X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাবি ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলার অভিযোগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২৪ মে ২০২২, ১৪:০২আপডেট : ২৪ মে ২০২২, ১৪:০২

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেছেন ছাত্রদল নেতারা। তবে হামলার কথা অস্বীকার করেছে ছাত্রলীগ।

সোমবার (২৩ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে হামলার ঘটনা ঘটে। এতে শাখা ছাত্রদলের দুই নেতা আহত হয়েছেন। তারা হলেন-ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ তাহের রহমান ও আহ্বায়ক কমিটির সদস্য জাকির রেদওয়ান।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যার হুমকি দিয়েছেন অভিযোগ তুলে গত রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রদল। এতে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ বলেন, ‌‘শেখ হাসিনা আমাদের হৃদয়ে আঘাত করেছেন। আমাদের আদর্শিক মাকে নিয়ে তিনি কটূক্তি করেছেন। তাই আমরা উত্তপ্ত। আমাদের আবেগ, আমাদের আদর্শিক মা খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করবেন না। সৎ সাহস থাকলে পারলে ছাত্রদলকে রাজনৈতিকভাবে মোকাবিলা করুন।’

ছাত্রদল সাধারণ সম্পাদকের এই বক্তব্যের ভিডিও দুপুর থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রলীগ নেতা ফেসবুকে পোস্ট করে ছাত্রদলের সাধারণ সম্পাদককে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। ক্ষমা না চাইলে যেখানে ছাত্রদল পাওয়া যাবে সেখানে উপযুক্ত জবাব দেওয়ার ঘোষণা দেন তারা।

একই ঘটনায় রাবি ক্যাম্পাসে সোমবার দুপুরে দুই ভাগে বিভক্ত ছাত্রলীগ নেতাকর্মীরা পৃথকভাবে বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে ছাত্রদল নেতাকর্মী পেলে গণধোলাইয়ের ঘোষণা দেন। কর্মসূচির দুই ঘণ্টা না যেতেই ছাত্রদল নেতাদের ওপর হামলার অভিযোগ ওঠে।

হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব সানিন চৌধুরী বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শেখ হাসিনার করা কটূক্তির প্রতিবাদে দুপুরে আমাদের বিক্ষোভ মিছিল ছিল। মিছিল শেষে আমাদের দুই ছোট ভাই ক্যাম্পাসে যায় শিট আনতে। এ সময় শহীদ সোহরাওয়ার্দী হল শাখার ছাত্রলীগ সহ-সভাপতি শাকিল ও হবিবুর রহমান ছাত্রলীগে সাংগঠনিক সম্পাদক মহারাজের নেতৃত্বে কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এতে দুই জনই গুরুতর আহত হয়েছে। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

এদিকে হামলা বিষয়টি অস্বীকার করে শাকিল ও মহারাজ বলেন, ‘ছাত্রদলের সাধারণ সম্পাদক আমাদের নেত্রীকে নিয়ে কটূক্তি করেছেন। সোমবার ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের পরিবেশ অস্থিতিশীল করার পলিকল্পনা করছিল—এমন আশঙ্কা থেকে তাদের ক্যাম্পাস থেকে বের করে দিয়েছি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হবে।’

/এসএইচ/
সম্পর্কিত
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
কমিটিতে পদ পেতে জীবনবৃত্তান্ত জমায় ফি নেওয়া যাবে না
উপজেলা নির্বাচনজেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা