X
শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩
১৬ অগ্রহায়ণ ১৪৩০

সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন রাবির ২১ শিক্ষার্থী

রাবি প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৫৮

দেশের ১৬তম জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএস) সহকারী জজ নিয়োগের পরীক্ষায় ১ম স্থানসহ রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আইন বিভাগের মোট ২১ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন আইন বিভাগের সভাপতি হাসিবুল আলম প্রধান।

তিনি বলেন, এখন ২১ জন শিক্ষার্থী সুপারিশ প্রাপ্ত হয়েছে বলে জেনেছি। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর  সন্ধ্যায় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।

আইন বিভাগ সূত্রে জানা গেছে, ফলাফলে প্রথম হয়েছেন রাবির আইন বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী নুসরাত জেরিন জেনি। তিনি ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন। তার বাসা গাইবান্ধা জেলায়। মেধাতালিকায় ষষ্ঠ হয়েছেন একই ব্যাচের ফাহাদ ইশতিয়াক। এ ছাড়াও আরিফ আফসার শুভ সপ্তম, সাথী দশম, বাপ্পি ভূঁইয়া ১১তম, রাফিউল ইসলাম ৩০তম, মৌসুফা তানিয়া মৌলি ৩১তম, আহামাদুল কবীর শাকিল ৩২তম, সুদীপ ঘোষ ১০১ ও মেহেদী হাসান ১০২তম স্থান অর্জন করে রীতিমতো বাজিমাত করেছে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪০তম ব্যাচের ১০ শিক্ষার্থী। 

আরও জানা গেছে, ৪০তম ব্যাচ ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৩৯তম ব্যাচের পাঁচ জনসহ অন্যান্য ব্যাচ থেকে আরও ৬ শিক্ষার্থী সহকারী জজ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এ নিয়ে রাবি থেকে মোট ২১ শিক্ষার্থীর তথ্য প্রাথমিকভাবে পাওয়া গেছে।

প্রথম হওয়া নুসরাত জেরিন জেনি বাংলা ট্রিবিউনকে বলেন, পরীক্ষা ভালো দিয়েছিলাম। তবে এতটা আশা করিনি যে প্রথম হবো। আমার এই ফলাফলের পেছনে সৃষ্টিকর্তার পরে পরিবার, বিভাগ ও আমার বন্ধুদের অবদান রয়েছে।

অ্যাকাডেমিক পড়াশোনার বিষয়ে তিনি বলেন, বিভাগের পড়া থেকে ৬০ শতাংশ কাভার হয়ে যায়। বাকি ৪০ শতাংশ জেনারেল নলেজ। আমি অনার্স শেষে জেনারেল নলেজ পড়াশোনা শুরু করি। এর বাইরেও বিজেএসের পড়াশোনাটা অনেক গভীর। 

বিভাগের সিনিয়রদের সাফল্যে খুশি জুনিয়ররাও। আনন্দ প্রকাশ করে রাবির আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাহির আমিন বলেন, বিভাগের বড় ভাই-আপুদের সফলতা দেখে আমাদের ভালো লাগছে। তাদের সফলতা আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে কাজ করবে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর বলেন, এ পর্যন্ত আমাদের বিভাগ থেকে ২১ শিক্ষার্থী বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। উত্তীর্ণ শিক্ষার্থীরা আমাকে ফোন করে নিশ্চিত করেছেন। তবে সংখ্যাটি আরও বাড়বে বলে জানান তিনি। 

সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা উত্তীর্ণ হয়েছে তারা আমাদের গর্ব। তাদের এ অর্জনে আইন বিভাগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় গর্বিত। তাদের হাতে ন্যায়বিচার নিশ্চিত হবে বলে প্রত্যাশা এ শিক্ষকের।

/এফআর/
সম্পর্কিত
ক্যানটিনে খাবার খেতে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ, সাবেক ছাত্রলীগ নেতাকে মারধর
রাবির ৫১১ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা
জাপানের সঙ্গে রাজশাহীর সম্পর্কের নতুন যাত্রা শুরু
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছে কক্সবাজারের প্রথম ট্রেন 
ঢাকায় পৌঁছেছে কক্সবাজারের প্রথম ট্রেন 
রাশিয়ার সাইবেরিয়ায় রেললাইনে ইউক্রেনের হামলা
রাশিয়ার সাইবেরিয়ায় রেললাইনে ইউক্রেনের হামলা
আচরণবিধি লঙ্ঘন, হুইপ সামশুল হককে নোটিশ
আচরণবিধি লঙ্ঘন, হুইপ সামশুল হককে নোটিশ
বারবার ন্যাড়া করলে কি চুল ঘন হয়?
বারবার ন্যাড়া করলে কি চুল ঘন হয়?
সর্বাধিক পঠিত
যুক্তরাষ্ট্র কি একা হয়ে পড়ছে?
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিযুক্তরাষ্ট্র কি একা হয়ে পড়ছে?
একই আসনে একসঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন স্বামী-স্ত্রী
একই আসনে একসঙ্গে মনোনয়নপত্র জমা দিলেন স্বামী-স্ত্রী
বিএনপিতে সাজা আতঙ্ক
বিএনপিতে সাজা আতঙ্ক
আজকের আবহাওয়া: সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে
আজকের আবহাওয়া: সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে
সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন 
সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন