X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

যবিপ্রবির সাবেক প্রকৌশলীর কোটি টাকার দুর্নীতি তদন্তে দুদক

জবি প্রতিনিধি
১৮ মে ২০২২, ১০:৪০আপডেট : ১৮ মে ২০২২, ১০:৪০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে ঠিকাদারি জালিয়াতি ও উন্নয়ন কাজ সম্পন্ন না করে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তার সাবেক কর্মস্থল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রধান প্রকৌশলী থাকাকালীন এসব দুর্নীতি করার অভিযোগ আমলে নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের সহকারী পরিচালক মোহা. মোশাররফ হোসেনকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৯ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় যশোর।

প্রজ্ঞাপনে ১৬ মে সকাল ১০টার মধ্যে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মোশাররফ হোসেনের কাছে সব নির্মাণ কাজের ডিপিপি, প্ল্যান, ডিজাইন, টেন্ডার কমিটি, দরপত্র বিজ্ঞপ্তি, সিএস, নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড, ঠিকা চুক্তি, কার্যাদেশ বিল ভাউচারসহ এ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র সরবরাহ করার জন্য বলা হয়।

এছাড়া যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু অ্যাকাডেমিক ভবন, জগদীশ চন্দ্র অ্যাকাডেমিক ভবন, বীর প্রতীক তারামন বিবি হল, ওয়ার্কশপ, ১৬০০ কেভিএ সাব স্টেশন নির্মাণ, হ্যাচারি নির্মাণ ও জিমনেশিয়াম কাজের প্লান, ডিজাইন, টেন্ডার কমিটি, দরপত্র বিজ্ঞপ্তি, সিএস, নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড, ঠিকাচুক্তি, কার্যাদেশ বিল ভাউচারাদিসহ এ সংক্রান্ত যাবতীয় কাগজপত্র এবং এ কাজে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাম ও পদবীসহ বর্তমান কর্মস্থল, রেহনুমা ইভেন্টস লিমিটেড নামক প্রতিষ্ঠানের প্রতি প্রদত্ত সকল কাগজপত্র, গত ১০ বছরে প্রকৌশল দফতরের অডিট আপত্তি এবং আপত্তি নিষ্পন্নকরণ সংক্রান্ত প্রতিবেদনসহ কাগজপত্র জমা দেওয়ার জন্য বলা হয়।

হেলাল উদ্দিন পাটোয়ারীর মূল পদবি ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার (গ্রেড-৪) হলেও তাকে প্রধান প্রকৌশলী পদ ব্যবহার করে গ্রেড-৩ এ বেতন-ভাতাদি আহরণ করার বিশ্ববিদ্যালয় বা সরকারি সিদ্ধান্তমূলক কাগজপত্র এবং বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক কাঠামো ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর আইন পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

এ বিষয়ে হেলাল উদ্দিন পাটোয়ারী বলেন, ‘অভিযোগ এসেছে, আগে সত্য-মিথ্যা যাচাই করুক। তারপর আমি এ বিষয়ে বক্তব্য দেবো। আর আমাকে দুদক থেকে ডাকা হয়েছে, আমি গিয়ে দেখা করবো।’

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব বলেন, ‘দুদক সরকারি প্রতিষ্ঠান, তারা তথ্য চাইলে আমরা দিতে বাধ্য। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের যেসব অফিসের তথ্য চাওয়া হয়েছে, সেসব জায়গা থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে রেজিস্ট্রার দফতরের কাগজে সংশ্লিষ্ট স্থানে পাঠানো হবে।’

আইনগত সমস্যা দেখিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডেপুটি ডিরেক্টর হায়াতুজ্জামান মুকুলের সঙ্গে এ ব্যাপারে কথা বলার অনুরোধ করেন।

হায়াতুজ্জামান মুকুল ছুটিতে আছেন জানিয়ে বলেন, ‘আমি অফিসে ছিলাম না। এই মুহূর্তে কিছু বলতে পারবো না। চিঠি এসেছে রেজিস্ট্রার অফিসে। আপনি রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেন।’

রেজিস্ট্রার তার সঙ্গে যোগাযোগ করতে বলছেন বলায় তিনি বলেন, ‘আমার কাছে কোনও চিঠিও নেই, কাগজও নেই, কিছুই নেই। এটি একটি গোপন জিনিস। আমি শুধু জানি দুদক থেকে তদন্তের জন্য একটি চিঠি এসেছে। তিনি দুদক যশোর অফিসের ডিজির সঙ্গে বিস্তারিত আলোচনার পরামর্শ দেন।’

এদিকে শারীরিক অসুস্থ থাকায় বেশ কিছুদিন ছুটিতে রয়েছেন দুনীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরের উপ-পরিচালক (ডিডি) আলামিন হোসেন। তবে তিনি গণমাধ্যমকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর চিঠি দেওয়া হয়েছে। তিনি আমাদের তথ্য দেবেন এবং তা জমা দেওয়ার শেষ সময় ছিল ১৬ মে। তিনি তা পাঠিয়েছেন কি-না, এই মুহূর্তে বলতে পারছি না।’

তদন্ত কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘কাগজপত্র সব এখনও আসেনি। তবে চাহিদা মোতাবেক উনারা চেষ্টা করেছেন। আমি মোটামুটি পেয়েছি, যাচাই কাজ এগোনো যাবে। ভবিষ্যতে উনারা আমাদের চাহিদা অনুযায়ী বাকি কাগজপত্র জমা দেবেন। আর যার বিরুদ্ধে অভিযোগ উনাকে তার বক্তব্য বলার জন্য ডাকা হয়েছে।’

প্রসঙ্গত, ২০১৯ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রধান প্রকৌশলী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তখন এই পদের জন্য আবেদন করেন ১২ জন। তাদের মধ্যে চার জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। শেষে নিয়োগ পান হেলাল উদ্দিন। তার বাড়ি চাঁদপুর। শিক্ষক-কর্মকর্তা অনেকের অভিযোগ, আঞ্চলিক আধিপত্যের অংশ হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
বেনজীরের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধানের অগ্রগতি প্রতিবেদন চাইলেন হাইকোর্ট
কারিগরির সনদ জালিয়াতি: সদ্য সাবেক চেয়ারম্যান ডিবি কার্যালয়ে
পি কে হালদারের সহযোগী সুকুমার-অনিন্দিতার জামিন চেয়ে আবেদন
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক