X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম উদ্বোধনের আগেই ভাড়া

তৌসিফ কাইয়ুম, রাবি
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:৩৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কাজী নজরুল ইসলাম মিলনায়তনের আধুনিকায়নের কাজ শেষ হয়েছে। তবে উদ্বোধন না করেই অডিটরিয়ামে প্রোগ্রাম করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া প্রোগ্রামের অনুমতি দিয়েছে দুটি বিভাগকে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। 

ঠিকাদার বলছেন, ছাড়পত্র না দিয়ে অনুষ্ঠানের অনুমতি দেওয়ার বিষয়ে আপত্তি জানিয়েছিলেন। কিন্তু প্রশাসন তা আমলে নেয়নি। 

প্রশাসনের কর্মকর্তারা বলছেন, অনটেস্ট হিসেবে ব্যবহার করে দেখছেন। এছাড়া ঠিকাদারি প্রতিষ্ঠানের আপত্তির বিষয়েও তারা অবগত নন।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দফতর সূত্রে জানা যায়, ২০১৭ সালে বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামোগত উন্নয়নের জন্য ৩৬৩ কোটি টাকার প্রকল্প পাস হয়। পরে বাজেট সংশোধিত হয়ে ২০১৯ সালে ৫১০ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পের আওতায় ছিল বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সংস্কারকাজ। যার নির্মাণব্যয় ধরা হয়েছিল ১৬ কোটি টাকা। দুই ভাগে বিভক্ত কাজটির এসি ও অ্যাকুস্টিকের কাজ পায় ঢাকা প্রিমিয়ার ইঞ্জিনিয়ারিং লিমিটেড। যার নির্মাণব্যয় ছিল ৯ কোটি ১৭ লাখ টাকা। এরই মধ্যে কাজ শেষ হয়েছে। এছাড়া সিভিল অংশের জন্য ব্যয় ধরা হয়েছে ছয় কোটি টাকা। যার মধ্যে রয়েছে কাচের জানালা, উন্নতমানের টাইলস, উন্নতমানের চেয়ার, হাই-কোয়ালিটি মঞ্চ, উন্নতমানের সোফাসহ বিভিন্ন সরঞ্জাম। এরই মধ্যে সিভিল অংশের কাজও শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান হোসেন এন্টারপ্রাইজ।

প্রকল্পের আওতায় ছিল বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সংস্কারকাজ

তবে দুই ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে কাজ বুঝে নেওয়ার আগেই অডিটরিয়ামে প্রোগ্রাম করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া প্রোগ্রামের অনুমতি দিয়েছে দুটি বিভাগকে। গত ২৯ জানুয়ারি শিক্ষামন্ত্রীকে নিয়ে অডিটরিয়ামে বঙ্গবন্ধু স্বর্ণপদক অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত ৩ ও ৪ ফেব্রুয়ারি অডিটরিয়ামে পুনর্মিলনী অনুষ্ঠান করে ফাইন্যান্স ও মনোবিজ্ঞান বিভাগ।

বিষয়টি নিয়ে অসহায়ত্ব প্রকাশ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। হোসেন এন্টাপ্রাইজের কাজটি স্থানীয়ভাবে দেখভাল করছেন বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলার বাসিন্দা মমতাজ উদ্দীন ডন। 

তিনি বলেন, ‌‘আমাদের সিভিলের কাজ শেষ হয়েছে। তবে পরিকল্পনা ও উন্নয়ন দফতর এখনও পুরোপুরিভাবে বুঝে নেয়নি। অথচ তারা বড় বড় প্রোগ্রাম করছে। বিষয়টি নিয়ে আমরা আপত্তি জানিয়েছি। কেননা এখন কোনও কিছু নষ্ট হলে তার ক্ষতিপূরণ আমাদের বহন করতে হবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের আপত্তির বিষয়টি গ্রাহ্য করেনি। ব্যবসা করি বলে কিছু বলতেও পারছি না।’

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দফতরের পরিচালক প্রকৌশলী খন্দকার শাহরিয়ার বলেন, ‘আমরা এখনও অডিটরিয়ামের কাজ বুঝে পাইনি। অথচ এখানে কয়েকটি প্রোগ্রাম হচ্ছে। বিষয়টি নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান আপত্তি জানিয়েছে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন জানে। কেন উদ্বোধনের আগেই এভাবে অনুষ্ঠানের অনুমতি দিচ্ছে তা বুঝতেছি না।’

কাজী নজরুল ইসলাম অডিটরিয়াম দেখভালের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) পরিচালকের। উদ্বোধনের আগে প্রোগ্রামের অনুমতির বিষয়ে টিএসসিসির পরিচালক অধ্যাপক আরিফ হায়দার বলেন, ‘অডিটরিয়াম রিনোভেশনের কাজ চলছে। এটি এখন বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে। আমি কাউকে প্রোগ্রামের অনুমতি দিইনি।’

অডিটরিয়ামে প্রোগ্রামের জন্য দুটি বিভাগকে অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

উদ্বোধনের আগে অনুষ্ঠানের অনুমতির বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, ‘গত ২৯ ডিসেম্বরের অনুষ্ঠানটি আমরা অনটেস্ট হিসেবে নিয়েছিলাম। সবকিছু ঠিক আছে কিনা দেখার জন্য। কিন্তু পরবর্তী দুটি বিভাগকে অনুমতি দেওয়ার বিষয়টি উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর জানেন।’

ঠিকাদারদের আপত্তির বিষয়টি অবগত নই জানিয়ে উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা শিক্ষামন্ত্রীর শিডিউল পাওয়ার পর পর্যাপ্ত একোমোডেশনের জন্য স্থান পাচ্ছিলাম না। তখন বাধ্য হয়ে অডিটরিয়াম ব্যবহার করি। পরবর্তীতে দুটি বিভাগের অ্যালামনাই প্রোগ্রামের জন্য একোমোডেশন না পাওয়ায় অডিটরিয়াম ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বেনাপোলে দুদকের অভিযান
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না মঙ্গল শোভাযাত্রা, হবে ‘কালবৈশাখী’ অনুষ্ঠান
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!