X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

রাত থেকে বিদ্যুৎ নেই, জলাবদ্ধ ঢাবির কুয়েত মৈত্রী হল

ঢাবি প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৪

টানা ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা দেখা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কুয়েত মৈত্রী হলে। নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা না থাকায় এখনও নামেনি পানি। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকেই নেই বিদ্যুৎ। এরফলে গোসল ও খাওয়ার পানিরও সঙ্কট দেখা দিয়েছে হলটিতে। তবে পানি নামানোর জন্য কাজ করছে ওয়াসার তিন টিম বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, পানি নিষ্কাশনের জন্য সিটি করপোরেশনের তিনটি টিম কাজ করতেছে। ওয়াসার পানি পাঠানো হয়েছে। আর আপাতত অস্থায়ীভাবে বিদ্যুৎ-এর ব্যবস্থা করা হচ্ছে।

ওই হলের আবাসিক শিক্ষার্থী লাবণ্য তাসফী বলেন, ‘এখনও পানি নামেনি, বিদ্যুৎও আসেনি। গতকাল রাত থেকেই শিক্ষার্থীরা সবাই অসহনীয় অবস্থায় রয়েছে। খাবার পানিও নেই। কিছুক্ষণ আগে ওয়াসা থেকে খাবার পানি এনে সবাইকে দেওয়া হচ্ছে।‘

আরেক আবাসিক শিক্ষার্থী লিমা আক্তার অভিযোগ করে বলেন, ‘আমাদের এমন জরুরি অবস্থাকে মাথায় রেখে কোনও পূর্ব প্রস্তুতি কেন নেয়নি প্রশাসন? এ রাতে মেয়েগুলো তাদের জিনিসপত্রসহ কোথায় যাবে? সন্ধ্যা থেকে যখন পানি বাড়তে শুরু করে তখনও কোনও উদ্যোগ নেওয়া হয়নি। রাত ১১টার দিকে নিচতলার রুমে পানি প্রবেশ করে। এখন আমরা উপরের তলায় অবস্থান করছি।’

জলাবদ্ধ কুয়েতমৈত্রী হল

ওয়াজিহা জাহান জুঁই নামক এক শিক্ষার্থী ফেসবুক পোস্টে লিখেছেন, অতিরিক্ত বৃষ্টির কারণে কুয়েত মৈত্রী হলে জলাবদ্ধতা তৈরি হয়ে নিচতলা ডুবে গেছে। পানি সিঁড়ির নিচ পর্যন্ত চলে এসেছে। গণরুমে পানি ঢুকে গেছে। হলের মুদি দোকানের ফ্রিজে পানি ঢুকে ব্লাস্ট হয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে। এসময় তিনি গণরুমের শিক্ষার্থীদের তার নিজের রুমে আসার অনুরোধ করেন।

বৃহস্পতিবার রাতের অতিরিক্ত ভারী বর্ষণের ফলে অনেক হলেই পানি জমে। মধ্যে রাত থেকে সকাল পর্যন্ত সেসব পানি আবার নেমেও যায়। কিন্তু কুয়েত মৈত্রী হলের পানি রিপোর্ট লেখা পর্যন্ত এখনও নামেনি।

/ইউএস/
সম্পর্কিত
সোমবারের মধ্যে পিএসসি সংস্কারের রোডম্যাপের দাবি
বান্দরবানে গৃহবধূকে ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
আ.লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে রাতভর ছাত্র-জনতা ও শিবিরের বিক্ষোভ
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
যেসব পুষ্টি উপাদানের অভাবে চুল পড়ে
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
আ.লীগ নেত্রীর মেয়ের নাম জুলাইযোদ্ধাদের তালিকায়, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
এনসিপির অবস্থান কর্মসূচিতে একাত্মতা জামায়াতের প্রতিনিধি দলের
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ