X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২৫ জুলাই ২০২২, ১২:৫৭আপডেট : ২৫ জুলাই ২০২২, ১২:৫৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (২৫ জুলাই) সকাল ৯টায় ‘সি’ ইউনিটের শিফট-১-এর পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এবারের ভর্তি পরীক্ষা।

প্রথম শিফটের পরীক্ষা শেষ হয় সকাল ১০টায়। দ্বিতীয় শিফটের পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে শেষ হয় দুপুর ১২টায়। তৃতীয় শিফটের পরীক্ষা দুপুর ১টায় শুরু হয়ে শেষ হবে দুপুর ২টায় এবং সবশেষ চতুর্থ শিফটের পরীক্ষা বিকাল সাড়ে ৩টায় শুরু হয়ে শেষ হবে বিকাল সাড়ে ৪টায়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘সি’ ইউনিটের প্রথম শিফটে ১৯ হাজার ৩৫৮ জন এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শিফটে ১৭ হাজার ৬৮৪ জন করে পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।

এদিকে পরীক্ষা কক্ষে না গেলেও কেন্দ্রগুলো ঘুরে দেখেছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। পরে ভর্তি সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। উপাচার্য বলেন, ‘ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে এখনও  কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সন্দেহভাজনদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে, তাই তারা এবার প্রশ্ন ফাঁসের গুজব ছড়াতে পারেনি। গুজব ঠেকাতে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট সদা তৎপর আছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ক্যাম্পাসে বিভিন্ন স্তরে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।’

আগামীকাল (মঙ্গলবার) ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা ‘এ' ইউনিটে পরীক্ষা দিতে পারবেন।

‘এ’ ইউনিটের প্রথম শিফটে ১৬ হাজার ৮১০ এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শিফটে ১৬ হাজার ৮০৯ জন করে পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বুধবার ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এ ভর্তিযুদ্ধ। ‘বি’ ইউনিটের প্রথম শিফটে ১৭ হাজার ৭১১, দ্বিতীয় শিফটে ১২ হাজার ৪৩৭ এবং তৃতীয় শিফটে ৮ হাজার ৪৭৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন।

/এমএএ/
সম্পর্কিত
রাবিতে সিনিয়রদের বিরুদ্ধে কয়েক জুনিয়রকে ৫ ঘণ্টা র‌্যাগিংয়ের অভিযোগ
তিন দিনের মধ্যে রাকসু নির্বাচনের ভোটার তালিকা প্রকাশসহ শিক্ষার্থীদের চার দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাইয়ের অ্যাডহক কমিটি ও নির্বাচন কমিশন গঠন
সর্বশেষ খবর
আগুনে পুড়ে গেছে রাজবাড়ীর এক ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার
আগুনে পুড়ে গেছে রাজবাড়ীর এক ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার
বায়তুল মোকাররম থেকে যমুনার পথে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা
বায়তুল মোকাররম থেকে যমুনার পথে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
বাসে উঠতে গিয়ে ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে প্রাণ গেলো দুজনের
ভারত-পাকিস্তান সংঘাতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত
ভারত-পাকিস্তান সংঘাতে অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ