X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

‘ইতিহাস লিখছি, জীবিত অবস্থায় প্রকাশ করলে মেরে ফেলবে’

জাবি প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৩, ১৮:১১আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ১৮:১১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অধ্যাপক ফারজানা ইসলাম উপাচার্যের দায়িত্বে থাকাকালীন তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে বই লেখা শুরু করেছেন। তবে জীবিত অবস্থায় বইটি প্রকাশ করলে তিনিসহ তার ছেলেকে মেরে ফেলা হবে বলে আশঙ্কা করছেন তিনি।

বুধবার (২৫ জানুয়ারি) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে ভোট দিতে এসে সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে এসব কথা বলেন দেশের প্রথম এই নারী উপাচার্য।

এসময় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনকে ইঙ্গিত করে তিনি বলেন, 'ইতিহাস অন্য রকম। এখন আমি সেই ইতিহাস লিখছি। আমার জীবদ্দশায় আসবে না। লিখে এমন জায়গায় বস্তাবন্দি করে রাখবো যে কেউ পাবে না। আমার জীবদ্দশায় হলে এরা আমাকে তো মারবেই, আমার ছেলেকে শুদ্ধ মারবে।'

ফারজানা ইসলাম বলেন, ‘আমি তো এবার ধরবো। আমার সময় কেন এতো আন্দোলন হলো? প্যানেল নির্বাচনে নির্বাচিত হয়ে উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছিলাম। আমার অভিষেক অনুষ্ঠানের দিন কেন গুলি ফুটানো হলো? সেসময় আমার কী দোষ ছিল। আমি কী এতোই খারাপ ছিলাম?'

সমাবর্তনের বিষয়ে সাবেক এই উপাচার্য আক্ষেপ করে বলেন, 'সমাবর্তন প্রতি বছর হওয়া উচিত। আমি এর আগেও এটা বলেছি। কিন্তু আমার সময় বিশ্ববিদ্যালয় জুড়ে অস্থিতিশীল পরিবেশ ছিল। আমার সময় এত আন্দোলন কেন হয়েছে? এটার কারণ সাংবাদিকেরা বের করতে পারলে তারা সার্থক হবে। এখন একবেলা আন্দোলন হয় না। তখন প্রো-ভিসিরাও আমাকে প্রোটেক্ট করেনি৷ আমি কী এতোই খারাপ ছিলাম?’

তিনি বলেন, 'প্রক্টর আমাকে সেসময় রক্ষা করেনি কিন্তু বর্তমান প্রশাসনকে রক্ষা করে যাচ্ছেন। বর্তমান প্রশাসন কীভাবে এসেছিল? প্রো-ভিসি কীভাবে হয়েছেন তিনি। তিনি ভিসি হওয়ার সময় আমি কী তার জন্য সুপারিশ করিনি?'

তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্তের ব্যাপারে তিনি বলেন, 'দুদক তদন্ত করেছে না কে করেছে? কোন সে দিল আফরোজা বেগম (ইউজিসি সদস্য) কী বলেছে—সেসব আমার কানে এসেছে। উনি তো আমাদের সবকিছুতেই বাধা দেন। দর্শন বিভাগে ৬ জন শিক্ষক নিয়োগের বোর্ডটাকে তিনি বাধা দিয়েছিলেন নিয়মকানুন জানেন না বলে। আমরা হাইকোর্টে আপিল করে সেটা ছাড় পাই। সবসময় যে ইউজিসির মেম্বাররা আমাদের চেয়ে বেশি জানেন এটা নয়। তারা এখানে পড়ান না। পাবলিক ইউনিভার্সিটির স্ট্যাটিউটগুলোর কিছু জানেনই না।'

উন্নয়ন প্রকল্পের দুই কোটি টাকা ঈদ সালামির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যে টাকা ছাড় হয়নি সেটা আমি কীভাবে খরচ করে ফেললাম? এটা বলা ঠিক না। এটা যদি আমার সময়ে কেউ করে থাকে— কাউকে খুশি করতে এর দায়-দায়িত্ব আমি নিবো না।’

শিক্ষা বিভাগের অডিট নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘অডিটের প্রশ্নটিই অবান্তর। এর উত্তর তারা যেভাবে দিয়েছে আমি মনে করি সেটাই জাস্টিফাইড।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকদের দুইটি অংশ এক হওয়ার বিষয়ে তিনি বলেন, 'দু’টি অংশ ভেতরে ভেতরে এক ছিল। এখন প্রকাশ্যে এক হওয়ার অনুমতি পেয়েছে; অনেক সময় নেতৃস্থানীয় ব্যক্তিরা হয়তো অনুমতি দেন না বলে এক হতে পারে না। কিন্তু আদর্শগত দিক থেকে তো আগে থেকেই এক ছিল। এখন একটা সুযোগ হয়েছে এক হওয়ার—এটা ভালো।'

উল্লেখ্য, ২০১৪ সালের ২০ ফেব্রুয়ারি উপাচার্য প্যানেল নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোট পান অধ্যাপক ফারজানা ইসলাম। এরপর ২ মার্চ বিশ্ববিদ্যালয়ের আচার্য ও  রাষ্ট্রপতির আদেশে দেশের প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পান তিনি। প্রথম মেয়াদে দায়িত্ব পালনের পর ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি আচার্যের নির্বাহী আদেশে দ্বিতীয় মেয়াদে নিয়োগ পান ফারজানা ইসলাম। গত বছরের ১ মার্চ তার মেয়াদ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপ-উপাচার্য (শিক্ষা) ও বর্তমান উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলমকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়।

/এমএস/
সম্পর্কিত
জাকসুর তফশিল ঘোষণা, ভোট গ্রহণ ৩১ জুলাই
নিহত ছাত্রলীগ নেতাকেও বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা আজ
সর্বশেষ খবর
এনবিআর কর্মকর্তাদের ৩ দিনের কলম বিরতির ঘোষণা
এনবিআর কর্মকর্তাদের ৩ দিনের কলম বিরতির ঘোষণা
অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল, এদের পেছনে জনসমর্থন নেই: হাফিজ উদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকার মানেই দুর্বল, এদের পেছনে জনসমর্থন নেই: হাফিজ উদ্দিন আহমেদ
রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে আমরা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী
রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে আমরা ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি: রিজভী
৭৮তম কান উৎসব: নগ্নতা, শুল্ক, যুদ্ধ এবং ‘আলী’
কান উৎসব ২০২৫৭৮তম কান উৎসব: নগ্নতা, শুল্ক, যুদ্ধ এবং ‘আলী’
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
স্বর্ণের দাম আবার কমলো
স্বর্ণের দাম আবার কমলো
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
সুস্থ তটিনী, তবে শুটিংয়ে ফেরার মতো নয়
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি