X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ইবির বঙ্গবন্ধু পরিষদ নির্বাচন কমিশনকে তৎপরতা বন্ধে নির্দেশ

ইবি প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৫আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৯:৪৪
image

ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পেশাজীবী সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ নির্বাচন কমিশন’কে তৎপরতা বন্ধে নির্দেশ দিয়েছেন পরিষদের কেন্দ্রীয় নেতারা। পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেস অ্যান্ড মিডিয়া উইং আনন্দ কুমার সেন স্বাক্ষরিত এক সংবাদ বার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে, বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ডা. এস এ মালেক গত ৩১ ডিসেম্বর ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। এতে সভাপতি হিসেবে আইসিটি বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন মনোনীত হন।

অনুমোদনের পর থেকে উক্ত কমিটি যথারীতি কেন্দ্রীয় কমিটির পরামর্শ মোতাবেক কার্যক্রম পরিচালনা করে আসছে। ইতোমধ্যে এ কমিটি বেশ কিছু কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছে।

এমতাবস্তায় কেন্দ্রীয় কমিটি গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ নির্বাচন কমিশন’ নামে একটি সংগঠন হঠাৎ করে তৎপরতা শুরু করেছে। এই কমিশন নামধারী প্রতিষ্ঠানটি ‘কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ (শিক্ষক ইউনিট) নামের আরেকটি সংগঠনের জন্য নির্বাচন ঘোষণা করেছে। কে বা কারা, কী উদ্দেশ্যে এ ধরনের কমিটি গঠন করেছে ও তৎপরতা চালাচ্ছে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি তা একেবারেই অবগত নয়।

যেখানে একটি পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত, সেখানে বঙ্গবন্ধু পরিষদের নামে বা বঙ্গবন্ধু পরিষদের নাম ভাঙিয়ে এ ধরনের কার্যক্রমহীন উদ্দেশ্য, ব্যক্তি ও মহল বিশেষের বিশেষ কোনও স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে বলে কেন্দ্রীয় পরিষদ মনে করে। তাছাড়া, বঙ্গবন্ধু পরিষদ (শিক্ষক ইউনিট) নামে বাংলাদেশে বঙ্গবন্ধু পরিষদের কোনও শাখা নেই। একই সাথে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি এ ধরনের কোনও সংগঠনের স্বীকৃতি দেয় না। ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ নির্বাচন কমিশনকে এ ধরনের তৎপরতা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। অন্যথায় উদ্ভূত যে কোনও পরিস্থিতি জন্য ইসলামী বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ নির্বাচন কমিশন ও এর সাথে জড়িতদেরকেই দায়ী থাকতে হবে।

এ বিষয়ে আনন্দ কুমার সেন বলেন, ‘বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মালেক স্যার দীর্ঘদিন ধরেই চাচ্ছেন উভয় পক্ষ এক হয়ে কাজ করুক। কিন্তু অন্য পক্ষটি সম্মত না হয়ে, গায়ের জোরে নতুন একটি ইউনিট খুলেছে। সংগঠনের শৃঙ্খলা ধরে রাখতে মালেক স্যারের নির্দেশে এই প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হলো।’

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ধাক্কা মেরে ফেলে চাপা দিলো কাভার্ডভ্যান, মোটরসাইকেলচালক নিহত
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!