X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ইফতার না উৎসব!

চৌধুরী আকবর হোসেন
০৯ জুন ২০১৬, ১৯:১৫আপডেট : ০৯ জুন ২০১৬, ১৯:৫১

ইফতারের আয়োজন চিকেন রোস্ট সংযমের মাস রমজান। এই মাসের অন্যতম ফজিলতপূর্ণ ইবাদত হলো সারাদিন রোজা রেখে দিনশেষে ইফতার করা। ইসলামে ইফতারের নানা সওয়াবের কথা বলা হয়েছে। পাশাপাশি নিরুৎসাহিত করা হয়েছে ইফতার নিয়ে আড়ম্বরপূর্ণ আয়োজনকেও। শহরবাসীদের মধ্যে রোজার দিনে ইফতার আয়োজনে আড়ম্বর করতে দিনভর প্রস্তুতি লক্ষ করা যায়। সম্প্রতি এই আয়োজনকে কেন্দ্র করে নানা ধরনের প্রচারণা চালানো হয়। যদিও এসব আয়োজনে দরিদ্র রোজাদারদের অংশগ্রহণ একেবারেই কম থাকে। দেশের আলেমরা ইফতারকে কেন্দ্র করে এই ধরনের প্রবণতার সমালোচনা করেছেন। তারা বলছেন, ইসলামে ইফতারের অনেক মর্যাদা রয়েছে। তাই আয়োজনের চেয়ে তাকওয়া অর্জনের দিকেই রোজাদারকে মনযোগী হতে হবে।   

রমজান এলেই ইফতারকে কেন্দ্র শুরু হয় ইফতার পার্টির শোডাউন। বিত্তশালীদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোও পিছিয়ে থাকে না এসব কর্মসূচিতে। রাজধানীসহ দেশের বড় বড় রেস্টুরেন্টগুলোতে জমে ওঠে ইফতার পার্টি। এসব হোটেল, রেস্টুরেন্টে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন, প্রতিষ্ঠানের ইফতার মাহফিলের নামে চলে শোডাউন। কোনও কোনও ব্যক্তি বা  প্রতিষ্ঠান দরিদ্রদের মধ্যে ইফতার বিতরণ করে। তবে এসব বিতরণের অনেক আয়োজনই লোক দেখানো।

চিকেন রোস্ট

এ প্রসঙ্গে লালবাগ জামিয়া কোরআনিয়া আরাবিয়া মাদ্রাসা শিক্ষক মুফতি ফয়জুল্লাহ বলেন, রোজার মূল লক্ষ্য, মূল কথা, মূলদাবি এবং মূল আবেদন হচ্ছে, 'তাকওয়া'। আল্লাহ সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন,‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পার।’ (সুরা বাকারা, আায়াত ১৮৩)। রোজাদারের জীবনে মৌলিক সাফল্যই হচ্ছে তাকওয়া অর্জন। ব্যক্তির চিন্তা-চেতনাসহ জীবনের সর্বক্ষেত্রে বিপ্লব আসে তাকওয়ার গুণে। তাকওয়া আরও বিপ্লব আনে রাজনীতি, সভ্যতা, শিক্ষা ও সংস্কৃতিতে। তাকওয়ার ফলে মানুষ আলোকিত মানুষে পরিণত হয়। আলোকিত মানুষের সংখ্যাবৃদ্ধিতে দেশ আলোকিত হয় এবং দেশে সৎ ও নেককর্ম, শিক্ষা-দীক্ষা, মানবতা ও উচ্চতর সংস্কৃতির এক মহান সভ্যতা গড়ে ওঠে। যেমনটি আমরা দেখতে পাই ইসলামের প্রাথমিক সোনালি যুগে।

অভিজাত রেস্তোরাঁয় ইফতারের আয়োজন

মুফতি মুতীউর রহমার বলেছেন, রমজান হচ্ছে অল্প ইবাদত করে অধিক সওয়াব অর্জনের এক সুবর্ণ সুযোগের মাস। এ সুযোগের সদ্ব্যবহার করা আমাদের সবার কর্তব্য। এমন সুযোগ হাতছাড়া করা মোটেই উচিত নয়। বিশেষত রমজানে রোজাদারকে ইফতার করানো একটি বড় সওয়াবের কাজ। বিভিন্ন হাদিসে রোজাদারকে ইফতার করানোর অনেক ফজিলত বর্ণিত হয়েছে। হজরত যায়েদ ইবনে খালিদ জুহানি (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন হজরত রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘কেউ যদি রোজাদারকে ইফতার করায় তবে তারও একই সওয়াব হবে। তবে এতে রোজাদারের সওয়াবের কোরনও ঘাটতি হবে না (তিরমিযি) অন্য একটি হাদিসে বর্ণিত যে ব্যক্তি রমজান মাসে কোনও রোজাদারকে ইফতার করাবে, তার গোনাহ মাফ হবে, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং সে ওই রোজাদারের সমান সওয়াব পাবে। এতে ওই রোজাদারের সওয়াবে কোনও ঘাটতি হবে না।’

মাওলানা লুৎফর রহমান বলেন, রমজানে ইফতারের জন্য অতিরিক্ত খাবার বানানো কি রোজার সওয়াব কমে যাবে কিনা—এমন প্রশ্ন অনেকে করেন। এর জবাবে বলব, এতে সিয়ামের সওয়াব কমবে না।  তবে  অপচয় করা যাবে না। এ প্রসঙ্গে আল্লাহ বলেছেন, ‘তোমরা পানাহার করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।’ [সূরা আ’রাফ, আয়াত ৭:৩১]    

অপচয় করাটা এমনিতেই হারাম। আর মিতব্যয়িতা হলো জীবিকার অর্ধেক। তাদের কাছে প্রয়োজনের অতিরিক্ত কিছু থাকলে তারা তা সদকাহ করে দিতে পারে। সেটাই তো উত্তম।

আরও পড়তে পারেন: কঠোর অবস্থানে পুলিশ, শুক্রবার থেকে বিশেষ অভিযান

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন