X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ত্রাণ নিয়ে কারচুপি হতে দেবেন না: মায়া

শফিকুল ইসলাম, নেত্রকোনার আটপাড়া থেকে
২৫ এপ্রিল ২০১৭, ১৪:১৪আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ১৪:১৪

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (ছবি: সংগৃহীত) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘ত্রাণ নিয়ে কোনও ধরনের কারচুপি হতে দেবেন না। সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ দেওয়া হচ্ছে। ত্রাণ নেওয়ার আগে আপনার জন্য কত কেজি বরাদ্দ করা হয়েছে ও কত কেজি দেওয়া হচ্ছে তা বুঝে নেবেন। আগামী ফসল না ওঠা পর্যন্ত ত্রাণ বিতরণ চলবে।’

নেত্রকোনার আটপাড়া উপজেলায় হাওরের পানি বেড়ে প্লাবিত এলাকা পরিদর্শনের সময় মঙ্গলবার মন্ত্রী এসব কথা বলেন। এ দিন সকালে মন্ত্রী আটপাড়া উপজেলার বানিয়াজান ইউনিয়নের সোনাইখালি গ্রামে চেংরাম হাওর পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত লোকজনের সঙ্গে কথা বলেন।

মায়া বলেন, ‘প্রতিটি অসহায় পরিবারকে মাসে ৩০ কেজি করে চাল ও নগদ ৫০০ টাকা দেওয়া হবে। কাজেই খাবার নিয়ে চিন্তা করবেন না, খাদ্যের সংকট নাই। বাংলাদেশ ব্যাংক আপাতত কৃষি ঋণ আদায় স্থগিত করেছে। এ নিয়ে দুশ্চিন্তা করবেন না। এনজিওগুলোকে বলছি, আপনারা আপনাদের ঋণের কিস্তি আদায় আপাতত এক বছর বন্ধ রাখুন।’

এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, নেত্রকোনা ২ আসনের এমপি এবং যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, নেত্রকোনা ৩ আসনের এমপি ইফতেখারুল আলম পিন্টু, ডিসি ড. মুশফিকুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

হওরাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সোমবার মন্ত্রী নেত্রকোনা সফরে যান। সোমবার রাতে নেত্রকোনা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় হাওরের ক্ষয়ক্ষতি ও তা কাটিয়ে ওঠার বিষয়ে জেলার সরকারি কর্মকর্তারা কোনও ধারণা না রাখায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। আগামী ২৬ এপ্রিল দুপুর ১২টার মধ্যে জেলা প্রশাসকের কাছে হাওরের ক্ষয়ক্ষতি এবং তা থেকে পরিত্রাণের উপায় সংক্রান্ত প্রতিবেদন দাখিল করতে জেলার সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী। এসময় মন্ত্রী জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

/এসআই/এফএস/ 

আরও পড়ুন- 

খোয়াই নদীর বাঁধ ভেঙে তলিয়ে গেছে আরও ১০ হাজার হেক্টর জমির ফসল

সম্পর্কিত
সর্বশেষ খবর
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে