X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে জাতির পিতার প্রত্যাবর্তন ছিল প্রেরণা ও নির্ভরতা

জাবি প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৩, ২০:৫০আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২০:৫০

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আনন্দ র‍্যালি করেছে শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে আনন্দ র‍্যালি শুরু হয়। পরে র‍্যালিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে এসে শেষ হয়। র‍্যালি শেষে হলের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, ‘যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে জাতির পিতার প্রত্যাবর্তন ছিল প্রেরণা, নির্ভরতা ও বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষার আলোক শিখা। মুক্তিকামী জনতার স্বাধীনতা যুদ্ধের দীর্ঘ সংগ্রামে ত্যাগ-তিতিক্ষার পর তিনি আবারও হাতে তুলে নেন দেশ গড়ার দায়িত্ব। বাংলার অসহায়-মেহনতি মানুষের সামাজিক ও অর্থনৈতিক মুক্তির নতুন লড়াইয়ে তিনি লড়েছেন আমৃত্যু।’

হাবিবুর রহমান লিটন আরও বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে স্মার্ট বাংলাদেশের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। স্মার্ট বাংলাদেশ গড়তে আমাদের স্মার্ট কর্মী দরকার। স্মার্ট কর্মীরাই আগামীর স্মার্ট বাংলাদেশ তৈরি করবে।’

এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল বলেন, ‘আজকের এই দিনে জাতির পিতা বাংলার মাটিতে ফিরে এসে স্বাধীনতাকে পূর্ণতা দিয়েছিলেন। তিনি বাংলার মানুষকে স্বাধীন, সুখী ও সমৃদ্ধ করার জন্য কাজ করে গেছেন। পাকিস্তানি প্রেতাত্মাদের দাঁতভাঙা জবাবের জন্য ডাক দিয়েছিলেন মুক্তিযুদ্ধের। বাংলার মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে বঙ্গবন্ধুকন্যা কাজ করে যাচ্ছেন। অথচ তাকে ২১ বারের বেশি হত্যার চেষ্টা করা হয়েছে। যারা এই চেষ্টা করেছে তাদের সহ্য করবে না ছাত্রলীগ। স্বাধীন এদেশে কোনও ধরনের অপরাজনীতির চেষ্টা করা হলে দাঁতভাঙা জবাব দেবে ছাত্রলীগ।’

সমাবেশে শাখা ছাত্রলীগের বিভিন্ন হল ইউনিটের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
ছাত্রলীগের আরেক কেন্দ্রীয় নেতা গ্রেফতার
নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সোবায়েল গ্রেফতার
সর্বশেষ খবর
আপিলের জন্য ডা. জুবাইদার ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করলেন হাইকোর্ট
আপিলের জন্য ডা. জুবাইদার ৫৮৭ দিনের বিলম্ব মার্জনা করলেন হাইকোর্ট
এক মোটরসাইকেলে ৪ জন, বাসের ধাক্কায় প্রাণ গেলো মা-মেয়েসহ তিন জনের
এক মোটরসাইকেলে ৪ জন, বাসের ধাক্কায় প্রাণ গেলো মা-মেয়েসহ তিন জনের
ঢাকা ও পার্শ্ববর্তী সেনা ক্যাম্পগুলোর হালনাগাদ নম্বরে যোগাযোগের অনুরোধ 
ঢাকা ও পার্শ্ববর্তী সেনা ক্যাম্পগুলোর হালনাগাদ নম্বরে যোগাযোগের অনুরোধ 
আইপিএল খেলতে অনাগ্রহীদের পাশে থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়া
আইপিএল খেলতে অনাগ্রহীদের পাশে থাকবে ক্রিকেট অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়