
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে