X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

হল উদ্বোধনের আগেই পছন্দমতো রুম দখলের হিড়িক

জাবি প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০২৩, ২০:২৪আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ২০:২৭

উদ্বোধনের আগেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবনির্মিত ২১ নম্বর আবাসিক হলের কক্ষগুলোতে তালা ঝুলিয়ে দিচ্ছে ছাত্ররা।

জানা যায়, ৩১ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের (৫১ ব্যাচ) ক্লাস শুরু হবে। ক্লাস শুরুর আগেই ছাত্রীদের ১৮ নং হল ও ছাত্রদের ২১ নং হল চালু করে দেওয়ার জোর চেষ্টা চালাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এজন্য গত ২৩ জানুয়ারি নতুন হল দুটির চাবি বুঝে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এদিকে নতুন হল চালু করে দেওয়া হবে জানতে পেরে নিজেদের পছন্দমতো রুম দখলে নিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের ছাত্ররা হলের রুমগুলোতে তালা লাগিয়ে দিচ্ছেন।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সরেজমিনে ছাত্রদের হলে গিয়ে দেখা যায়, ছাত্ররা বিভিন্ন তলায় ঘুরে ঘুরে সুবিধামতো রুম বেছে নিয়ে তালা লাগিয়ে দিয়েছেন। কেউ কেউ তালা দেওয়ার পাশাপাশি দরজায় কাগজ সাটিয়ে নিজেদের নাম ও মোবাইল নাম্বার লিখে রেখেছেন।

এ বিষয়ে নাম-পরিচয় প্রদানে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন,‘আমার অ্যালট দেওয়া হয়েছে এই হলে। সবাই এসে রুম বেছে নিয়ে তালা দিচ্ছে শুনে আমিও এসেছি যাতে একটা ভাল রুম পেতে পারি।’

ছাত্রদের হলের সপ্তম তলার একাধিক রুমের দরজায় নাম-নাম্বারসহ কাগজ সাটানো দেখতে পাওয়া যায়। সেখানে লেখা ছিল 'যে কোনও প্রয়োজনে কল করুন'। কাগজে দেওয়া একটি নাম্বারে কল দিয়ে জানা যায়—তিনি ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির দ্বিতীয় বর্ষের ছাত্র। এই হলে অ্যালট পেয়েছেন। অনুমতি না দেওয়া সত্ত্বেও তালা দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, 'অনেককে হলের রুমে তালা দিতে দেখে আমরাও গিয়ে তালা মেরে আসি। যেহেতু সবাই তালা দিচ্ছে তাই নিজেদের রুম না পাওয়ার আশঙ্কায় তালা দিয়েছি। আমাদের সঠিক প্রসেস জানা ছিল না। এটি আমার ভুল হয়েছে।'

শিক্ষার্থীদের হলে উঠার জন্য কোনও নির্দেশনা দেওয়া হয়েছে কিনা জানতে চাইলে ২১ নং হলের নবনিযুক্ত প্রাধ্যক্ষ পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহযোগী অধ্যাপক তাজউদ্দিন সিকদার বলেন, ‘বিষয়টি আমি অবগত হয়েছি। কাউকে এখনও আলাদা করে রুম দেওয়া হয়নি। কীভাবে কী করা হবে এসব বিষয়ে রবিবার সিদ্ধান্ত নিবো। তারপরেই শিক্ষার্থীরা হলে উঠতে পারবে।’

হলে তো এখনও কোনও কর্মচারী নিয়োগ দেওয়া হয়নি তাহলে শিক্ষার্থীরা উঠলে তা পরিচালনা করবেন কীভাবে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন হল থেকে কিছু কর্মচারীকে নতুন হলে স্থানান্তরিত করা হয়েছে। তারা অস্থায়ী ভিত্তিতে কাজ করবেন। এ নিয়ে অফিস আদেশ এসেছে। ছুটির দিন হওয়ায় তারা কাজে যোগদান করতে পারেনি।'

/এমএস/
সম্পর্কিত
জাকসুর তফশিল ঘোষণা, ভোট গ্রহণ ৩১ জুলাই
নিহত ছাত্রলীগ নেতাকেও বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা আজ
সর্বশেষ খবর
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
কালুরঘাটে হচ্ছে নতুন সেতু, ভিত্তিপ্রস্তরে থাকছে না প্রধান উপদেষ্টার নাম
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি