আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন ও মার্কেটিং বিভাগের মধ্যকার সংঘর্ষের ঘটনায় পুরো টুর্নামেন্ট স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দুই বিভাগের একদিনের ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) রাতে বাংলা ট্রিবিউনকে তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার বলেন, আজকের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টটি স্থগিত করেছে। পাশাপাশি আইন ও মার্কেটিং বিভাগের ক্লাস ও পরীক্ষা আগামীকাল স্থগিত রেখেছে। উপাচার্য আহতদের খোঁজ খবর নিচ্ছেন। আগামীকাল এ বিষয়ে একটি মিটিংয়ের কথা রয়েছে।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড-১৬ এ মার্কেটিং বিভাগ ও আইন বিভাগের খেলা হয়। এতে মার্কেটিং বিভাগ ১ গোলে বিজয়ী হয়। খেলা চলাকালে উভয়পক্ষের দর্শক স্টেডিয়ামে অবস্থান করছিলেন। গোল হওয়ার এক পর্যায়ে উভয় পক্ষ একে-অপরকে ‘ভুয়া’ বলে স্লোগান দিতে শুরু করলে বাগবিতণ্ডা বাধে। খেলা শেষে আইন বিভাগ আগে স্টেডিয়াম ত্যাগ করে। পরে মার্কেটিং বিভাগ বের হয়। কিন্তু স্টেডিয়াম গেটে আবারও উভয়পক্ষের কিছু শিক্ষার্থী বাগবিতণ্ডায় জড়ান।
এতে উভয়পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হয় এবং লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ইটের আঘাতে আইন বিভাগের শিক্ষক মাহফুজুর রহমান এবং শিক্ষার্থী তানজিল ও তোফায়েলসহ কয়েকজন আহত হন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া দায়িত্ব পালনকালে দৈনিক বণিকবার্তা পত্রিকার ক্যাম্পাস সাংবাদিকের ওপর আক্রমণের ঘটনা ঘটে এবং তার ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করতে বাধ্য করেন মার্কেটিং বিভাগের কিছু শিক্ষার্থী।
এদিকে সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের সামনে লাঠিসোঁটা এবং ইটপাটকেল হাতে আবারও অবস্থান নেয় দুই পক্ষ। এ সময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে। ঘটনার একপর্যায়ে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা আইন বিভাগের শিক্ষার্থীদের ধাওয়া দেন। আইন বিভাগের শিক্ষার্থীরা এ সময় তাদের অবস্থান থেকে সরে গেলে মার্কেটিং বিভাগের কিছু শিক্ষার্থী ভবনের ভেতরে প্রবেশ করেন এবং সভাপতির কক্ষের সামনের কাচের জানালা ও কিছু টব ভাঙচুর করেন।
একপর্যায়ে রাবি উপাচার্য, প্রক্টোরিয়াল বডি, সংশ্লিষ্ট বিভাগের সভাপতি এবং শিক্ষকবৃন্দ ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
এ সময় রাবি উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা যা করছো তা কোনোভাবেই কাম্য নয়। খেলার উদ্দেশ্য মানুষকে আনন্দ দেওয়া। কিন্তু খেলাকে কেন্দ্র করে তোমরা যেভাবে নিজেরা মারামারি এবং ভাঙচুর করছো তা কোনোভাবেই প্রত্যাশিত নয়। সংঘর্ষের জন্য দায়ীদের চিহ্নিত করতে হলে আগে তোমাদের শান্ত হতে হবে। আমি তোমাদের শান্ত হতে বলবো। বিষয়টি যেন ভিন্ন দিকে মোড় না নেয় সেজন্য শান্ত হও। বিষয়টি আগামীকালের মধ্যে সমাধানের চেষ্টা করবো এবং জড়িতদের চিহ্নিত করা হবে।
পরে মার্কেটিং বিভাগের কয়েকজন শিক্ষক এবং বিভাগের সভাপতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এ সময় উপাচার্যের আশ্বাসে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্থান ত্যাগ করেন।