X
রবিবার, ১৫ জুন ২০২৫
১ আষাঢ় ১৪৩২

আন্তর্জাতিক মানের প্রশিক্ষণকেন্দ্র তৈরিতে জাপানের সহযোগিতা চেয়েছেন বাণিজ্য উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১১ মে ২০২৫, ১৬:২৭আপডেট : ১১ মে ২০২৫, ১৭:৪৪

বাণিজ্য, বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাংলাদেশের মোট জনসংখ্যার বৃহৎ অংশ তরুণ—যাদের বয়স ১৬-৩০ বছরের মধ্যে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষ ও যোগ্য জনশক্তিতে রূপান্তর করে জাপানের শ্রম বাজারে পাঠাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে জাপানি ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এসময় বাংলাদেশে আরও কারিগরি প্রশিক্ষণকেন্দ্র তৈরি ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দানের সুযোগ তৈরিতে জাপান সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

রবিবার (১১ মে ) দুপুরে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ওগুশি মাসাকি বৈঠক করেছেন। ওয়ার্ল্ড এক্সপো ২০২৫-এর ভেন্যুর জাপান প্যাভিলিয়নে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা এবং সহযোগিতার ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসময় বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ জাপানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় করতে আগ্রহী। দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে ইতোমধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (এপিএ) সইয়ের জন্য পঞ্চম রাউন্ডের আলোচনা ফলপ্রসূভাবে শেষ হয়েছে।

জাপানের প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক দৃঢ় করতে জাপান সরকার অঙ্গীকারবদ্ধ। অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বাস্তবায়নে দুদেশের মধ্যে যেসব মতপার্থক্য রয়েছে— আলোচনার মাধ্যমে দূর করে দ্রুত সময়ের মধ্যেই তা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। 

বাণিজ্য উপদেষ্টা বলেন, জাপানের মিতসুবিশি করপোরেশন ইতোমধ্যে বাংলাদেশে সার কারখানায় বিনিয়োগ করেছে—যা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এসময় তিনি বাংলাদেশে আরও বেশি জাপানি বিনিয়োগের জন্য জাপান সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান।

জাপানের প্রতিমন্ত্রী ওগুশি মাসাকি বলেন, জাপানে দক্ষ শ্রমিকের খুব প্রয়োজন। বাংলাদেশের দক্ষ জনশক্তি এ দেশের শ্রমবাজারে আসলে বাণিজ্যের একটি নতুন দিক উন্মোচন হতে পারে—যা দুদেশের জন্যই সুখকর হবে। এসময় তিনি দক্ষ জনশক্তি তৈরিতে জাপানের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী, জাপানের ট্রেড পলিসি ব্যুরোর দক্ষিণ পশ্চিম এশিয়া বিষয়ক পরিচালক শিমানো তোশিয়ুকি, ট্রেড পলিসি ব্যুরোর ইকোনমিক পার্টনারশিপ ডিভিশনের পরিচালক উচিনো হিরুতো এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর মোরারজী দেশাই বর্মনসহ বাংলাদেশ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

/এসআই/এমকেএইচ/এমওএফ/
সম্পর্কিত
চামড়ার দাম কম, বিষয়টি সঠিক নয়: বাণিজ্য উপদেষ্টা
চামড়া শিল্পে গত ১৫ বছরে ব্যাপক নৈরাজ্য হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
বেঁধে দেওয়া দামেই বিক্রি হচ্ছে কোরবানির পশুর চামড়া: বাণিজ্য উপদেষ্টা
সর্বশেষ খবর
ইতিহাস গড়‌লেন বাংলা‌দেশি ‘ওয়ারিয়র প্রিন্সেস’ রুকসানা
ইতিহাস গড়‌লেন বাংলা‌দেশি ‘ওয়ারিয়র প্রিন্সেস’ রুকসানা
টানা ১০ দিন ছুটি শেষে বেনাপোল বন্দরের কার্যক্রম শুরু
টানা ১০ দিন ছুটি শেষে বেনাপোল বন্দরের কার্যক্রম শুরু
বিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে উৎপাদন আংশিক স্থগিত
ইরানে ইসরায়েলি হামলাবিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্রে উৎপাদন আংশিক স্থগিত
ইসরায়েল-ইরান সংঘাতে তেহরানেই আটকা ইন্টার মিলান ফুটবলার 
ইসরায়েল-ইরান সংঘাতে তেহরানেই আটকা ইন্টার মিলান ফুটবলার 
সর্বাধিক পঠিত
এত বড় জাহাজ এর আগে মোংলায় আসেনি
এত বড় জাহাজ এর আগে মোংলায় আসেনি
পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন গ্রেফতার
পর্যটকের মৃত্যুর ঘটনায় ট্যুর এক্সপার্ট গ্রুপের অ্যাডমিন গ্রেফতার
আবারও বেড়েছে স্বর্ণের দাম
আবারও বেড়েছে স্বর্ণের দাম
ফেনীতে চিকিৎসকের চেম্বার ভাঙচুর-লুটপাট করলেন যুবদল নেতা
ফেনীতে চিকিৎসকের চেম্বার ভাঙচুর-লুটপাট করলেন যুবদল নেতা
সারা দেশে একদিনে গ্রেফতার ১৪৫২
সারা দেশে একদিনে গ্রেফতার ১৪৫২