X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

২০০৬ সাল থেকে দারুল ইহসানের সব সনদ অবৈধ হওয়ার কারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৬, ২২:৫০আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১১:১৭

দারুল ইহসান বিশ্ববিদ্যালয় চলতি বছরের ২৫ জুলাই হাইকোর্ট এক চূড়ান্ত রায়ে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম অবৈধ ঘোষণা করেন তারই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়টির সব কার্যক্রম বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। ওই রায়ে যেহেতু ২০০৬ সাল থেকে এ পর্যন্ত সব কার্যক্রমকে অবৈধ ঘোষণা করা হয়েছে, সেহেতু বিশ্ববিদ্যালয়টি থেকে দেওয়া সব সার্টিফিকেটও অবৈধ। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান রবিবার রাতে বাংলা ট্রিবিউনকে এ সব কথা বলেন।
এর আগে রবিবার দুপুরে ইউজিসি কার্যালয়ে আবদুল মান্নান ২০০৬ সালের পরে দারুল ইহসান থেকে দেওয়া সব সার্টিফিকেট বাতিল বিষয়ে জানালে ‘২০০৬ সালের পরে দেওয়া দারুল ইহসানের সকল সার্টিফিকেট বাতিল’ শিরোনামে বাংলা ট্রিবিউনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপরে বিশ্ববিদ্যালয়টি থেকে পাস করা শিক্ষার্থীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং বাংলা ট্রিবিউন কার্যালয়ে ফোন করেও অনেকেই তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
তাদের প্রতিক্রিয়া ও প্রশ্নের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয় ২০০৬ সালেই বিশ্ববিদ্যালয়টিকে অবৈধ ঘোষণা করেছিল। তারপর ওই বিশ্ববিদ্যালয়টির চার মালিক হাইকোর্টে রিট করে স্থগিতাদেশ নিয়ে এতদিন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে আসছিলেন। কিন্তু সর্বশেষ গত ২৫ জুলাই হাইকোর্ট তাদের চূড়ান্ত রায় জানিয়েছেন। ২০০৬ সালে বিশ্ববিদ্যালয়টিকে শিক্ষা মন্ত্রণালয়ের অবৈধ ঘোষণা করাকে সঠিক সিদ্ধান্ত হিসেবে গুরুত্ব দিয়েছেন হাইকোর্ট এবং ২০০৬ সালের পরে চালিয়ে যাওয়া সব কার্যক্রমকেই অবৈধ ঘোষণা করেছেন।

ইউজিসি চেয়ারম্যান আবদুল মান্নান বলেন, যেহেতু হাইকোর্ট বিগত ১০ বছরে চালিয়ে যাওয়া দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রমকেই অবৈধ ঘোষণা করেছেন, সেকারণে এই সময়ে নেওয়া সব সিদ্ধান্তই বাতিল। আর এর পরিপ্রেক্ষিতে ২০০৬ সালের পরে দেওয়া সব সার্টিফিকেটও বাতিল।
এদিকে জানা গেছে, বিশ্ববিদ্যালয়টিতে ২০০৭ সালে রাষ্ট্রপতির স্বাক্ষরিত একজন উপাচার্যকে নিয়োগ দেওয়া হয়। হাইকোর্টে মামলা চলমান থাকলে সেখানে কীভাবে উপাচার্য নিয়োগ দেওয়া হয় জানতে চাইলে মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বলেন, উপাচার্য নিয়োগের একমাত্র এখতিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের এবং রাষ্ট্রপতির স্বাক্ষরেই নিয়োগ দেওয়া হয়। সুতরাং এখানে ইউজিসি’র কোনও সংশ্লিষ্টতা নেই।
তবে ২০১৫ সালের ৩১ মে বিশ্ববিদ্যালয়টির ধানমণ্ডি ৯/এ ক্যাম্পাস থেকে দেওয়া সব সার্টিফিকেটের বৈধতা দিয়ে একটি চিঠি ইস্যু করা হয়েছিল। কিন্তু তখন সার্টিফিকেটের বৈধতা দেওয়া হলেও এখন কেন তা অবৈধ বলা হয়েছে, এমন প্রশ্নের উত্তরে ইউজিসি চেয়ারম্যান বলেন, তাদের সার্টিফিকেট অবৈধ সেটা তো ইউজিসি অথবা শিক্ষা মন্ত্রণালয় বলছে না। রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে, হাইকোর্টের সিদ্ধান্তের ওপর আমাদের কোনও বক্তব্য নেই।
এর আগে রবিবার দুপুরে ইউজিসি কার্যালয়ে বসে চেয়ারম্যান আবদুল মান্নান জানিয়েছিলেন, ২০০৬ সালে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়কে অবৈধ ঘোষণা করা হয়েছিল। তখনই এক বিজ্ঞপ্তির মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছিল। তখন বলা হয়েছিল, বিশ্ববিদ্যালয়টির বিরুদ্ধে নেওয়া যে কোনও সিদ্ধান্তের কারণে কোনও শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হলে শিক্ষা মন্ত্রণালয় এমনকী ইউজিসি তার দায় নেবে না। গত ১০ বছরের অনেকবারই এমন সতর্কতা জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থী ২০০৬ সালের আগে ভর্তি হয়ে পাস করেছেন এবং সার্টিফিকেট নিয়েছেন তাদের সার্টিফিকেট বাতিল হবে না। ২০০৬ সালের পরে যারা ভর্তি হয়েছেন, তাদের সার্টিফিকেটই কেবল বাতিল বলে বিবেচিত হবে।



/আরএআর/এবি/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধুর শোবার ঘর থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার
বন্ধুর শোবার ঘর থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার
ঢাকায় প্রথমবার ‘পপাই’র একক কনসার্ট
ঢাকায় প্রথমবার ‘পপাই’র একক কনসার্ট
শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে: প্রধানমন্ত্রী
শিল্প গড়ে উঠুক, বর্জ্য যেন নদীতে না পড়ে: প্রধানমন্ত্রী
মসজিদে যাওয়ার পথে একদল কুকুরের আক্রমণে যুবকের মৃত্যু
মসজিদে যাওয়ার পথে একদল কুকুরের আক্রমণে যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
‘নীরব’ থাকবেন মামুনুল, শাপলা চত্বরের ঘটনা বিশ্লেষণের সিদ্ধান্ত
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক
মোবাইল আনতে ডিবি কার্যালয়ে মামুনুল হক