X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

অবশেষে চবি শিক্ষার্থীদের বহিষ্কারে চিঠি, পৌঁছায়নি বিভাগে

চবি প্রতিনিধি
০৩ আগস্ট ২০২২, ২২:৪৩আপডেট : ০৩ আগস্ট ২০২২, ২২:৫৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় এক বছরের জন্য শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের বিষয়টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এরমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দোষী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে বিভাগকে চিঠি দিয়েছে। বুধবার (৩ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস‌এম মনিরুল হাসান চিঠিতে স্বাক্ষর করেন। তবে অফিসের সময় শেষ হয়ে যাওয়ায় কোনও বিভাগে চিঠি পাঠানো যায়নি বলে জানা গেছে।

জানা যায়, যৌন নির্যাতনের ঘটনায় বহিষ্কৃত চার শিক্ষার্থীর মধ্যে দর্শন বিভাগের দুই শিক্ষার্থী বুধবার (৩ আগস্ট) পরীক্ষায় অংশ নেয়। তবে শাস্তি ঘোষণার পর ১০ দিনেও বিভাগকে চিঠি না দেওয়ায় তারা পরীক্ষায় অংশ নিয়েছে বলে অভিযোগ ওঠে। এ নিয়ে সমালোচনা শুরুর পর বহিষ্কারের চিঠি স্বাক্ষরিত হয়। 

চিঠিতে বহিষ্কৃতদের নাম উল্লেখ করে বলা হয়, ‘বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন রাস্তায় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই ছাত্রীকে হেনস্তার অভিযোগ ওঠে। পরে তদন্তে প্রমাণিত হওয়ায় যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী অভিযুক্ত চার ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। গত ২৪ জুলাই হতে এক বছরের জন্য এ সিদ্ধান্ত বহাল থাকবে।’

এতে আরও বলা হয়, ‘বহিষ্কারাদেশ অব্যাহত থাকাকালে তারা অ্যাকাডেমিক কোনও কার্যক্রমে সশরীরে কিংবা অনলাইনে অংশগ্রহণ করতে পারবে না। বিশ্ববিদ্যালয়ের কোনও হল বা হোস্টেলে আবাসিক সুবিধা পাবে না। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত কোনও সহশিক্ষা কার্যক্রমে (কো-কারিকুলাম অ্যাক্টিভিটি) অংশ নেওয়ারও সুযোগ পাবে না। আর এ সময়ে কোনও অ্যাকাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকলেও তা বাতিল বলে গণ্য হবে।’

এছাড়া নিষেধাজ্ঞায় উল্লেখ নেই এমন কোনও পরিস্থিতির উদ্ভব হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। 

চিঠির বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস‌এম মনিরুল হাসান। তিনি বলেন, ‘প্রসিডিউরাল কারণে চিঠি ইস্যু করতে দেরি হয়েছে। তবে শাস্তিপ্রাপ্ত দুই জনের বিভাগে পরীক্ষা হবে এমনটা জানতাম না। জানার পরে এটিকে গুরুত্ব দিয়ে দ্রুততার সঙ্গে সমাধান করেছি। তবে আজকে অফিসের সময় শেষ হয়ে যাওয়ায় দোষীদের বিভাগে চিঠি পাঠানো সম্ভব হয়নি।’

প্রসঙ্গত, গত বছরের ১৬ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে সাংবাদিকতা বিভাগের দুই ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে চার শিক্ষার্থীর বিরুদ্ধে। আন্দোলনের মুখে গত ২৫ জুলাই ওই চার জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলো— আরবি বিভাগের ছাত্র মো. জুনায়েদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের রুবেল হাসান এবং দর্শন বিভাগের ইমন আহমেদ ও রাকিব হাসান রাজু। তারা সবাই ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র। তবে বুধবার (৩ আগস্ট) থেকে শুরু হওয়া দর্শন বিভাগের দ্বিতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয় ইমন ও রাকিব হাসান। এ নিয়ে ক্যাম্পাস জুড়ে সমালোচনা শুরু হয়।

 

/টিটি/ 
সম্পর্কিত
বাসের ধাক্কায় চুয়েটের ২ শিক্ষার্থী নিহত, সহপাঠীদের আলটিমেটাম
তরুণীকে শিকলে বেঁধে যৌন নির্যাতন: ভিডিও যেতো বিদেশে
এবার শিক্ষকের বিরুদ্ধে ফেসবুকে জাবি শিক্ষার্থীর যৌন হয়রানির পোস্ট
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী