X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

‘বাংলাদেশের মাহাথির’ আমাদের সামনেই আছেন: জয়

জুলফিকার রাসেল, নিউ ইয়র্ক থেকে
২০ সেপ্টেম্বর ২০১৭, ১০:৩৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১২:৩২

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সজীব ওয়াজেদ জয় (ছবি: নাসিরুল ইসলাম)

‘বাংলাদেশের মাহাথির’ (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমাদের সবার সামনেই আছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়। নিউ ইয়র্কে মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকাল) আওয়ামী লীগের এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জয় বলেন, ‘তিন-চার বছর আগে অনেকে আমাকে জিজ্ঞাসা করতো, সিঙ্গাপুর ও মালয়েশিয়া অনেক এগিয়ে গেছে। মালয়েশিয়ার মাহাথির সরকার টানা চার টার্ম বা ২০ বছর ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করেছেন। বিশ্বে মালয়েশিয়াকে ইনফ্লুয়েনশিয়াল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ফলে তারা এগিয়ে গেছে। আমাদের মাহাথির কোথায়?’

জবাবে প্রধানমন্ত্রীকে দেখিয়ে তিনি বলেন, ' আমাদের মাহাথির আমাদের সামনেই আছেন।’

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন,‘বর্তমান পরিস্থিতিতে সারাবিশ্বে অর্থনীতির গতির দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রত্যেক বছর বাংলাদেশের মানুষের আয় বাড়ছে, কর্মসংস্থান বাড়ছে, খাদ্যের অভাব নাই, বিদ্যুতের অভাব নাই।’

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুটি আমাদের জন্য একটি বিরাট চ্যালেঞ্জ। তবে আমি খুব গর্বিত যে, আমরা আমাদের প্রতিবেশী দেশের মানুষকে সাহায্য ও আশ্রয় দিতে পারছি। এগুলো আমরা নিজেরাই করছি। আমাদের কারও কাছ থেকে কোনও সাহায্য নিতে হচ্ছে না।’

সজীব ওয়াজেদ জয় বলেন, ‘বাংলাদেশ এখন আর আগের দেশ নেই। আমরা এখন এক নতুন দেশ। আর আওয়ামী লীগ যদি ভবিষ্যতে ক্ষমতায় থাকে তবে আমরা উন্নত দেশ হবো।’

এসময় নেতাকর্মীরা ‘আওয়ামী লীগ সরকার, বারবার দরকার’ বলে স্লোগান দিতে থাকেন।

সবশেষে তিনি বলেন, ‘তাই আমি বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে (শেখ হাসিনা) ভোট দিয়ে বারবার ক্ষমতায় আনতে হবে।’

আরও পড়ুন:
বিশ্বে মুসলমানরাই কেন শরণার্থী হবে, রোহিঙ্গাদের ফিরিয়ে নিন: শেখ হাসিনা
‘খালেদা জিয়া পালিয়ে থাকেন কেন?’
মেক্সিকোতে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩৮
দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু ভারত থেকে সব শরণার্থী ফিরিয়ে এনেছিলেন: প্রধানমন্ত্রী

/এসএনএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন শুরুর অপেক্ষায় পঞ্চপাণ্ডবহীন বাংলাদেশ
নতুন শুরুর অপেক্ষায় পঞ্চপাণ্ডবহীন বাংলাদেশ
গাজায় ইসরায়েলি আগ্রাসনে মরক্কোর নেপথ্য সহযোগিতা
গাজায় ইসরায়েলি আগ্রাসনে মরক্কোর নেপথ্য সহযোগিতা
‘পালানোর’ অভিযোগে ডিআইজিসহ তিন পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
‘পালানোর’ অভিযোগে ডিআইজিসহ তিন পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
এইচএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে ছাত্রদল নেতা আটক
এইচএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে ছাত্রদল নেতা আটক
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট
আজ থেকে কার্যকর হচ্ছে নতুন অর্থবছরের বাজেট