X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

শাবি উপাচার্যকে ক্ষমা চাইতে বলেছেন শিক্ষামন্ত্রী

শাবি প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৩:৪৬

বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রশাসনের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী এ নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।

শাবির কোষাধ্যক্ষ জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে আলোচনায় শিক্ষামন্ত্রী উপাচার্যকে ক্ষমা চাওয়ার কথা উল্লেখ করে বলেছেন, ১৬ জানুয়ারির ঘটনা কারওর কাম্য ছিল না। উপাচার্য হিসেবে কিছু দায়ভার আপনার আছে। সেই অবস্থান থেকে আপনি দুঃখপ্রকাশ করবেন, ক্ষমা চাইবেন। বিশ্ববিদ্যালয় দিবসটি আগে যেভাবে পালন করা হতো, সেভাবে সবাইকে নিয়ে পালন করতে হবে। আর উপাচার্য থাকবেন কি থাকবেন না তদন্তসাপেক্ষে সে সিদ্ধান্ত মাননীয় আচার্যের বিষয়।

এ সময় পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক দায়িত্ব পালনের কথাও বলেন শিক্ষামন্ত্রী।

এদিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে ও নিজেদের মধ্যে আলোচনা করতে শনিবার বিকাল চারটা পর্যন্ত আন্দোলন ‘কৌশলগত স্থগিত’ ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

শুক্রবার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে আন্দোলনকারীদের পক্ষে ঘোষণা দেন ইয়াসির সরকার ও মোহায়মিনুল বাশার রাজ। তারা জানান, শনিবার বিকালে সংবাদ সম্মেলন করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে৷

এর আগে শিক্ষামন্ত্রী সন্ধ্যা পৌনে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের উদ্দেশে গোলচত্বরে হ্যান্ড মাইকে কথা বলেন। এসময় শিক্ষার্থীদের সকল দাবি ও প্রস্তাবনা নিয়ে বিভিন্ন পদক্ষেপের কথা জানান তিনি।

এছাড়া শুক্রবার বিকাল তিনটায় সিলেটের সার্কিট হাউজে বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি ও উপাচার্যের পদত্যাগের দাবি নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে আলোচনা করতে যান বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী। সেখানে সাড়ে ৩ ঘণ্টা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আফসার উদ্দিন কামালী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ফেরদৌস উপস্থিত ছিলেন।

 

 

/এফএ/
সম্পর্কিত
বাংলাদেশের উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে আগ্রহী এডিবি
কারিগরি শিক্ষা বোর্ডের জাল সার্টিফিকেটের ‘কারিগর’ গ্রেফতার
স্বাধীনতার ইতিহাস বেশি বিকৃত হয়েছে শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করে: শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া