X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২
ঢাকা কলেজে বিজ্ঞান উৎসবে টেলিযোগাযোগমন্ত্রী

‘১৯৯৬ সাল থেকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখতেন শেখ হাসিনা’ 

ঢাকা কলেজ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১৩

ঢাকা কলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী অষ্টম ডিসিএসসি বিজ্ঞান মেলা-২০২৩। ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাবের আয়োজনে ‘আধুনিকীকরণে অভিযোজন’ স্লোগান নিয়ে ১৪-১৬ ফেব্রুয়ারি কলেজ প্রাঙ্গণে বিজ্ঞান উৎসব শুরু হয়। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ আ. ন. ম. নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

এতে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, ‘বাংলাদেশকে ডিজিটাল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে কম্পিউটারের ওপর ভ্যাট প্রত্যাহার করেছিলেন। তিনি তখন থেকেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখতেন। বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ থেকে বিশ্বের অন্যতম সেরা দেশে পরিণত হয়েছে। যে দেশকে হেনরি কিসিঞ্জার তলাবিহীন ঝুড়ি বলেছিলেন, সেটি এখন ৩৫তম অর্থনীতির দেশ। এখন স্মার্ট বাংলাদেশের পথে এগোচ্ছে।’ 

দেশ এখন এগিয়ে যাচ্ছে, আগের দিনে জ্ঞান অর্জনের জন্য লাইব্রেরিতে যেতে হতো। এখন হাতের কাছে বোতাম টিপলেই সব তথ্য নাগালে চলে আসে বলেও জানান টেলিযোগাযোগমন্ত্রী। তিনি বলেন, ‘এই বিজ্ঞান মেলায় রোবটের প্রদর্শন আছে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে তোমাদের মেধা ও উদ্ভাবনকে কাজে লাগাতে হবে। পরে বিজ্ঞান উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন টেলিযোগাযোগমন্ত্রী।

মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান। আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. আজিজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।

বিজ্ঞান ক্লাব সূত্রে জানা যায়, তিন দিনব্যাপী বিজ্ঞান উৎসবে বিভিন্ন অনলাইন এবং অফলাইন ইভেন্ট অনুষ্ঠিত হবে। অনলাইন ইভেন্টের মধ্যে আছে সায়েন্স ফিকশন স্টোরি রাইটিং, রিভিউ রাইটিং, ডিজিটাল আর্ট এবং ডিজিটাল পোস্টার তৈরি, মিমকন এবং ফটোগ্রাফি। এ ছাড়া অনুষ্ঠিত হবে গেমিং প্রতিযোগিতা।

বিজ্ঞান প্রদর্শনীর প্রথম দিন মঙ্গলবার আয়োজন করা হচ্ছে রুবিকস কিউব প্রতিযোগিতা, প্রজেক্ট ডিসপ্লে এবং ওয়াল ম্যাগাজিন ডিসপ্লে, আই টি অলিম্পিয়াড এবং বায়োলজি অলিম্পিয়াড, স্কুল ও কলেজ পর্যায় এর টিম বেসড কুইজ এবং ওয়ার্ল্ড কাপ কুইজ, এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা।

প্রদর্শনীর দ্বিতীয় দিন বুধবার আয়োজন করা হবে ম্যাথ অলিম্পিয়াড, প্রজেক্ট ডিসপ্লে, ফটোগ্রাফি এক্সিবিউশন, ওয়াল ম্যাগাজিন ডিসপ্লে, ফিজিক্স অলিম্পিয়াড, অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড, কলেজ পর্যায়ের টিমবেইজড কুইজের ফাইনাল, ইউনিভার্সিটি পর্যায়ের টিমবেইজড কুইজের প্রিলিমিনারি রাউন্ড ও ফাইনাল এবং ব্রেইন টিজার। এ ছাড়া আয়োজন করা হচ্ছে মিমকন, দাবা প্রতিযোগিতা এবং মেগা কুইজ।

শেষদিন বৃহস্পতিবার প্রজেক্ট ডিসপ্লের বিচারকার্য, স্কুল পর্যায়ে এরটিম বেইজড কুইজের ফাইনাল, একক কুইজ, রোবটিক এক্সিবিউশন এবং ওয়াল ম্যাগাজিন। এদিন পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটবে।

/এএম/
সম্পর্কিত
চীনের হাসপাতালে চালু হলো ব্রেইন-কম্পিউটার ইন্টারফেস ওয়ার্ড
সবুজ বাংলাদেশ গড়ার অঙ্গীকারে শুরু হয়েছে জাতীয় বৃক্ষমেলা
বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় ফল মেলা
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি