X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক হলের ক্যাফেটেরিয়ায় তালা দিলো ছাত্রলীগ

চবি প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৩, ১৮:৫২আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৮:৫২

পচা, বাসি ও ময়লা খাবার পরিবেশন করার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সোহরাওয়ার্দী হলের ক্যাফেটেরিয়ায় তালা দিয়েছে শাখা ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা। রবিবার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে দেড় ঘণ্টার মতো তালা ঝুলিয়ে রাখেন তারা।

শাখা ছাত্রলীগের উপ-শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আফ্রিদি রহমান মিঠুর অভিযোগ, ক্যাফেটেরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছিল। বহুদিন ধরেই তারা পচা ও বাসি খাবার পরিবেশন করে আসছে।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দীর্ঘদিন ধরে অভিযোগ শুনে আসছিলাম সোহরাওয়ার্দী ক্যাফেটেরিয়ার বিরুদ্ধে। তাই আজ দেড়টার দিকে যাচাই করতে গিয়ে দেখি, পরিবেশ খুবই অস্বাস্থ্যকর। একজনের খাওয়ার পরে প্লেটগুলো ভালোভাবে ধোয়া হয় না। আশপাশে সব অপরিচ্ছন্ন। তখন আমরা তালা দিয়ে দেই।’

এই নেতা আরও বলেন, ‘কিছুক্ষণ পর আমরা আবার ক্যাফেটেরিয়া যাই। চাবি দিয়ে দেই তাদেরকে। কিন্তু এ সময় ফ্রিজ খুলে দেখি সেখানে অনেক দিন আগের খিচুড়ি, মাছ-মাংস ছিল। কাঁচা মাছ-মাংস আর রান্না তরকারি সব পাশাপাশি রাখা হচ্ছে। এরপর সঙ্গে সঙ্গে ক্যাফেটেরিয়ায় তালা ঝুলিয়ে দেই। পরে ৩টার দিকে খুলেছি। প্রভোস্ট ও প্রশাসন বরাবর কালকে অভিযোগ দেবো।’

সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট শিপক কৃষ্ণ দেবনাথ বলেন, ‘ছাত্ররা তালা দিয়েছিল, আবার খুলে দিয়েছে। তাদের সাথে বসবো। বসে সিদ্ধান্ত নেবো।’

এ বিষয়ে ক্যাফেটেরিয়া ম্যানেজার ইসমাইল হোসেনের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত বছরের ১ সেপ্টেম্বর একই ক্যাফেটেরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগে তালা ঝুলিয়েছিল শাখা ছাত্রলীগের আরেক অংশের নেতাকর্মীরা। পরে হল প্রভোস্ট শিপক কৃষ্ণ দেবনাথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ক্যাফেটেরিয়া পরিষ্কার করার নির্দেশে খুলে দেওয়া হয়। এরও আগে ৭ আগস্ট  অপরিচ্ছন্ন পরিবেশে খাবার পরিবেশনের প্রমাণ পায় হল কর্তৃপক্ষ।

/এফআর/
সম্পর্কিত
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
কমিটিতে পদ পেতে জীবনবৃত্তান্ত জমায় ফি নেওয়া যাবে না
উপজেলা নির্বাচনজেলা আ.লীগ সম্পাদকের প্রতিদ্বন্দ্বী সভাপতির ছেলে, আছেন ছাত্রলীগ সম্পাদকও
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা