X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

মারাকেশ চুক্তি অনুস্বাক্ষরের দাবি ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধীদের

ঢাবি প্রতিনিধি
২৭ আগস্ট ২০২২, ১৮:৫৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৪

বিশ্ব মেধাস্বত্ব সংস্থার মারাকেশ চুক্তিটি (Marrakesh Treaty) বাংলাদেশের অনুস্বাক্ষরের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীরা।

শনিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ইনস্টিটিউট অফ ওয়েলবিয়িং-এর ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্ররা বলেন, শিক্ষা আমাদের সবার মৌলিক অধিকার। কিন্তু দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় পড়তে আমাদের অনেক সমস্যা হয়। এরপরও আমরা যে সকল বই পড়ার জন্য ব্রেইল করি সেগুলো অনেকক্ষেত্রেই নিয়ম অনুযায়ী হয় না। মূল বইয়ের লেখকরা চাইলে আমাদের বিরুদ্ধে মেধাস্বত্ব আইনে মামলা করতে পারবেন।

‘আমরা এইচএসসি পর্যন্ত ব্রেইল করা বই পড়ে এসেছি। কিন্তু এই উচ্চ শিক্ষার জায়গায় এসে আমরা বরাবর বাধাগ্রস্ত হচ্ছি। একটি বই ব্রেইল করতে হলে সেই বইয়ের লেখকের অনুমতি নিতে হয়। সেক্ষেত্রে একটি অনুমতি পেতে পেতে আমাদের ২ থেকে ৩ মাস সময় লেগে যায়। ততদিনে আমাদের ছয় মাসের সেমিস্টার প্রায় অর্ধেক শেষ হয়ে যায়। আমরা ভালো রেজাল্ট-ই বা কীভাবে করবো? আর গুণগত শিক্ষা-ই বা কীভাবে অর্জন করবো?"

এই বিষয়ে তারা সরকারের হস্তক্ষেপ কামনা করে বলেন, সরকার আজ প্রায় ৫ বছর ধরে বলছে, চুক্তি অনুস্বাক্ষরের কাজ প্রায় হয়ে গেছে। কিন্তু আজ পাঁচ বছরেও আমরা এর কোনও ফলাফল দেখতে পাচ্ছি না। আমরা আশা রাখি— সরকার অতিদ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে, যাতে আমরা আমাদের পড়াশোনার যথাযথ মানোন্নয়ন করতে পারি এবং পড়ালেখার বিষয়ে আমাদের কোনও ধরণের ভোগান্তি পোহাতে না হয়।

এসময় তারা চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো— অতিদ্রুত সরকারকে মারাকেশ চুক্তিতে অনুস্বাক্ষর করতে হবে, মারাকেশ চুক্তির সাথে সঙ্গতি রেখে কপিরাইট আইনের পরিবর্তন আনা, মারাকেশ চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্য বাস্তব কর্মপরিকল্পনা গ্রহণ এবং এ চুক্তি বাস্তবায়নের জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ বরাদ্দ করা।

উল্লেখ্য, ২০১৩ সালের জুন মাসে বিশ্ব মেধাস্বত্ব সংস্থা মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত একটি কূটনৈতিক সম্মেলনে চুক্তিটি গ্রহণ করে। এখন পর্যন্ত এর অনুস্বাক্ষরকারী ৮৯টি দেশ রয়েছে। পার্শ্ববর্তী ভারত, নেপাল, শ্রীলঙ্কাও চুক্তিটির অনুস্বাক্ষরকারী দেশ। এ চুক্তির মাধ্যমে সম্পূর্ণ দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি, ক্ষীণ দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি এবং কোনও না কোনোভাবে পঠন প্রতিবন্ধিতার শিকার ব্যক্তির জন্য ব্রেইল, অডিও অথবা বড় হরফে বই এবং দলিলাদি মুদ্রিত করা যাবে। এক্ষেত্রে লেখকের অনুমতির প্রয়োজন হবে না। তবে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে কাজটি করতে পারবে না।

/এমএস/
সম্পর্কিত
সোমবারের মধ্যে পিএসসি সংস্কারের রোডম্যাপের দাবি
বান্দরবানে গৃহবধূকে ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
সরকার আ.লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে: প্রেস উইং
সরকার আ.লীগ নিষিদ্ধ করার দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে: প্রেস উইং
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু
আগুনে পুড়ে গেছে রাজবাড়ীর এক ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার
আগুনে পুড়ে গেছে রাজবাড়ীর এক ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার
বায়তুল মোকাররম থেকে যমুনার পথে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা
বায়তুল মোকাররম থেকে যমুনার পথে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ