X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

রাবির চারুকলা অনুষদের ব্যবহারিক পরীক্ষার যন্ত্রপাতি চুরি

রাবি প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০২২, ২২:৫৯আপডেট : ২৪ ডিসেম্বর ২০২২, ২২:৫৯

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের ব্যবহারিক কক্ষ থেকে অর্ধলক্ষাধিক টাকার যন্ত্রপাতি চুরির ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন একাডেমিক ভবনের ব্যবহারিক কক্ষে এ ঘটনা ঘটে। 

গত বৃহস্পতিবার দিবাগত রাতে চুরির ঘটনা ঘটলেও শনিবার (২৪) সকালে বিষয়টি জানাজানি হয়। চুরি হওয়া যন্ত্রপাতি অনুষদের গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের কারুশিল্প ডিসিপ্লিনের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের।

ভুক্তভোগী শিক্ষার্থীরা জানান, তাদের মাস্টার্স ফাইনাল পরীক্ষা চলছে। গত বৃহস্পতিবার তারা পরীক্ষা দিয়ে সবকিছু ঠিকঠাক রেখে চলে যান। শনিবার সকালে তাদের ‘উড ক্লাজ’ বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে এসে তারা দেখেন কক্ষের তালা ভাঙা। রুমে ঢুকে দেখতে পান তাদের কেনা দুটি ড্রিল মেশিন, ছয়টি জিস্কো মেশিন, আটটি গ্রান্ডার মেশিন নেই। এছাড়া সাতটি হাতুড়ি, সাতটি গ্যাসের ছোট স্প্রে-মেশিন পাওয়া যাচ্ছে না।

শিক্ষার্থীরা আরও জানান, প্রায় ১৬টি বিভিন্ন দামের মেশিন চুরি হয়েছে। যেগুলোর প্রতিটির মূল্য আড়াই থেকে চার হাজার টাকা পর্যন্ত। তাদের পরীক্ষার জন্য কেনা প্রায় ৬০ হাজার টাকার যন্ত্রপাতি চুরি হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, শুক্রবার ভবনের নৈশপ্রহরীরা বুঝতে পারেন রুমের তালা ভাঙা। কিন্তু তারা আমাদের জানাননি। আমারা পরীক্ষা দিতে এসে দেখি যন্ত্রপাতি নেই। এখানে নৈশপ্রহরীদের দায়িত্বে অবহেলা রয়েছে।

তবে নৈশপ্রহরীরা কেউ দায় নিতে চাচ্ছেন না। একে অপরের ওপর দোষ চাপাচ্ছেন। খোঁজ নিয়ে জানা যায়, এই ভবনে তিন শিফটে মোট চার জন প্রহরী পাহারা দেন। তাদের মধ্যে রাত ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত দুজন, সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একজন এবং বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত একজন পাহারা দেন। যন্ত্রপাতি কখন ও কীভাবে চুরি হয়েছে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান প্রহরীরা।

এ ব্যাপারে গ্রাফিক্স ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক টিএনএম নুরুল মোদ্দাসের চৌধুরী বলেন, ‌‘পরীক্ষা যথারীতি চলবে। বিভাগের পক্ষ থেকে এ ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘এ বিষয়ে সংশ্লিষ্ট বিভাগ ব্যবস্থা গ্রহণ করবে। আর নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরীদের দায়িত্বে অবহেলা ছিল কিনা এ বিষয়টি খতিয়ে দেখা হবে।’

/এএম/
সম্পর্কিত
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
প্রতিদিন খোয়া যাচ্ছে সহস্রাধিক মোবাইল, উদ্ধারে আগ্রহ কম পুলিশের
সর্বশেষ খবর
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা