X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১
ঢাকা কলেজে বিজ্ঞান উৎসবে টেলিযোগাযোগমন্ত্রী

‘১৯৯৬ সাল থেকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখতেন শেখ হাসিনা’ 

ঢাকা কলেজ প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ২৩:১৩

ঢাকা কলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী অষ্টম ডিসিএসসি বিজ্ঞান মেলা-২০২৩। ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাবের আয়োজনে ‘আধুনিকীকরণে অভিযোজন’ স্লোগান নিয়ে ১৪-১৬ ফেব্রুয়ারি কলেজ প্রাঙ্গণে বিজ্ঞান উৎসব শুরু হয়। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ আ. ন. ম. নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

এতে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, ‘বাংলাদেশকে ডিজিটাল করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে কম্পিউটারের ওপর ভ্যাট প্রত্যাহার করেছিলেন। তিনি তখন থেকেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখতেন। বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ থেকে বিশ্বের অন্যতম সেরা দেশে পরিণত হয়েছে। যে দেশকে হেনরি কিসিঞ্জার তলাবিহীন ঝুড়ি বলেছিলেন, সেটি এখন ৩৫তম অর্থনীতির দেশ। এখন স্মার্ট বাংলাদেশের পথে এগোচ্ছে।’ 

দেশ এখন এগিয়ে যাচ্ছে, আগের দিনে জ্ঞান অর্জনের জন্য লাইব্রেরিতে যেতে হতো। এখন হাতের কাছে বোতাম টিপলেই সব তথ্য নাগালে চলে আসে বলেও জানান টেলিযোগাযোগমন্ত্রী। তিনি বলেন, ‘এই বিজ্ঞান মেলায় রোবটের প্রদর্শন আছে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে তোমাদের মেধা ও উদ্ভাবনকে কাজে লাগাতে হবে। পরে বিজ্ঞান উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন টেলিযোগাযোগমন্ত্রী।

মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান। আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. আজিজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।

বিজ্ঞান ক্লাব সূত্রে জানা যায়, তিন দিনব্যাপী বিজ্ঞান উৎসবে বিভিন্ন অনলাইন এবং অফলাইন ইভেন্ট অনুষ্ঠিত হবে। অনলাইন ইভেন্টের মধ্যে আছে সায়েন্স ফিকশন স্টোরি রাইটিং, রিভিউ রাইটিং, ডিজিটাল আর্ট এবং ডিজিটাল পোস্টার তৈরি, মিমকন এবং ফটোগ্রাফি। এ ছাড়া অনুষ্ঠিত হবে গেমিং প্রতিযোগিতা।

বিজ্ঞান প্রদর্শনীর প্রথম দিন মঙ্গলবার আয়োজন করা হচ্ছে রুবিকস কিউব প্রতিযোগিতা, প্রজেক্ট ডিসপ্লে এবং ওয়াল ম্যাগাজিন ডিসপ্লে, আই টি অলিম্পিয়াড এবং বায়োলজি অলিম্পিয়াড, স্কুল ও কলেজ পর্যায় এর টিম বেসড কুইজ এবং ওয়ার্ল্ড কাপ কুইজ, এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা।

প্রদর্শনীর দ্বিতীয় দিন বুধবার আয়োজন করা হবে ম্যাথ অলিম্পিয়াড, প্রজেক্ট ডিসপ্লে, ফটোগ্রাফি এক্সিবিউশন, ওয়াল ম্যাগাজিন ডিসপ্লে, ফিজিক্স অলিম্পিয়াড, অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড, কলেজ পর্যায়ের টিমবেইজড কুইজের ফাইনাল, ইউনিভার্সিটি পর্যায়ের টিমবেইজড কুইজের প্রিলিমিনারি রাউন্ড ও ফাইনাল এবং ব্রেইন টিজার। এ ছাড়া আয়োজন করা হচ্ছে মিমকন, দাবা প্রতিযোগিতা এবং মেগা কুইজ।

শেষদিন বৃহস্পতিবার প্রজেক্ট ডিসপ্লের বিচারকার্য, স্কুল পর্যায়ে এরটিম বেইজড কুইজের ফাইনাল, একক কুইজ, রোবটিক এক্সিবিউশন এবং ওয়াল ম্যাগাজিন। এদিন পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে মেলার সমাপ্তি ঘটবে।

/এএম/
সম্পর্কিত
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
পুণ্যস্নানে হাজারো ভক্তের ভিড়, জমজমাট লোকজ উৎসব
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ