X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ঢাবির ভূগোল বিভাগের ৭৫ বছর পূর্তি উদযাপন ২৮ ফেব্রুয়ারি

ঢাবি প্রতিনিধি 
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৮

কার্জন হলের ভূতত্ত্ব বিভাগের মাত্র দুটি কক্ষ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের যাত্রা শুরু হয়েছিল। ১৯৪৮ সালে ড. নাফিস আহমেদের নেতৃত্বে এই বিভাগের প্রতিষ্ঠা। আগামী ২৮ ফেব্রুয়ারি বিভাগের ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটা বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

অনুষ্ঠানের বিস্তারিত তথ্য নিয়ে সোমবার (৩ জানুয়ারি) বিভাগের মিটিং রুমে সংবাদ সম্মেলন করে ৭৫ বছর উদযাপন কমিটি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহ্বায়ক ও বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম ও সদস্য সচিব মো. মনোয়ার হোসেন খান।

দিনব্যাপী এই অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে, যা সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে রাত পর্যন্ত চলবে।

আয়োজকরা বলেন, এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্যরা এবং কোষাধ্যক্ষ উপস্থিত থাকবেন।

এছাড়াও দেশ-বিদেশের স্বনামধন্য ভূগোলবিদরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগ্রহীদের আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে নিবন্ধন করার সুযোগ রয়েছে। অংশগ্রহণকারীদের নিবন্ধন করার জন্য ০১৫৫২৪২৪৫২৩ অথবা ০১৭১১৫৮২২৩২ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করে উদযাপন কমিটি।

অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, বিভাগের সাবেক-বর্তমান সব শিক্ষার্থীদের জন্য দিনটি হবে ঐতিহাসিক ও আনন্দময়। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করবে।

লিখিত বক্তব্য পাঠ করেন উদযাপন কমিটির সদস্য সচিব মনোয়ার হোসেন খান।

তিনি বলেন, এ অনুষ্ঠানে বিভাগের ৭৫ বছরের অর্জন, গবেষণা, শিক্ষা ও উদ্ভাবনের সাফল্য তুলে ধরতে মোট ১২টি সাব-কমিটি নিরলসভাবে কাজ করে চলেছে। এছাড়া, অনুষ্ঠানে বিভিন্ন চমকপ্রদ ইভেন্ট ও পর্যালোচনা পর্ব থাকবে, যেখানে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণের মাধ্যমে এর গৌরবময় ইতিহাসকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের পথচলাকে আরও সমৃদ্ধ করবে।

এই অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান এবং সাবেকদের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি হবে, মনোয়ার হোসেন যোগ করেন।

উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ ইমরান এই বিশেষ আয়োজনকে সাফল্যমণ্ডিত করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন।

/এমএস/
সম্পর্কিত
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে যত আয়োজন
মুরাদনগরে নারীকে জোরপূর্বক ধর্ষণের প্রতিবাদে বাম সংগঠনগুলোর মশাল মিছিল
লেকে ভাসছিল ঢাবির সাবেক শিক্ষার্থীর লাশ, স্বজনদের দাবি পরিকল্পিত হত্যা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’