X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

এসএসইএএসআর সম্মেলনের অতিথিদের বাংলার প্রাচীন ঐতিহ্য পরিদর্শন

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৭ জুন ২০১৯, ২০:১৬আপডেট : ১৭ জুন ২০১৯, ২০:২৫

এসএসইএএসআর সম্মেলনের অতিথিদের বাংলার প্রাচীন ঐতিহ্য পরিদর্শন ইউল্যাব আয়োজিত ৮ম এসএসইএএসআর আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ৩০টি দেশ থেকে আগত অংশগ্রহণকারী শিক্ষক ও গবেষকগণ বাংলাদেশের প্রাচীন ঐতিহ্য পরিদর্শন করেছেন। আগত অতিথিরা শনিবার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন করেন।

রবিবার তারা মহাস্থানগড়ের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আগামী ১৯ জুন পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন। সোমপুর মহাবিহার, পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক সাইট, পাহাড়পুর জাদুঘর, পাহাড়পুরে অবস্থিত স্থাপত্য নিদর্শনের ধ্বংসাবশেষ সত্যপীরের ভিটা, প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান জগদ্দল মহাবিহার, খেরুয়া মসজিদ পরিদর্শন করবেন।

এছাড়া বগুড়া সদর থানায় গোকুল গ্রামে খননকৃত প্রত্নস্থল গোকুল মেধ, শিবগঞ্জ উপজেলার বিহার হাটে অবস্থিত ভাসু বিহার, দুই তালা বিশিষ্ট কাঁদা মাটির ঘর পরিদর্শন করবেন।

এসএসইএএসআর আন্তর্জাতিক সম্মেলনের সভাপতি ও ইউল্যাবের সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজের পরিচালক অধ্যাপক ড. শাহনাজ হুসনে জাহান এই  সফরের নেতৃত্ব দিচ্ছেন।

এর আগে গত ১২ জুন অতিথিরা ঢাকেশ্বরী মন্দির, বাংলাদেশ জাতীয় জাদুঘর, স্বাধীনতা জাদুঘর, লালবাগের কেল্লাসহ নানা স্থানে ভ্রমণ করেন। 

১৩ জুন থেকে ১৬ জুন পর্যন্ত চলমান ‘নদী ও ধর্ম’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ৩০ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের  অধ্যাপক ও গবেষকগণ ১৫টি শিরোনামের অধীনে ৩৭টি প্যারালাল সেশনের মাধ্যমে মোট ১৭০টি গবেষণা প্রবন্ধ পাঠ করেন। আয়োজকরা আশা প্রকাশ করেন এই সম্মেলনের মাধ্যমে শতাধিক দেশি ও বিদেশি বিশেষজ্ঞের উপস্থিতিতে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ধর্ম ও সংস্কৃতি বিষয়ক গবেষণায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি টেকসই ও কার্যকর যোগাযোগ তৈরি হয়েছে যা বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অ্যাকাডেমিক পরিমণ্ডলে নিজেদের তুলে ধরার জন্য একটি সুবর্ণ সুযোগ। এই সম্মেলনকে সাফল্যমন্ডিত করার জন্য লোকশিল্প মেলা, বই মেলা এবং ইউল্যাবের ছাত্রদের “বাংলাদেশের নদী” শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী ও ‘গ্রুপ টেম্পল অব পুঠিয়া’ শিরোনামে ট্রাডিশনাল ফটো গ্যালারির আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক