X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ছাত্রীকে যৌন নির্যাতন: চবির দুই ছাত্র আজীবনের জন্য বহিষ্কার

চবি প্রতিনিধি
২৩ জুলাই ২০২২, ১৯:৩৫আপডেট : ২৩ জুলাই ২০২২, ১৯:৩৫

ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার দুই শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রশাসন। শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব হেলথ, রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বহিষ্কৃতরা হলেন ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র আজিম হোসেন ও একই শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নুরুল আবছার বাবু।

সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩৪তম সিনেট অধিবেশনে তাদের বহিষ্কার করবেন বলে জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।

আরও পড়ুন: চবি ছাত্রীকে যৌন নির্যাতন: মূলহোতাসহ গ্রেফতার ৪

সহকারী প্রক্টর ড. শহীদুল ইসলাম বলেন, ‘ডিসিপ্লিনারি কমিটির সভায় গ্রেফতারকৃত দুই শিক্ষার্থীকে আজীবনের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। পলাতকদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকলে তাদের ক্ষেত্রেও এটি কার্যকর হবে।’

তিনি বলেন, ‘জড়িতদের মধ্যে যারা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নয়, তাদেরও যেন একই শাস্তি নিশ্চিত হয় সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করা হবে। তাদের সবারই চিরদিনের জন্য বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।’

আরও পড়ুন: চবি ছাত্রীকে যৌন নির্যাতনে ৬ জন জড়িত: র‌্যাব

এর আগে গত ১৭ জুলাই রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল থেকে বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার রাস্তায় যৌন নির্যাতনের শিকার হন এক ছাত্রী। এ ঘটনায় গত বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় হাটহাজারী মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী। 

আরও পড়ুন: চবি ছাত্রীকে মারধর করে বহিরাগত শাওন, ভিডিও করে আজিম: র‍্যাব 

শুক্রবার দিবাগত রাতে অভিযুক্ত চার জনকে গ্রেফতার করে র‍্যাব। এর মধ্যে বহিরাগতরা হলেন হাটহাজারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ও ফতেহপুর ইউনিয়নের জাবেদ হোসেনের ছেলে নুর হোসেন শাওন (২২) এবং একই কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র ও ঝালকাঠি থানার আশিয়ার এলাকার আবদুল মান্নানের ছেলে মাসুদ রানা মাসুদ (২২)। শনিবার বিকালে সাইফুল নামে আরেকজনকে গ্রেফতার করেছে র‍্যাব।

/এএম/
সম্পর্কিত
রাজধানীতে মাদকদ্রব্যসহ একদিনে গ্রেফতার ২৪
তৃণমূলে দীর্ঘ হচ্ছে বহিষ্কারের তালিকা, চ্যালেঞ্জের মুখে বিএনপি
ভৈরবে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে একজন গ্রেফতার
সর্বশেষ খবর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ইউনিটের প্রথম মেধাতালিকা প্রকাশ
হার চোখ রাঙালেও সিরিজ জিতলো বাংলাদেশই
হার চোখ রাঙালেও সিরিজ জিতলো বাংলাদেশই
কাগজে হাত মুছতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
কাগজে হাত মুছতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু
‘পিস্তলে বুলেট লোড-আনলোড করে বললেন, তোর কোন পায়ে গুলি করবো বল?’
‘পিস্তলে বুলেট লোড-আনলোড করে বললেন, তোর কোন পায়ে গুলি করবো বল?’
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা