X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঢাবিতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক মাইম উৎসব শুরু শুক্রবার

ঢাবি প্রতিনিধি
২০ অক্টোবর ২০২২, ২১:৫১আপডেট : ২০ অক্টোবর ২০২২, ২১:৫১

‘মূকাভিনয় আমাদের সর্বজনীন ভাষা’—স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব।

শুক্রবার (২১ অক্টোবর) শুরু হয়ে এই উৎসব চলবে ২৩ অক্টোবর পর্যন্ত। ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা) এর আয়োজন করছে।

এ উৎসবে অংশ নিচ্ছে—তুরস্ক, ইরান ও ভারতের দুইটি দল। এছাড়াও অংশ নিবে বাংলাদেশে মূকাভিনয় চর্চারত দলগুলো। সেগুলো হলো-থিয়েটার সার্কেল মুন্সীগঞ্জ, সাইলেন্ট থিয়েটার, শ্রুতি মাইম অ্যান্ড থিয়েটার, গোল্লাছুট নাট্যদল, প্যান্টোমাইম মুভমেন্ট, দ্যা মামার্স, নাট্যভূমি, মনন মাইম থিয়েটার, জলছবি মাইম থিয়েটার, মাইম আর্ট (ঢাকা), রংপুর পদাতিক,  মিরর মাইম থিয়েটার, ঢাকা মাইম থিয়েটার, মাইম ফেস, থিয়েটার মুভমেন্ট এবং নাট্যতরী।

প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে থাকবে উৎসবের মূল আয়োজন। এছাড়াও শহীদ মিনার, কার্জন হল, কলাভবন, শাহবাগসহ পুরো ক্যাম্পাসজুড়েই থাকবে পথ শো। উৎসব উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতেও প্রদর্শনী হয়েছে। তিন দিনের এ আয়োজনে থাকছে মূকাভিনয়ের ওপর কর্মশালা, সেমিনার, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে মূকাভিনয় প্রতিযোগিতা এবং পোস্টার প্রদর্শনী।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাবি সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিহির লাল সাহা, সংস্কৃত বিভাগের অধ্যাপক ড. অসীম সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড্রামা অ্যান্ড ড্রামাটিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইসরাফিল আহমেদ এবং স্বপ্নদলের প্রতিষ্ঠাতা ও মাইম ফেডারেশনের সাবেক চেয়ারম্যান জাহিদ রিপন। স্বাগত বক্তব্য দেবেন ডুমা মডারেটর ড. তপন ডি রোজারিও।

উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ.এস.এম. মাকসুদ কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আহমাদ কামরুজ্জামান মজুমদার, ঢাবি শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। এতে অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। স্বাগত বক্তব্য দেবেন ডুমার সাবেক সভাপতি শাহরিয়ার শাওন।

উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাবি যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারপারসন তাওহিদা জাহান, অধ্যাপক ড. হাকিম আরিফ এবং বাংলা কেমিক্যালের সিইও এম এস সিদ্দিকী। অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। স্বাগত বক্তব্য দেবেন তপন ডি রোজারিও।

অনুষ্ঠাগুলোতে সভাপতিত্ব করবেন ডুমা সভাপতি শাহ পরাণ শুভ্র এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক আবু সাদাত মো. সায়েম।

তিন দিনের এই উৎসবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে থাকবে দেশি-বিদেশি বিভিন্ন দলের মূকাভিনয় প্রদর্শনী। ২৩ অক্টোবর রাত ১০টায় অংশগ্রহণকারী দল এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্ত হবে আন্তর্জাতিক এ মূকাভিনয় উৎসব। প্রদর্শনীর টিকিট মূল্য ৩০ ও ৫০ টাকা।

/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
ওসির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কাজের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা