X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২

হাসনাত-তাহমিদের মূল ছবি দিতে প্রথম আলো ও যুগান্তরকে নির্দেশ

আমানুর রহমান রনি ও মো. সানাউল ইসলাম টিপু
১২ আগস্ট ২০১৬, ১৭:১০আপডেট : ১২ আগস্ট ২০১৬, ১৭:৫৫


হলি আর্টিজানের ছাদে এক জঙ্গি এবং হাসনাত ও তাহমিদ (ছবি: সংগৃহীত) হলি আর্টিজান বেকারির ছাদে হাসনাত করিম ও তাহমিদ খানের যে ছবি দৈনিক প্রথম আলো ও যুগান্তর প্রকাশ করেছে, তা পুলিশকে দিতে হবে বলে আদালত নির্দেশ দিয়েছে। পুলিশ এই ছবিগুলো মামলার তদন্তের প্রয়োজনে পরীক্ষা করে দেখবে।

গুলশান হামলার ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক হুমায়ুন কবিরের এক আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবির ইয়াসির আহসান এই নির্দেশনা দিয়েছেন। সিএমএম আদালতের সাধারণ নিবন্ধন শাখার পুলিশ কনস্টেবল আশরাফ আলী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

পরিদর্শক হুমায়ুন কবিরের আবেদনের বরাত দিয়ে তিনি জানান, প্রথম আলো ও যুগান্তরে জঙ্গিদের সঙ্গে হাসনাত করিম ও তাহমিদের যে ছবি প্রকাশ হয়েছে, তা মামলার অধিকতর তদন্তের জন্য প্রয়োজন।এই ছবিগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে হবে।

এদিকে এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘আমরা ছবি চেয়ে আদালতে আবেদন করেছি। আদালত ছবি দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।আমরা এই ছবির ব্লাস্টিক পরীক্ষা করে দেখব। এই ছবি আসল  কিনা,তা জানা দরকার।’

গুলশান হামলার সঙ্গে হাসনাত ও তাহমিদের কোনও সম্পৃক্ততা পাওয়া গেছে কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখনও তদন্ত করছি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।’

সবকিছুই তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

গত ১ জুলাই কূটনৈতিক এলাকা গুলশানের হলি আর্টিজান বেকারিতে অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা করে এবং দেশি-বিদেশি নাগরিকদের জিম্মি করে। এসময় প্রতিরোধ করতে গিয়ে জঙ্গিদের গ্রেনেড হামলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন খান নিহত হন।রাতের বিভিন্ন সময় তিন বাংলাদেশিসহ ২০ জন জিম্মিকে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে জঙ্গিরা। পরদিন সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে ছয় জঙ্গি নিহত হয়।এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। মামলা সিটিটিসি তদন্ত করছে।

ঘটনার দিন হাসনাত করিম স্বপরিবারে এবং তাহমিদ বান্ধবীদের সঙ্গে ওই বেকারিতে ছিলেন। গত ৭ আগস্ট প্রথম আলো ও যুগান্তরের প্রথম পাতায় হলি আর্টিজান বেকারির ছাদে এক জঙ্গির সঙ্গে হাসনাত করিম ও তাহমিদের বিভিন্ন ভঙ্গিতে থাকা ছবি প্রকাশ করে।

এর আগে ৪ আগস্ট ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে হাসনাত করিম ও তাহমিদকে আটদিনের রিমান্ডে নেয় পুলিশ। 

/এআরআর/ এপিএইচ/

আরও পড়ুন:

মারজানের তথ্য চায় পুলিশ

আন্তর্জাতিক জঙ্গিবাদের উত্থানের পর নিও জেএমবি সক্রিয়: মনিরুল ইসলাম

আইএস ছাড়তে চেয়েছিল সেই বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কিশোরী! (ভিডিও)

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা
ঢাকায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা
শাহবাগের কর্মসূচিতে মিছিল নিয়ে যুক্ত হলো ইসলামী আন্দোলন
শাহবাগের কর্মসূচিতে মিছিল নিয়ে যুক্ত হলো ইসলামী আন্দোলন
পারমাণবিক অস্ত্রভাণ্ডার তত্ত্বাবধায়ক পর্ষদের বৈঠক হয়নি: পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী
পারমাণবিক অস্ত্রভাণ্ডার তত্ত্বাবধায়ক পর্ষদের বৈঠক হয়নি: পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী
আ. লীগ নিষিদ্ধের আগ পর্যন্ত রাজপথ ছাড়বে না ইসলামী আন্দোলন: মহাসচিব
আ. লীগ নিষিদ্ধের আগ পর্যন্ত রাজপথ ছাড়বে না ইসলামী আন্দোলন: মহাসচিব
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
লঞ্চঘাটে তরুণীদের প্রকাশ্যে মারধর, যুবক বললেন ‘ভাই হিসেবে মেরেছি’
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
আ.লীগের নিষিদ্ধের বিষয়ে বিএনপি সুস্পষ্ট অবস্থান না নেওয়ায় ছাত্রদল নেতার পদত্যাগ
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু
ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক অভিযান শুরু