X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

জাবি প্রাঙ্গণ যেন এক টুকরো আর্জেন্টিনা

জাবি প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২২, ০৩:০০আপডেট : ১৯ ডিসেম্বর ২০২২, ০৩:০০

অবশেষে দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের খরা কাটলো আর্জেন্টিনার। ফাইনালে নানা নাটকীয়তার পর অবশেষে টাইব্রেকারে ৪-২ গোলে জয় লাভ করে আর্জেন্টিনা। এরই মাধ্যমে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসরের বিজয়ীর খাতায় নাম লেখালো আর্জেন্টিনা। মেসির হাতে উঠলো সোনালি ট্রফি।

এর আগে রবিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় কাতারের দোহায় লুসাইল স্টেডিয়ামে শুরু হয় এবারের আসরের ফাইনাল ম্যাচ। খেলার প্রথমার্ধে মেসি ও ডি মারিয়ার গোলে ২-০ তে এগিয়ে ছিল আর্জেন্টিনা। এর ধারাবাহিকতা বজায় ছিল দ্বিতীয়ার্ধের ৩৩ মিনিট পর্যন্ত। তবে শেষ রক্ষা হয়নি। খেলার ৭৮ মিনিটের পর এমবাপ্পের জোড়া গোলে ম্যাচ সমতায় আনে ফ্রান্স। এর মাধ্যমে ২-২ গোলে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয়।

জাবি প্রাঙ্গণ যেন এক টুকরো আর্জেন্টিনা

নির্ধারিত ৯০ মিনিটের পর আবার অতিরিক্ত ৩০ মিনিটের খেলায় মাঠে নামে আর্জেন্টিনা ও ফ্রান্স। অতিরিক্ত সময়ের প্রথমার্ধে মেসি ম্যাজিকে ৩-২ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরক্ষণেই দ্বিতীয়ার্ধে পাল্টে যায় ফলাফল। আবারও এমবাপ্পের গোলে ৩-৩-এ সমতায় আসে ফলাফল। এই গোলের মাধ্যমে এবারের আসরে ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক করেন এমবাপ্পে।

অতিরিক্ত সময়ের পর খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-২ গোলে জয়লাভ করে এবারের আসরের বিজয়ীর খাতায় নাম লেখায় আর্জেন্টিনা।

এদিকে কাতার বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার বিজয়ে আনন্দে উচ্ছ্বসিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমর্থকরা। জয়ের আনন্দে একে অপরকে শুভেচ্ছা জানাতে ব্যস্ত তারা। কেউ কেউ আনন্দে একে অপরকে জড়িয়ে ধরছেন। আবার কারও চোখ বেয়ে গড়িয়ে পড়ছে আনন্দের অশ্রু। দেখে মনে হয়, এই জয় শুধু আর্জেন্টিনার একার নয়, জাবির হাজার হাজার সমর্থকের।

এ সময় বিজয় উদযাপনে সমর্থকরা ‘মেসি মেসি’, ‘আর্জেন্টিনা আর্জেন্টিনা’ স্লোগানে মাতিয়ে তোলেন পুরো ক্যাম্পাস। ভুভুজেলা বাজিয়ে প্রকাশ করেন আনন্দানুভূতি। এই জোয়ার বয়ে যায় একটু বেশি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) সংলগ্ন এলাকায় ও বটতলায়। এই দুটি স্থানে বড় পর্দায় খেলা দেখানোর কারণে দর্শক সমাগম বেশি।

আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী রবিউল সানি। নিজের অনুভূতি জানাতে গিয়ে বলেন, খেলা শুরু থেকে আর্জেন্টিনার নিয়ন্ত্রণেই ছিল। শেষ দিকে এসে বিপত্তি ঘটে গেল। যাহোক, অবশেষে জিতেছে। দীর্ঘ অপেক্ষার অবসান হলো। এই বিশ্বকাপটা আর্জেন্টিনা ডিজার্ভ করেছিল; জিতেছে, এর চেয়ে আনন্দের কিছু নেই।

একই বিভাগের আরেক শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, সারাজীবন বলে বেড়ানোর মতো একটা জয় পেয়েছে আর্জেন্টিনা। এই জয়ের ধারাবাহিকতা ভবিষ্যতে বজায় থাকুক। মেসির হাতে বিশ্বকাপ দেখে অনেক খুশি লাগছে।

/এনএআর/
সম্পর্কিত
জাবিতে অছাত্রদের হল ত্যাগের বেঁধে দেওয়া সময় শেষ হচ্ছে আজ
জাবিতে প্রাণিবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগে শর্ত শিথিলের অভিযোগ
যেভাবে ৫ টাকায় ৩৫০ কিমি পথ পাড়ি দিলেন জাবি শিক্ষার্থী
সর্বশেষ খবর
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
ভাগ্নিকে শায়েস্তা করতে নাতিকে হত্যা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
৫ বছর বন্ধ সুন্দরবন টেক্সটাইল, সংকটে শ্রমিকরা
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল আজ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৪)
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া