X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ইবিতে ছাত্রলীগ নেতার নেতৃত্বে কর্মকর্তা সমিতির সভাপতিকে লাঞ্ছিতের অভিযোগ

ইবি প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে কর্মকর্তা সমিতির সভাপতিকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ছাড়া কয়েকজন কর্মকর্তা এই ঘটনার ইন্ধন দিয়েছেন বলেও জানা গেছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে হিসাব শাখার কর্মকর্তা আসাদুজ্জামান মাখনের কক্ষে এই ঘটে। এ দিন বিকাল সাড়ে ৩টার দিকে সমিতির সভাপতি এ টি এম এমদাদুল আলমের কক্ষে অনুষ্ঠিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা তিনি নিজেই জানান। এ সময় হামলাকারী ও ইন্ধনদাতাদের বিচারের আওতায় আনার দাবি জানান।

একইসঙ্গে হামলায় নেতৃত্ব দানকারী নেতাই পোষ্য কোটায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়েছিলেন বলে অভিযোগ তোলেন। এ ছাড়া সংবাদ সম্মেলন শেষে বিকাল ৪টায় কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে প্রশাসন ভবনের পেছনে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ হয়।

সংবাদ সম্মেলন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ২৬ জুলাই থেকে বয়সসীমা বৃদ্ধি, পোষ্যকোটায় শর্ত শিথিলসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছেন কর্মকর্তারা। তবে প্রশাসনের নির্দেশ কিছু কর্মকর্তা তাদের কাজ অব্যাহত রেখেছিলেন। দুপুরের দিকে হিসাব শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) জাকির হোসেন পাশের রুমে দাফতরিক কাজ করছিলেন। এ সময় কর্মকর্তা সমিতির সভাপতি খবর পেয়ে তার রুমে গিয়ে তাকে কাজ করতে নিষেধ করেন।

এক পর্যায়ে আব্দুল হান্নান, মীর জিল্লুর রহমান, মনিরুল ইসলাম, মীর মোর্শেদুর রহমান, আসাদুজ্জামান মাখন, জাহিদুল ইসলাম, তবারক হোসেন বাদলসহ (ছাত্রলীগ সাধারণ সম্পাদকের বাবা) কয়েকজন কর্মকর্তা সমিতির সভাপতির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান।

পরে সেখানে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সাবেক ছাত্রলীগ নেতা ও চাকরিপ্রত্যাশী বিপুল হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদার, ছাত্রলীগ কর্মী বাঁধন, শাহিন আলম সহ২০/২৫ জন ছাত্রলীগ কর্মী উপস্থিত হন। এ সময় কর্মকর্তাদের ইন্ধনে ও ছাত্রলীগ সম্পাদক জয়ের নেতৃত্বে তাকে লাঞ্ছিত, অকথ্য ভাষায় গালিগালাজ, তুই-তুকারি করা, মারতে আসা এবং হামলা চালানো হয় বলে সমিতির সভাপতি অভিযোগ করেন। পরে সমিতির সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুটসহ কয়েকজন কর্মকর্তা উপস্থিত হয়ে এমদাদকে নিয়ে আসেন।

সংবাদ সম্মেলনে এমদাদ বলেন, আমি হিসাব শাখার একটি রুমে গিয়ে কাজ করতে নিষেধ করলে কয়েকজন কর্মকর্তা রুমে ঢুকে বলে কাজ হবে। এ সময় হান্নানসহ ৮/১০ জন আমার ওপর মারমুখী আচরণ করে। রুমের বাইরে ছাত্রলীগের সাধারণ সম্পাদক জয়ের নেতৃত্বে ২০/২৫ জন নেতাকর্মী আমাকে লাঞ্ছিত করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে, মারতে আসে। এ সময় তারা বাইরে নিয়ে আমাকে পেটানোর হুমকি দেয়। ছাত্রলীগকে ব্যবহার করে গুটিকয়েক কর্মকর্তা প্রশাসনের ইন্ধনে এই ঘটনা ঘটিয়েছে। ঘটনাস্থলে প্রক্টর উপস্থিত থাকলেও কোনও কিছু করেননি। ছাত্রলীগের যারা ছিল তারা অনেকেই পোষ্য কোটায় ভর্তি হয়ে পোষ্য কোটার পক্ষের আন্দোলন বিরুদ্ধে দাঁড়িয়েছে।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় গণমাধ্যমকে বলেন, এমন কোনও ঘটনা ঘটেনি। এসব অভিযোগ সম্পূর্ণ বানোয়াট ও ভিত্তিহীন। কিছু ছাত্র বিভিন্ন অফিসে কাগজপত্র সংশ্লিষ্ট কাজের জন্য গিয়েছিল। কিন্তু কর্মকর্তা কাজ করছিল না। এমন কথা শুনে প্রশাসন ভবনে গিয়ে দেখি লোক জড়ো হয়েছে। যারা সেখানে ছাত্র ছিল আমি তাদের সরিয়ে নিয়ে এসেছি। আমি শেষ মুহূর্তে সেখানে গিয়েছিলাম।

কর্মকর্তা সমিতির সাবেক সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমান বলেন, অ্যাকাউন্টস ডিরেক্টর ফাইল স্বাক্ষর করার কারণে কর্মকর্তা সমিতির সভাপতি তাকে ঘুষি মারতে গিয়েছিল। আমরা সেখানে পরিস্থিতি শান্ত করতে গিয়েছিলাম। পরে আমরা কোনও ঝামেলা করিনি।

হিসাব শাখার পরিচালক জাকির হোসেন বলেন, আমাকে কাজ থেকে বিরত থাকতে বললে আমি প্রশাসনিক নির্দেশে কাজ করছি বলে তাকে জানাই। এরই একপর্যায়ে অন্যান্য কর্মকর্তারা ঢুকলে সেখানে বাগবিতণ্ডা সৃষ্টি হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম। যারা কাজ করতেছিল তাদের সঙ্গে কর্মকর্তা সমিতির সভাপতিসহ অন্যান্যদের বাগবিতণ্ডা চলছিল। পরে আমি অনুরোধ করে কর্মকর্তা সমিতির সভাপতিকে তার রুমে দিয়ে আসি। কর্মকর্তারা লিখিত অভিযোগ দিলে আমরা পরবর্তী ব্যবস্থা নেবো।

/এফআর/
সম্পর্কিত
ছাত্রলীগ নেতাকে আটকের খবর শুনে বাবার মৃত্যু
বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
যৌন হয়রানিসহ নানা অভিযোগে ইবি শিক্ষক চাকরিচ্যুত
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!