X
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

ঢাবির ভূগোল বিভাগের ৭৫ বছর পূর্তি উদযাপন ২৮ ফেব্রুয়ারি

ঢাবি প্রতিনিধি 
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৮

কার্জন হলের ভূতত্ত্ব বিভাগের মাত্র দুটি কক্ষ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের যাত্রা শুরু হয়েছিল। ১৯৪৮ সালে ড. নাফিস আহমেদের নেতৃত্বে এই বিভাগের প্রতিষ্ঠা। আগামী ২৮ ফেব্রুয়ারি বিভাগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

অনুষ্ঠানের বিস্তারিত তথ্য নিয়ে সোমবার (৩ জানুয়ারি) বিভাগের মিটিং রুমে সংবাদ সম্মেলন করে ৭৫ বছর উদযাপন কমিটি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম ও সদস্য সচিব মো. মনোয়ার হোসেন খান।

দিনব্যাপী এই অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে, যা সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে রাত পর্যন্ত চলবে।

আয়োজকরা বলেন, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্যরা এবং কোষাধ্যক্ষ উপস্থিত থাকবেন।

এছাড়াও দেশ-বিদেশের স্বনামধন্য ভূগোলবিদরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগ্রহীদের আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে নিবন্ধন করার সুযোগ রয়েছে। অংশগ্রহণকারীদের নিবন্ধন করার জন্য ০১৫৫২৪২৪৫২৩ অথবা ০১৭১১৫৮২২৩২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করে উদযাপন কমিটি।

অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, বিভাগের সাবেক-বর্তমান সব শিক্ষার্থীদের জন্য দিনটি হবে ঐতিহাসিক ও আনন্দময়। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করবে।

লিখিত বক্তব্য পাঠ করেন উদযাপন কমিটির সদস্য সচিব মনোয়ার হোসেন খান।

তিনি বলেন, এ অনুষ্ঠানে বিভাগের ৭৫ বছরের অর্জন, গবেষণা, শিক্ষা ও উদ্ভাবনের সাফল্য তুলে ধরতে মোট ১২টি সাব-কমিটি নিরলসভাবে কাজ করে চলেছে। এছাড়া, অনুষ্ঠানে বিভিন্ন চমকপ্রদ ইভেন্ট ও পর্যালোচনা পর্ব থাকবে, যেখানে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণের মাধ্যমে এর গৌরবময় ইতিহাসকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের পথচলাকে আরও সমৃদ্ধ করবে।

এই অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান এবং সাবেকদের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি হবে, মনোয়ার হোসেন যোগ করেন।

উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ ইমরান এই বিশেষ আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন।

/এমএস/
সম্পর্কিত
বান্দরবানে গৃহবধূকে ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
ডাকসুর গঠনতন্ত্র সংস্কার: ‘গুরুত্ব পায়নি’ ছাত্র সংগঠনগুলোর প্রস্তাবনা
সর্বশেষ খবর
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
পারমাণবিক যুদ্ধের ঝুঁকি ‘স্পষ্ট ও বাস্তব’, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারি
মহানির্বাণ
মহানির্বাণ
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
ভারত-পাকিস্তান সংঘাতে কাঁপছে দক্ষিণ এশিয়া, বাংলাদেশের অর্থনীতিতে শঙ্কার মেঘ
কক্সবাজার পৌর এলাকা থেকে দৈনিক ৩৪ টন প্লাস্টিক বর্জ্য সাগরে পড়ছে
কক্সবাজার পৌর এলাকা থেকে দৈনিক ৩৪ টন প্লাস্টিক বর্জ্য সাগরে পড়ছে
সর্বাধিক পঠিত
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
‘সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় এএসপি পলাশের, দুপুরে অফিসে নিজ মাথায় গুলি’
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা
সিঁদুর অভিযান: ভূপাতিত ভারতীয় বিমানের সংখ্যা নিয়ে ধোঁয়াশা